ETV Bharat / state

দক্ষিণবঙ্গে চড়বে পারদ, উত্তরে বৃষ্টি কমার ইঙ্গিত হাওয়া অফিসের - Bengal Weather Forecast

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:10 AM IST

Weather Forecast
তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে

West Bengal Weather Forecast: উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি কমবে ৷ ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ তবে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না ৷

কলকাতা, 13 এপ্রিল: দক্ষিণবঙ্গে চড়বে পারদ ৷ শুক্রবার থেকেই গরম বাড়তে শুরু করেছে ৷ শনি এবং রবিবার দক্ষিণে যথেষ্ট গরম অনুভূত হবে বলেই আবহাওয়ার পূর্বাভাস ৷ হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিনে 3-5 ডিগ্রি পারদ চড়বে ৷ বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে তার প্রভাব এই রাজ্যে পড়তে পারে ৷

আজ আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ তবে বৃষ্টির সম্ভাবনা কম ৷ ফলে পয়লা বৈশাখ এবং ইডেনে আইপিএল ম্যাচে বৃষ্টি কোনও বাধার সৃষ্টি করবে না ৷ এই রাজ্যে বিহারের আকাশে অবস্থিত ঘূর্ণাবর্ত এখন সেভাবে প্রভাব না-ফেললেও ওড়িশা, মধ্যপ্রদেশ, অসমে যথেষ্ট প্রভাব পড়বে ৷ সেখানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

শুক্রবার সারাদিন আংশিক মেঘলা আকাশ ছিল ৷ তাই সেভাবে গরম অনুভূত হয়নি ৷ এই বৃষ্টির প্রভাব কমে যাওয়ার পরে গরম বাড়তে শুরু করবে ৷ যদিও হাওয়া অফিস জানিয়েছে, এখনই কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম ৷ যে তাপমাত্রা চলছে, তেমনই চলবে ৷ শুক্রবার বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলা মুর্শিদাবাদ, বীরভূমের কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে ৷ বিশেষত উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ৷ হালকা বৃষ্টি হতে পারে মালদাতেও ৷

তবে উত্তরবঙ্গেও এই বৃষ্টি পরিস্থিতি বেশিদিন নেই ৷ অর্থাৎ চৈত্র অবসানে বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের প্রথম দিন থেকেই ফের গরমের দাপট বাড়বে ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 26 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি
  2. ফেলুদা ফের ফিরছে, প্রকাশ্যে 'নয়ন রহস্য' মোশন পোস্টার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.