ETV Bharat / state

চৈত্রে অস্বস্তিকর গরম চলবে, তাপপ্রবাহ নিয়ে কী বলছে হাওয়া অফিস ? - West Bengal Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 7:09 AM IST

Updated : Mar 29, 2024, 7:46 AM IST

ETV Bharat
গ্রীষ্মে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

West Bengal Weather Update: এ সপ্তাহেই তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছবে, পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ এদিকে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা ৷ তবে তাপপ্রবাহের কোনও সতর্কতা এখনই জারি করেছে না আলিপুর আবহাওয়া দফতর ৷

কলকাতা, 29 মার্চ: বাড়তে থাকা গরমের জ্বালায় অস্বস্তি ক্রমেই অসহনীয় পর্যায়ে যাচ্ছে ৷ চৈত্রমাসের মাঝামাঝি সময়ে পারদের এই ঊর্ধ্বগতি আসন্ন বৈশাখের জন্য বিভীষিকা-সম পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ৷ গত বছর পারদের ঊর্ধ্বগতিতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ সেবার তাপপ্রবাহের পরিস্থিতি শহর কলকাতাতেও দেখা গিয়েছিল ৷ এবারের গ্রীষ্মে ঘরে-বাইরে একই পরিস্থিতির মধ্যে থাকার অনুভূতি মিলবে বলে আশঙ্কিত আবহাওয়াবিদরা ৷

কলকাতায় হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "শুক্রবার বীরভূম, নদিয়া, বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদে আজ সব ক'টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আছে ৷ তবে উপরের দু'টি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷"

তাপমাত্রার এই ঊর্ধ্বগতি কি বঙ্গজুড়েই ? এর উত্তরে সোমনাথ দত্ত বলেন, "তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ৷ আগামী কয়েকদিনে এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে ৷ তাপমাত্রার এই বৃদ্ধি থেকে কলকাতাও বাদ যাবে না ৷" দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, "বৃহস্পতিবার পুরুলিয়াতে 36 ডিগ্রি, আসানসোলে 35 ডিগ্রি, বিষ্ণুপুরে 37 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷ আজ শুক্রবার পুরুলিয়াতে 37 ডিগ্রি, বিষ্ণুপুরে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ৷ শুক্রবার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে ৷ শনিবার কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে ৷ পুরুলিয়া এবং মেদিনীপুর, বিষ্ণুপুরে শনিবার 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছবে ৷ রবিবার থেকে এই বৃদ্ধি উল্লেখযোগ্য ভাবে হবে না ৷"

রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা এখনই নয়, জানিয়েছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ৷ তিনি বলেন, "তাপপ্রবাহ হবে না ৷ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছবে ৷ এবং স্বাভাবিকের থেকে তা 5 ডিগ্রি বেশি হলেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷ পুরুলিয়াতেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়নি ৷ এই মুহূর্তে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নেই ৷"

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 91 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. প্রিয়জনের থেকে মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা তুলা রাশির, আপনার ভাগ্যে কী আছে ?
  2. শরীরে বাসা বেঁধেছে টাইপ 2 ডায়াবেটিস, অ্যালঝেইমারের আশঙ্কা গবেষকদের
  3. লোকসভায় তৃণমূলের অস্ত্র বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, শুভেচ্ছাপত্র নিয়ে দুয়ারে পৌঁছবে শাসকদল
Last Updated :Mar 29, 2024, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.