ETV Bharat / state

দোলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, উত্তরে বৃষ্টির সম্ভাবনা - West Bengal Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 7:36 AM IST

ETV Bharat
দোলের আবহাওয়া

West Bengal Weather Update: দোলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ তবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ৷

কলকাতা, 24 মার্চ: আজ দোলপূর্ণিমা ৷ দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকলেও মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দোলের আবহে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার, দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে ৷ তবে 25 মার্চ সোমবার দোলের দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি কমে গিয়েছে ৷ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ৷ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামী পাঁচদিনে তাপমাত্রা 4-6 ডিগ্রি বাড়তে পারে ৷

এদিকে উত্তরবঙ্গের একেবারে উপরের তিনটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাধিক জায়গায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও একই ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ৷ তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ আগামিকাল দোলের দিনও একই অবস্থা থাকবে ৷

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনও জায়গার বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল ৷ এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে ৷ এখনও নিচুস্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ বাতাস আছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ এবং সর্বনিম্ন 45 শতাংশ ৷ আজ, রবিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 25 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনের আগে নতুন চমক, শান্তিপুরে দেদার বিকোচ্ছে টিএমসি আঙুর মিষ্টি
  2. ফুলের স্পর্শে-গন্ধে-বর্ণে এ এক অন্যরকম দোলযাত্রা
  3. দোলের দিন গ্রিন লাইনে কমছে মেট্রোর সংখ্যা, রইল টাইম টেবিল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.