ETV Bharat / state

ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে, অস্বস্তিকর গরমেই বাঙালির বর্ষবরণের পূর্বাভাস - West Bengal Weather Update

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 7:07 AM IST

ETV Bharat
আজ পয়লা বৈশাখে বাড়বে গরম

West Bengal Weather Update: আজ পয়লা বৈশাখ ৷ গাঙ্গেয় উপকূলবর্তী রাজ্যগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷

কলকাতা, 14 এপ্রিল: কালবৈশাখী হোক বা না হোক, আজ বৈশাখ ৷ বাংলা ক্যালেন্ডারের যাত্রা শুরুর দিনে আকাশে বাতাসে উৎসবের ছোঁয়া ৷ কলকাতা ময়দানে বারপুজো, ইডেনে আইপিএল ম্যাচ, লোকসভা নির্বাচনের প্রচারে রাজনৈতিক দলের কর্মীরা, দোকানে দোকানে হালখাতা, সব মিলিয়ে মিলনতিথি সারা দিনজুড়ে ৷ বৈশাখের প্রথম দিন গরম তার নিজস্ব ছন্দে ফিরবে সেটাই স্বাভাবিক।

হাওয়া অফিস বলছে, দুই চব্বিশ পরগনায় বুধবার অবধি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷ আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে তাপমাত্রা 3-5 ডিগ্রি বাড়বে ৷ সোমবার 15 এপ্রিলের পর থেকে ফের অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷

অস্বস্তিকর গরমের সময় প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরতে বারণ করা হচ্ছে ৷ হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ চড়ে 38-39 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছবে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে 35-36 ডিগ্রির মধ্যে পারদ ঘোরাফেরা করবে ৷

দক্ষিণবঙ্গের মতো না হলেও উত্তরবঙ্গে ছবিটা একটু ভিন্ন ৷ সেখানে আগামী শনিবার পর্যন্ত উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস আছে ৷ তবে এই তিনটি জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷ আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়বে ৷ বাংলা ক্যালেন্ডারের শেষ দিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি 26.5 ডিগ্রি ৷ রবিবার, বাংলা বছরের প্রথম দিন । দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. বর্ষশেষে কালীঘাট মন্দিরে মমতা, স্কাইওয়াক নিয়ে বড় ঘোষণা
  2. রাত পোহালেই নববর্ষ ! হালখাতা পুজোর শুভ সময় জানেন তো ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.