ETV Bharat / state

রাজনৈতিক উত্তাপের সঙ্গেই চড়ছে গরম, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় মিলবে স্বস্তিও

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 6:57 AM IST

ETV Bharat
হালকা বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলবে

West Bengal Weather Update: চৈত্রের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা ৷ তবে এর সঙ্গে রাজ্যের কোথাও হালকা বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে ৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া ৷ ফলে তাপমাত্রা না-কমলেও একটু হলেও আরাম মিলছে ৷

কলকাতা, 16 মার্চ: বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ চৈত্রে বাড়তে থাকা গরমে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ৷ পূর্বাভাস মতোই শুক্রবার দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া, যা কিছুটা হলেও সারাদিনের অস্বস্তিকর গরমে রাশ পরিয়েছে ৷

এদিন বিকেলে কলকাতা নাইট রাইডার্সের আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শিবিরের প্রথম দিন ছিল, কিন্তু বৃষ্টিতে তা বিঘ্নিত হয় ৷ আবহাওয়া অফিস বলছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে প্রবেশ করেছে ৷

ফলে 16 মার্চ থেকে আগামী বুধবার 20 মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ আজ শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিস বলছে বৃষ্টি হলেও দিন এবং রাতের তাপমাত্রা আগামী দু'দিনে 2-4 ডিগ্রি বাড়বে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷ আবহাত্তয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস জারি করেছে, তাতে প্রথম দিকে দিন ও রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়বে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ক'দফায় ভোট, নজর সেদিকেই
  2. মাত্র 78 জন ভোটার, বন্ধের মুখে আলিপুরদুয়ারের সবচেয়ে ছোট ভোটগ্রহণ কেন্দ্র
  3. হোলি স্পেশাল 14 জোড়া ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.