ETV Bharat / state

মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:15 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Lok Sabha Elections 2024: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী, সেখানকার রাজবাড়ির রানিমা অমৃতা রায় ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ আর তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা ও রাজনীতিতে আসার কারণ, সব নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন অমৃতা ৷

অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা

কলকাতা, 22 মার্চ: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন ? সেই প্রশ্নই এখন নদিয়া জেলার রাজনৈতিক মহলে ঘুরছে ৷ বিজেপি চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করে ফেলেছে ৷ কিন্তু, সেখানে কৃষ্ণনগর দূর, রাজ্যের বাকি 23টি লোকসভা আসনের কোনও উল্লেখ নেই ৷ এরই মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায় ৷ যার পরেই গুঞ্জন তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতা রায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত ৷

যদি তিনি প্রার্থী হন, তাহলে প্রতিপক্ষ হবেন তৃণমূলের গতবারের সাংসদ মহুয়া মৈত্র ৷ যাকে নিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আদর্শ আলাদা ৷" হঠাৎ একথা কেন বললেন কৃষ্ণনগরের রানিমা ? তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই গুঞ্জন, কৃষ্ণনগর লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন ৷ আর সেই সঙ্গে আরও একটি কথা শোনা যাচ্ছে ৷ তা হল, তৃণমূলের সঙ্গে অমৃতা রায়ের ভালো সম্পর্ক ছিল ৷ এমনকি মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷ ফলে তিনি যদি লোকসভা নির্বাচনের ময়দানে নামেন, তাহলে সেই যুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতা থাকবে না ৷

যদিও, এসব তৃণমূলের অপপ্রচার বলে দাবি করেছেন অমৃতা রায় ৷ তিনি বলেন, "এটা একদমই বাজে কথা যে, আমি মহুয়াকে চিনি ৷ এই কথাটা রটিয়ে তৃণমূল ফায়দা নিচ্ছে ৷ আসলে মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আর্দশ আলাদা ৷ এভাবে ব্যক্তিগত আক্রমণ খুব নীচুমানের জিনিস ৷ আমি এমন কাদা ছোঁড়াছুড়িতে বিশ্বাসী নই ৷"

তবে, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি লড়াইয়ে প্রস্তুত বলে জানালেন ৷ তিনি বলেন, "ভোটে আমি প্রথম মানুষের সঙ্গে মিশছি, তা নয় ৷ এখানকার মানুষের অনেক সমস্যা রয়েছে ৷ বাইরের মানুষ সেটা বুঝতে পারবে না ৷ আর মানুষ আমাকে অনেক সহজেই বলতে পারবে ৷ তাই বিজেপি একটা চেনা মুখ চেয়েছিল ৷ সেটার জন্য আমাকে বেছে নিয়েছে ৷" তবে, হঠাৎ করে রাজনীতিতে কেন ? এর আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷

এনিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "একযুগে এখান থেকে শাসন হয়েছে ৷ ফলে আমি যদি কোনও দলের হয়ে দাঁড়াই, তা সেটা খুব সম্মানের ৷ নিশ্চয়ই তাঁর কোনও কারণ আছে ৷ এখন আমি একা একটা সিস্টেমকে বদলাতে পারব না ৷ আজ বাংলা অনেক নীচে নেমে গেছে ৷ সেখানে আমি যদি একটা স্বচ্ছ জায়গা পাচ্ছি বিজেপির মতো ৷ তাই এই যোগদান ৷"

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, অডিয়ো ভাইরাল হতেই থানায় অভিযোগ বিজেপির
  2. শুভেন্দুর হাত ধরে বিজেপিতে রাজবধূ, কৃষ্ণনগরে কি এবার মহুয়া বনাম রানিমার লড়াই?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.