ETV Bharat / state

দুই ফুলের লড়াইয়ে কাস্তে-হাতুড়ি কি বদলে দেবে হাওড়ার সমীকরণ ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 5:03 PM IST

Updated : May 17, 2024, 5:31 PM IST

Howrah constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates: হাওড়া লোকসভা আসনে এবার সেয়ানে-সেয়ানে কোলাকুলি হচ্ছে ৷ মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রথীন চক্রবর্তী ৷ এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে এগিয়ে থাকার দাবি বামেরা করলেও, ভোটের পরিসংখ্যান অনুযায়ী এখনও অনেকটাই পিছিয়ে তারা ৷ কার দখলে যাবে হাওড়ার কুর্সি ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Howrah
হাওড়া লোকসভা আসন (ইটিভি ভারত)

হাওড়া, 17 মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী বনাম একদা মমতার গুডবুকে থাকা, অধুনা ফুল বদলে বিজেপিতে যাওয়া প্রার্থীর মধ্যে এবার লোকসভা নির্বাচনে জোর লড়াই হাওড়ায় ৷ মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ময়দানে এবারে বিজেপির রথীন চক্রবর্তী ৷ এক সময় যিনি ছিলেন হাওড়ার মেয়র ও তৃণমূল কংগ্রেসের নেতা ৷ হাওড়ায় তৃণমূলের আসন টলাতে বিজেপি ভরসা রাখছে এই প্রাক্তন তৃণমূলীতে ৷

সেয়ানে-সেয়ানে এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ৷ তাঁদের এই জমি না ছাড়ার লড়াইয়ের মাঝে বামেদের হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আরেকজন ৷ তিনি সব্যসাচী চট্টোপাধ্যায় ৷ পেশায় আইনজীবী সব্যসাচী গত কয়েক বছর রাজ্য সরকার বিরোধী মামলার কারণে প্রচারের আলোয় থেকেছেন ৷ এখন সিপিএমের প্রার্থী হয়ে হাওড়াবাসীর দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন ভোট চাইতে ৷

2009 সাল থেকে হাওড়ায় অপরাজিত তৃণমূল কংগ্রেস ৷ 2013 সালে উপ-নির্বাচনে জিতে হাওড়ায় প্রথমবার সাংসদ হন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ 2014 ও 2019 সালের নির্বাচনে তিনি এই আসনে অপরাজিত ছিলেন ৷ 2019 সালে তিনি প্রায় 94 হাজারেরও বেশি ভোটে জেতেন ৷ হেরে যান বিজেপির রন্তিদেব সেনগুপ্ত ৷ তবে হারলেও বিজেপির ঝুলিতে ছিল প্রায় 39 শতাংশ ভোট ৷

এবারও কি প্রসূন পারবেন হাওড়া ধরে রাখতে ? অঙ্কটা সহজ নয় বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তৃণমূলের অন্দরের ক্ষোভ সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই ক্ষোভের অন্যতম মূল কারণ তাঁর সঙ্গে যোগাযোগ করতে না-পারার অভিযোগ, যার ফলে সাধারণের থেকে তিনি দূরেই থেকে গিয়েছেন বিগত 15 বছর ৷ এর সঙ্গে যোগ হয়েছে হাওড়ায় তৃণমূলের সংগঠনের কান্ডারী, হাওড়া মধ্য-র বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ৷

তাছাড়া পরিসংখ্যানও কিছুটা চিন্তায় রেখেছে তৃণমূলকে ৷ হাওড়া লোকসভার অধীনে বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, সাঁকরাইল এবং পাঁচলা বিধানসভা আসন রয়েছে ৷ 2021 বিধানসভা নির্বাচনে সব ক'টি আসনেই তৃণমূল নিজেদের আধিপত্য কায়েম রাখতে পেরেছিল ৷ এইবারের নির্বাচনে বালি, শিবপুর, সাঁকরাইল ও উত্তর হাওড়ায় কিছুটা পিছিয়ে থাকতে পারে তৃণমূল ৷ বাকিগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের মত ৷ প্রসূনকে স্বস্তি দিতে পারে একমাত্র পাঁচলা বিধানসভা ৷

যদিও জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ৷ দলের অন্দরের ক্ষোভ-দ্বন্দ্ব নিয়ে তাঁর মত, ‘‘ওগুলো ভাইয়ে ভাইয়ে হয় ৷ আমাদের টিমটাই পরিবার ৷ হাওড়ার খুব ভালো অবস্থা ৷ মানুষের মধ্যে অনেক সাড়া পাচ্ছি ৷ বিরোধীদের ছোট করছি না ৷ কিন্তু কেউ জিততে পারবে না ৷’’

উল্লেখ্য, এই কেন্দ্রের জনবিন‍্যাস সম্পূর্ণ মিশ্র । লিলুয়া, বালি থেকে মধ্য হাওড়া, উত্তর হাওড়া এলাকা মূলত বাঙালি ও অবাঙালি অধ্যুষিত এলাকা । এছাড়া সাঁকরাইল-সহ পাঁচলার বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘু মানুষের বসবাস । এছাড়াও শিবপুর কেন্দ্রের সাঁতরাগাছি-সহ পার্শ্ববর্তী এলাকায় বাঙালি, অবাঙালি মিশ্রিত এক মিনি ভারত ৷

সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর হতে পারে হাওড়ায়, এমনটাই মনে করছে অনেকে ৷ সেই সংখ্যালঘু ভোটারদের 5 শতাংশ রথীন চক্রবর্তী নিজের দিকে টানতে পারলে হাওড়ায় তৃণমূলের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াতে পারে ৷ তৃণমূলের সেই শক্তজমিতে শাসক দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বী বলে ভাবতে নারাজ বিজেপির রথীন ৷ তিনি বলেন, ‘‘আমরা ওঁকে প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না ৷ মানুষই শেষকথা বলে ৷ মানুষের ভাবনা যতটা উপলব্ধি করতে পারছি, তাতে বুঝতে পারছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ মানুষ অন্তরে অনুভব করতে পেরেছে ৷’’ তাঁর অভিযোগ, শুধু ভোট এলে প্রচারের জন্য সক্রিয় হন প্রসূন ৷ তাই মানুষ এবার বিজেপিকেই ভোট দেবে বলে তাঁর বিশ্বাস ৷

অন্যদিকে গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের থেকে প্রায় 5 লক্ষ ভোটে পিছিয়ে থেকে প্রচার শুরু করেছেন সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় । তৃণমূল-বিজেপিকে মানুষ এবার প্রত্যাখ্যান করে বামেদেরই সংসদে পাঠাবেন বলে মনে করছেন তিনি ৷ যদিও গতবারের পিছিয়ে থাকা ভোটের অঙ্কে কোন জাদুতে জয়ে বদলে যাবে, তার বিস্তারিত উত্তর বা যুক্তি কোনওটাই এখনও বাম-কংগ্রেস শিবিরের কাছে মেলেনি ।

পাশাপাশি বাম জমানার ব্যর্থতার প্রসঙ্গও উঠছে ৷ এই নিয়ে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘বাম আমল, এই আমল, ওই আমলের প্রশ্নই নয় ৷ প্রশ্নটা হচ্ছে, বাম আমলে যদি সমস্যা হয়ে থাকে, সেটা বললে কি সমস্যা মিটবে ? নাকি সমস্যার সমাধান করতে হবে ?’’ 12 বছরে তৃণমূল হাওড়ার জন্য কী করেছে সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ ফলে শেষ হাসি কে হাসবেন, তা জানার জন্য আগ্রহী সকলেই ৷ 20 মে হাওড়ায় ভোটগ্রহণ ৷ ইভিএম বন্দি জনতার রায়ের উত্তর মিলবে আগামী 4 জুন ৷

আরও পড়ুন:

  1. লকেট না রচনা, কে হবেন হুগলির 'দিদি নম্বর 1'
  2. 'কুরুক্ষেত্র' ব‍্যারাকপুর ! পার্থ-অর্জুনের 'মহাভারতে' কুর্সি পাবেন কে ? ফ্যাক্টর হতে পারে বামেরা
  3. কোটি টাকার বই রয়েছে, আইনজীবী কল্যাণের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো
Last Updated : May 17, 2024, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.