ETV Bharat / state

মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম মৌলি - Honey Collector injured

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:24 PM IST

Etv Bharat
Etv Bharat

Tiger attacked Honey Collector: মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে মৌলি ৷ কপাল জোরে কোনওরকমে প্রাণে বাঁচলেন ৷ স্থানীয় জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ৷

সুন্দরবন, 13 এপ্রিল: মধু সংগ্রহ করতে গিয়ে দক্ষিণরায়ের হানায় জখম মৌলি ৷ শনিবার সুন্দরবন এলাকার 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহের কাজ করছিলেন 5 মৌলি। সেই সময়েই বাঘের হামলার শিকার হয় মৌলিদের দলটি ৷ তপন খাঁড়া নামে এক মৌলিকে আক্রমণ করে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ গুরুতর জখম অবস্থায় তাঁর সঙ্গীরা ওই মৌলিকে উদ্ধার করে স্থানীয় জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ৷

মরশুম শুরু হতেই মৌলিদের মধু সংগ্রেহের ছাড়পত্র দেওয়া হয়েছে বনদফতরের পক্ষ থেকে ৷ জীবন-জীবিকার টানে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন গভীর জঙ্গলে পাড়ি দিয়েছেন মধু সংগ্রহের জন্য ৷ এই জঙ্গলে প্রতি পদক্ষেপে ওৎ পেতে থাকে বিপদ । সেই সব উপেক্ষা করে মধু সংগ্রহে যান মৌলিরা ৷ এদিনও সুন্দরবনের মৈপিঠের ভুবনেশ্বরী গ্রাম থেকে 5 মৌলির একটি দল গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল ।

এদিন 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহের কাজে ব্যস্ত ছিল 5 মৌলি সেই সময়ে হঠাৎই তপন খাড়া নামে এক মৌলির উপর ঝাঁপিয়ে পড়ে দক্ষিণরায় । তপনের সঙ্গে থাকা সঙ্গীরা বাঘের মুখ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় কয়েক মিনিট চলে বাঘে মানুষের লড়াই । কোনওরকমে তপনকে তাঁর সঙ্গীরা উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানেই চিকিৎসাধীন তাঁরা ৷

এই প্রসঙ্গেই আহত মৌলি তপন খাঁড়া বলেন, "আমরা 5 জন সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহের কাজ করছিলাম ৷ আমি যখন মধু কাটছিলাম তখনই পিছন থেকে একটি বাঘ আমার উপর হামলা চালায়। এরপর আমার সঙ্গীরা আমাকে উদ্ধার করেন । আমার মাথায় কামড় দিয়েছে ৷" এক প্রত্যক্ষদর্শী স্বপন খাঁড়া জানান, মধু সংগ্রহ করার জন্য শনিবার ভুবনেশ্বর থেকে ঘাট থেকে জঙ্গলে গিয়েছিলেন মৌলিরা ৷ 5 জন করে দল বেঁধে তাঁরা মধু সংগ্রহের কাজ শুরু করছিলেন ৷ তপন খাড়া না এক মৌলি যখন মধু সংগ্রহে ব্যস্ত ছিল সেই সময় একটা বাঘ তপনের পিছন দিক থেকে এসে আক্রমণ করে ৷ ওই মৌলির চিৎকার শুনে আশেপাশের অন্যান্যরা চলে আসেন ৷ তাঁদের সঙ্গে থাকা মধু সংগ্রহ করার যন্ত্র দিয়ে বাঘটিকে ঘায়েল করে কোনওরকমে ওই মৌলিকে উদ্ধার করেন ৷ জামতলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ৷

আরও পড়ুন:

  1. পাথর প্রতিমায় ফের বাঘের আতঙ্ক! বনদফতরের পক্ষ থেকে বসানো হলো খাঁচা
  2. জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে বাঘের খপ্পরে, বেঘোরে প্রাণ গেল দুই গ্রামবাসীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.