ETV Bharat / state

প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 7:37 PM IST

Updated : Mar 17, 2024, 4:05 PM IST

Hiran Chatterjee in ETV Bharat
প্রচারে জমজমাট ঘাটাল

Hiran Chatterjee in ETV Bharat: হিরণের সফরসঙ্গী ইটিভি ভারত ৷ প্রতিপক্ষ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে চ্য়ালেঞ্জ ও নানা চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ পিংলা বিধানসভায় প্রচারে এসে ইটিভি ভারতে গানে-গানে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিঁধলেন প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবকে ৷

দেবের হাসির উত্তর হিরণের

জকপুর (পশ্চিম মেদিনীপুর), 16 মার্চ: প্রতিদ্বন্দ্বী দেবকে খোঁচা দিতে গান ধরলেন আরেক অভিনেতা টার্নড বিজেপি প্রার্থী। পায়ে-পায়ে গ্রাম ঘুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গাইলেন বাংলা ব্যান্ড ভূমির গান 'তোমার দেখা নাই! প্রচারে বেরিয়ে ইটিভি ভারতকে হিরণ জানালেন কীভাবে ঘাটালের মানুষকে বোকা বানিয়েছে দেব। সেইসঙ্গে এক নায়ক আরেক নায়ককে ফের 'চোর' তকমা দিলেন ৷

লোকসভা নির্বাচন দোরগোড়ায় ৷ ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী দলগুলি। বিজেপি প্রথম দফায় বাংলার 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ তৃণমূলও 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি বামেরাও 16টি আসনে প্রার্থী তালিকা দিয়ে দিয়েছে ৷ বিজেপির তরফে 20জনের প্রার্থীদের মধ্যে নাম রয়েছে ঘাটাল লোকসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম দফায় ঘাটালে প্রচার শুরু করে দিয়েছেন খড়গপুরের সাংসদ তথা কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়।

প্রথম দফায় দফায় তিনি জকপুর, মাদপুর, পিংলা, ডেবরা, সবং, ঘাটাল, দাসপুরে প্রচার চালিয়ে যাচ্ছেন। জকপুর ও মাদপুরে প্রচার করতে গিয়ে প্রথমে শিব মন্দিরে পুজো দেন ৷ তারপর জনসংযোগ শুরু করেন অভিনেতা তথা ঘাটালের বিজেপি প্রার্থী।

সেখানে ইটিভি ভারতের প্রতিনিধিকে হিরণ বলেন, "কাটমানি নেওয়া এবং গরু চোর দেব মানুষকে ধোকা দিয়েছেন। জনগণের কাছে আসেননি ৷ দেখাও করেননি এবং সেইসঙ্গে কোনও কাজ করেননি ৷ তাই এবারের ভোট মোদির ভোট। কেউ চান না সন্দশেখালির মা-বোনেদের মতো ঘাটালের মানুষরা নির্যাতিত হোন ৷ 2019 সালে দেবের দল তৃণমূল সন্ত্রাস করেছিল ৷ শাসকদল রিগিং করে 97 হাজার ভোটে এগিয়ে ছিল ৷ প্রত্যেকটা বুথ দখল করেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী ৷"

তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে হিরণ ছাড়া আর কেউ নেই পদ্মশিবিরে ৷ তাই বারবার হিরণকে প্রার্থী করছে বিজেপি ৷ উল্লেখ্য, খড়গপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷ আবার তিনি খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে ৷ এবার ফের সাংসদ পদে প্রার্থী ৷ বারবার আপনাকেই কেন প্রার্থী? তাঁর উত্তর, "এটা মানুষের ভালোবাসা, আর্শীবাদ ও বিশ্বাস ৷ আমি ঈশ্বরের কৃপায় ধন্য যে, মোদিজি আমাকেই গুরুদায়িত্ব দিয়েছেন যে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করতে হবে ৷"

এর আগে বৃহস্পতিবার দেব ঘাটালে এসেছিলেন প্রচারে ৷ পায়ে হেঁটে প্রচার করেছিলেন দু'বারের সাংসদ তথা অভিনেতা দেব ৷ সেদিনের সাংবাদিক সম্মেলনে হিরণের দেবকে নিয়ে আগের মন্তব্য 'চোর' আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি খানিকক্ষণ ধরে হেসেছিলেন ও হিরণকে পরামর্শ দিয়েছিলেন পড়াশোনা করার ৷ এদিন হিরণকে দেবের এই পরামর্শ ও হাসি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "দেবের পরিবারের কোনও মা-বোন তো সন্দেশখালিতে ধর্ষিতা হননি, নির্যাতিত হননি, তাই ধর্ষণের কী হাহাকার, কী যন্ত্রণা, কী চিৎকার, কী কষ্ট তাই তিনি বোঝেননি ৷ সেজন্য সন্দেশখালির মা-বোন, ঘাটালের মা-বোনের কান্না, চিৎকার, হাহাকার বলেছি বলে ওনার হাসি পাচ্ছে ৷"

এরপর ইটিভি ভারতের ক্যামেরার সামনে দেবকে চ্যালেঞ্জ জানিয়ে হিরণ বলেন, "যদি দেবের ঘাড়ে মাথা থাকে, যদি সৎ সাহস থাকে তাহলে মোদিজির তরফে দেওয়া ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন (2018 ও 2022) চ্যালেঞ্জ করুন, বাকি আমরা বুঝে নেব ৷" এরপর অভিনেতার সংযোজন, "সবং থেকে পিংলা, ঘাটাল, কেশপুর, দাসপুর কোথাও দেখা যায়নি দেবকে ৷" তাই সাংসদ তথা দেবকে নিয়ে গান বাঁধেন হিরণ ৷ বাংলা ব্যান্ড ভূমির গান, "তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই ৷

আরও পড়ুন:

  1. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  2. লড়াইটা 'বারোশো টাকার সিলিন্ডার বনাম লক্ষ্মীর ভাণ্ডারের', ইটিভি ভারতকে দেবাংশু
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
Last Updated :Mar 17, 2024, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.