ETV Bharat / state

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই, জানালেন রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:27 PM IST

Updated : Jan 30, 2024, 4:46 PM IST

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose

Governor CV Ananda Bose: রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে কোনও দ্বিধা নেই বলে মঙ্গলবার জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাজ্যের বকেয়া নিয়ে খুব তাড়াতাড়ি ভালো খবর শোনা যাবে ৷

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই, জানালেন রাজ্যপাল

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যের বকেয়া নিয়ে খুব শীঘ্রই ভালো খবর শোনা যাবে । তারপরও রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই । মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রাজ্যের বকেয়া পাওনা আদায়ে আবারও ধরনার বসার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই মঙ্গলবার ওই বিষয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "কোনও কনফ্লিক্ট রয়েছে এমন কিছু নিয়ে মন্তব্য করব না । আমি যথাসম্ভব দেখার চেষ্টা করব যাতে রাজ্য তার বকেয়া পাওনা পায় । এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে আমার কোনও দ্বিধা নেই । সেক্রেটারি লেভেলে আলোচনা চলছে । আমি আশাবাদী খুব শীঘ্রই ভালো কিছু শুনব ।"

পরে রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল আরও বলেন, ‘‘আমি দায়িত্ব পাওয়ার দু’মাসের মধ্যে রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা বলেছি । বকেয়া নিয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে । রাজ্যের তরফে চিঠি পাওয়ার পরও আবারও স্বশরীরে গিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছি । বাংলার মানুষের স্বার্থে আবারও কথা বলব ।"

কিন্তু, একশো দিনের কাজ নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের তরফে একাধিক অভিযোগ তোলা হচ্ছে । রাজ্যপাল বলেন, "আপনি নিজেকে নিয়ে কী ভাবছেন, অন্যেরা আপনাকে নিয়ে কী ভাবছে এবং আপনি নিজে কী, এর মধ্যে গণতন্ত্রে সব সময় একটা পার্থক্য থাকে... ৷ পলিটিক্যাল কারণে যদি কোনও সরকার ভাবে যে কিছু কিছু পদক্ষেপ যেগুলো হয়েছে, সেগুলোর সঠিক নয়, তাদের পূর্ণ অধিকার আছে সেই ধারণাকে মানুষের সামনে তুলে ধরার ৷’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু ধারণা আলাদা এবং বাস্তব আলাদা ৷ এই সমস্ত ধারণার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে ৷ রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের যাতে ভালো হয় সেই দিকটা দেখা ৷ এক্ষেত্রে কেন্দ্রের যদি টাকা ছাড়া উচিত হয়, সেটা দেখতে হবে । আর কেন্দ্র যদি টাকা না ছাড়ে, কেন ছাড়ছে না, সেই সমস্যার সমাধান করার দরকার ।’’

রাজ্যের হিংসার বিষয়েও মুখ খোলেন রাজ্যপাল । নিজের উদ্বেগের কথা জানান তিনি । রাজ্যপাল বলেন, "বিষয়টা উদ্বেগের। হিংসা ও দুর্নীতি বাংলার সমস্যা । এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।" শেখ শাহজাহান নিয়ে রাজ্যপাল বলেন, "আইন আইনের পথে চলবে ধৈর্য ধরুন ।"

আরও পড়ুন:

  1. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
  2. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের
  3. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ করুন, নবান্নকে কড়া বার্তা রাজ্যপালের
Last Updated :Jan 30, 2024, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.