ETV Bharat / state

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই, জানালেন রাজ্যপাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:27 PM IST

Updated : Jan 30, 2024, 4:46 PM IST

Governor CV Ananda Bose: রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে কোনও দ্বিধা নেই বলে মঙ্গলবার জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাজ্যের বকেয়া নিয়ে খুব তাড়াতাড়ি ভালো খবর শোনা যাবে ৷

Governor CV Ananda Bose
Governor CV Ananda Bose
রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই, জানালেন রাজ্যপাল

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যের বকেয়া নিয়ে খুব শীঘ্রই ভালো খবর শোনা যাবে । তারপরও রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই । মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রাজ্যের বকেয়া পাওনা আদায়ে আবারও ধরনার বসার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই মঙ্গলবার ওই বিষয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "কোনও কনফ্লিক্ট রয়েছে এমন কিছু নিয়ে মন্তব্য করব না । আমি যথাসম্ভব দেখার চেষ্টা করব যাতে রাজ্য তার বকেয়া পাওনা পায় । এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে আমার কোনও দ্বিধা নেই । সেক্রেটারি লেভেলে আলোচনা চলছে । আমি আশাবাদী খুব শীঘ্রই ভালো কিছু শুনব ।"

পরে রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল আরও বলেন, ‘‘আমি দায়িত্ব পাওয়ার দু’মাসের মধ্যে রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা বলেছি । বকেয়া নিয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে । রাজ্যের তরফে চিঠি পাওয়ার পরও আবারও স্বশরীরে গিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছি । বাংলার মানুষের স্বার্থে আবারও কথা বলব ।"

কিন্তু, একশো দিনের কাজ নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের তরফে একাধিক অভিযোগ তোলা হচ্ছে । রাজ্যপাল বলেন, "আপনি নিজেকে নিয়ে কী ভাবছেন, অন্যেরা আপনাকে নিয়ে কী ভাবছে এবং আপনি নিজে কী, এর মধ্যে গণতন্ত্রে সব সময় একটা পার্থক্য থাকে... ৷ পলিটিক্যাল কারণে যদি কোনও সরকার ভাবে যে কিছু কিছু পদক্ষেপ যেগুলো হয়েছে, সেগুলোর সঠিক নয়, তাদের পূর্ণ অধিকার আছে সেই ধারণাকে মানুষের সামনে তুলে ধরার ৷’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু ধারণা আলাদা এবং বাস্তব আলাদা ৷ এই সমস্ত ধারণার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে ৷ রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের যাতে ভালো হয় সেই দিকটা দেখা ৷ এক্ষেত্রে কেন্দ্রের যদি টাকা ছাড়া উচিত হয়, সেটা দেখতে হবে । আর কেন্দ্র যদি টাকা না ছাড়ে, কেন ছাড়ছে না, সেই সমস্যার সমাধান করার দরকার ।’’

রাজ্যের হিংসার বিষয়েও মুখ খোলেন রাজ্যপাল । নিজের উদ্বেগের কথা জানান তিনি । রাজ্যপাল বলেন, "বিষয়টা উদ্বেগের। হিংসা ও দুর্নীতি বাংলার সমস্যা । এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।" শেখ শাহজাহান নিয়ে রাজ্যপাল বলেন, "আইন আইনের পথে চলবে ধৈর্য ধরুন ।"

আরও পড়ুন:

  1. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
  2. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের
  3. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ করুন, নবান্নকে কড়া বার্তা রাজ্যপালের

রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই, জানালেন রাজ্যপাল

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যের বকেয়া নিয়ে খুব শীঘ্রই ভালো খবর শোনা যাবে । তারপরও রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে দ্বিধা নেই । মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রাজ্যের বকেয়া পাওনা আদায়ে আবারও ধরনার বসার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই মঙ্গলবার ওই বিষয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "কোনও কনফ্লিক্ট রয়েছে এমন কিছু নিয়ে মন্তব্য করব না । আমি যথাসম্ভব দেখার চেষ্টা করব যাতে রাজ্য তার বকেয়া পাওনা পায় । এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে আমার কোনও দ্বিধা নেই । সেক্রেটারি লেভেলে আলোচনা চলছে । আমি আশাবাদী খুব শীঘ্রই ভালো কিছু শুনব ।"

পরে রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল আরও বলেন, ‘‘আমি দায়িত্ব পাওয়ার দু’মাসের মধ্যে রাজ্যের একাধিক বিষয় নিয়ে কথা বলেছি । বকেয়া নিয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে । রাজ্যের তরফে চিঠি পাওয়ার পরও আবারও স্বশরীরে গিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছি । বাংলার মানুষের স্বার্থে আবারও কথা বলব ।"

কিন্তু, একশো দিনের কাজ নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের তরফে একাধিক অভিযোগ তোলা হচ্ছে । রাজ্যপাল বলেন, "আপনি নিজেকে নিয়ে কী ভাবছেন, অন্যেরা আপনাকে নিয়ে কী ভাবছে এবং আপনি নিজে কী, এর মধ্যে গণতন্ত্রে সব সময় একটা পার্থক্য থাকে... ৷ পলিটিক্যাল কারণে যদি কোনও সরকার ভাবে যে কিছু কিছু পদক্ষেপ যেগুলো হয়েছে, সেগুলোর সঠিক নয়, তাদের পূর্ণ অধিকার আছে সেই ধারণাকে মানুষের সামনে তুলে ধরার ৷’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু ধারণা আলাদা এবং বাস্তব আলাদা ৷ এই সমস্ত ধারণার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে ৷ রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের যাতে ভালো হয় সেই দিকটা দেখা ৷ এক্ষেত্রে কেন্দ্রের যদি টাকা ছাড়া উচিত হয়, সেটা দেখতে হবে । আর কেন্দ্র যদি টাকা না ছাড়ে, কেন ছাড়ছে না, সেই সমস্যার সমাধান করার দরকার ।’’

রাজ্যের হিংসার বিষয়েও মুখ খোলেন রাজ্যপাল । নিজের উদ্বেগের কথা জানান তিনি । রাজ্যপাল বলেন, "বিষয়টা উদ্বেগের। হিংসা ও দুর্নীতি বাংলার সমস্যা । এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।" শেখ শাহজাহান নিয়ে রাজ্যপাল বলেন, "আইন আইনের পথে চলবে ধৈর্য ধরুন ।"

আরও পড়ুন:

  1. শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের
  2. 'উপাচার্য নিয়োগে সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না', স্পষ্ট বার্তা রাজ্যপালের
  3. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দ্রুত নিয়োগ করুন, নবান্নকে কড়া বার্তা রাজ্যপালের
Last Updated : Jan 30, 2024, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.