ETV Bharat / state

আসানসোলের চেলিডাঙায় ভুয়ো ভোটার ! ইটিভি ভারতের ক্যামেরা দেখেই পালাল যুবক - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 4:07 PM IST

Updated : May 13, 2024, 4:27 PM IST

Lok Sabha Election 2024: সোমবার সকাল থেকে শান্তিপূর্ণই ভোট হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রে ৷ তবে তার মধ্যেই উত্তেজনা ছড়ায় আসানসোলের চেলিডাঙা ৷ সেখানে ভুয়ো ভোটাররা ভোট দিচ্ছে বলে অভিযোগ করে বিজেপি ৷ অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ এদিকে ইটিভি ভারতের বুম দেখে ওই এলাকায় পালিয়ে যায় সন্দেহভাজন এক যুবক ৷

Lok Sabha Election 2024
আসানসোলের চেলিডাঙায় ভুয়ো ভোটার ! (নিজস্ব চিত্র)

আসানসোলের চেলিডাঙায় ভুয়ো ভোটার ! ইটিভি ভারতের বুম দেখেই পালাল যুবক (ইটিভি ভারত)

আসানসোল, 13 মে: বৈধ ভোটারের ভোট দিয়ে দিচ্ছে ভুয়ো ভোটার । আর এমন অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের চেলিডাঙা এলাকায় । খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের ওয়ার্ডে চেলিডাঙা ব্যারেট ক্লাবের বুথে এই ভুয়ো ভোটার দ্বারা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । অন্যদিকে বুথের সামনে সন্দেহভাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করতে গেলে ইটিভি ভারতের বুম দেখেই পগাড়পাড় ওই যুবক ।

সোমবার দুপুরে চেলিডাঙা ব্যারট স্কুলের বুথে পৌঁছে যান বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দাবি করেন, বৈধ ভোটার থাকলেও তাঁরা ভোট দিতে পারছেন না । বুথে এসে শুনছেন তাঁর ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বুথের বাইরে দাঁড়িয়ে সেক্টর অফিসারকে ফোন করেন এবং যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেন ।

Lok Sabha Election 2024
বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (নিজস্ব চিত্র)

অন্যদিকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে বুথের সামনে দেখে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকরা চলে আসেন এবং স্লোগান দিতে শুরু করেন । ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনার খবর পেয়ে চলে আসে প্রচুর পুলিশ । কেন্দ্রীয় বাহিনীও চলে আসে । কিন্তু উত্তেজনা থামেনি । এরপরে ঘটনাস্থলে আসেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক । তিনি তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

অভিজিৎ ঘটক বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কোনও ভুয়ো ভোটার ভোট দেয়নি ।" কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্দেশে অভিজিৎ ঘটক বলেন, "উনি জানেন এই ওয়ার্ডে একটাও ভোট পাবে না বিজেপি । তাই অশান্তি পাকাতে এসেছেন ।" পরে পুলিশ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কেও সরিয়ে দেয় এলাকা থেকে । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন তিনি ।

আরও পড়ুন:

  1. আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক
  2. ঘরে ফেরেননি পরিযায়ী শ্রমিকরা, মালদায় 7-8 শতাংশ কমল ভোটের হার
  3. ভোটারদের হয়ে বিজেপিতে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ, মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন প্রিসাইডিং অফিসার
Last Updated : May 13, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.