ETV Bharat / state

শান্তিপুরে ধৃত ভুয়ো আরটিও অফিসার, গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 7:27 PM IST

Fake Regional Transport Officer
ভুয়ো আরটিও অফিসার

Fake Regional Transport Officer: শান্তিপুরে এবার ভুয়ো পরিবহণ দফতরের আধিকারিককে হাতেনাতে পাকড়াও করল স্থানীয়রা ৷ পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷

শান্তিপুর, 22 ফেব্রুয়ারি: পুলিশ-চিকিৎসকের পর এবার ভুয়ো রিজওনাল ট্র্যান্সপোর্ট অফিসার (আরটিও) অফিসার ৷ নিজেকে পরিবহণ দফতরের আধিকারিক পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলার অভিযোগ । অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায় । ওই অভিযুক্তের নাম সুশান্ত দেবনাথ ৷ বাড়ি বর্ধমান জেলার জাহাননগর এলাকায় ।

জানা গিয়েছে, হঠাৎ নৃসিংহপুর এলাকার এক চাল ব্যবসায়ীর কাছে ফোন আসে । সেখানে উলটো দিক থেকে কোনও একজন ব্যক্তি নিজেকে আরটিও অফিসার পরিচয় দিয়ে জানান, তাঁর চালের গাড়ি আটকে রাখা হয়েছে । পাশাপাশি তাঁকে বলা হয়, তাঁর চালের গাড়ি ছেড়ে দেওয়া হবে যদি তিনি কিছু টাকা দেন । এরপরেই সন্দেহ হয় ওই চাল ব্যবসায়ীর । পরবর্তীকালে অভিযুক্ত যখন মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ছেড়ে যাচ্ছিলেন তখন তাঁকে দাঁড় করান ওই চাল ব্যবসায়ী । তারপরেই জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসংগতি মেলে । খবর জানাজানি হতেই এলাকার বহু ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় । খবর দেওয়া হয় শান্তিপুর থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় ।

অভিযুক্ত সুশান্ত দেবনাথ বলেন, "আমি আরেকজন অপরিচিত ব্যক্তি রাস্তার ধারে বসে মদ্যপান করছিলাম । ঠিক তখনই চালের গাড়িটি আস্তে দেখে আমি আটকাই । এরপরেই ওই চালের গাড়ির মালিক ফোন করলে তাঁকে আমি নিজেকে আরটিও অফিসার বলে পরিচয় দিই ।" তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র ওই চালের গাড়িকে আটকে রেখে নয় ৷ পাশাপাশি একাধিক গাড়ির কাছ থেকে তিনি টাকা তুলেছেন । ওই ব্যবসায়ী এবং স্থানীয়রা চাইছেন অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।

আরও পড়ুন:

  1. ভুয়ো চিকিৎসকের হাতে রোগী মৃত্যু, দিল্লিতে গ্রেফতার এক চিকিৎসক-সহ 4
  2. ভুয়ো চিকিৎসকের হাতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তপ্ত বানারহাট
  3. নৈহাটিতে চলন্ত ট্রেনে পাকড়াও ভুয়ো সিবিআই আধিকারিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.