ETV Bharat / state

অনুব্রতহীন বীরভূমে মোতায়েন 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজরদারি কমিশনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 8:27 PM IST

ECI Makes Special Arrangments for Birbhum: শান্তিপূর্ণ নির্বাচনের আশায় বীরভূম ও বোলপুরে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷

LOK SABHA ELECTION 2024
বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী (নিজস্ব চিত্র)

বোলপুর, 11 মে: চতুর্থ দফায় আগামী 13 মে লোকসভা নির্বাচন হতে চলেছে 'কেষ্ট' হীন বীরভূম ও বোলপুরে লোকসভা কেন্দ্রে ৷ নিরাপত্তার দায়িত্বে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷ সেইসঙ্গে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের 3922টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট 6172 জন রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছে কমিশন ৷

গরু পাচার ও অর্থ তছরুপের মামলায় এই মুহূর্তে তিহারে বন্দি বীরভূমের 'ত্রাস' অনুব্রত মণ্ডল ৷ এই প্রথম তাঁকে ছাড়াই বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে ৷ এদিকে নির্বাচন ঘোষণার পর জেলা থেকে এখনও পর্যন্ত 28 লক্ষ 72 হাজার 700 টাকা নগদ উদ্ধার করেছে নির্বাচন কমিশন ৷ সুতরাং এই আবহে বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাটাই প্রধান লক্ষ্য কমিশনের ৷ আর সেকারণে সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে তারা ৷ তাই এই জেলায় 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন ৷

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বোলপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18 লক্ষ 39 হাজার 234 জন ৷ 8 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 979টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে ৷ বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18 লক্ষ 57 হাজার 22 জন ৷ 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য 1 হাজার 943 টি ভোট গ্রহণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে । অর্থাৎ দুই লোকসভা মিলিয়ে মোট 3 হাজার 922 টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে বীরভূমে ।

কেন্দ্রীয় বাহিনীর এবং রাজ্য পুলিশের পাশাপাশি 94টি নাকা চেকিং পয়েন্ট নির্মাণ করা হয়েছে ৷ তারমধ্যে 32টি নাকা চেকিং পয়েন্ট রয়েছে বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তে । সেই সঙ্গে থাকছে এনফোর্সমেন্ট টিম ও কুইক রেসপন্স টিম। ইতিমধ্যেই এই জেলা থেকে 73 টি আগ্নেয়াস্ত্র, 11 কেজি 400 গ্রাম বিস্ফোরক এবং 758 টি বোমা উদ্ধার করা হয়েছে । এছাড়া নগদ 28 লক্ষ 72 হাজার 700 টাকা উদ্ধার হয়েছে দুই লোকসভা কেন্দ্রে তল্লাশির পর । 38 হাজার 65 লিটার মদও বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন । নির্বাচনের দিন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বীরভূমের উপর বিশেষ নজর রেখেছে কমিশন, তা বলাই বাহুল্য ৷

প্রসঙ্গত, 'প্রিয়' কেষ্টর গ্রেফতারির পর বীরভূম জেলা তৃণমূলের দায়িত্বে আর কাউকে বসাননি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজের হাতেই রেখেছেন জেলার ব্যাটন ৷ রাজনৈতিক মহলের দাবি, অনুব্রতর মতো কেউ বিশ্বাস অর্জন করতে পারেনি তাঁর ৷ এদিকে অনুব্রতহীন বীরভূমে বিশাল মার্জিনে জয়লাভের জন্য কোনও রকম ঝুঁকি নিতে চায়ছেন না তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.