ETV Bharat / state

শাহজাহানকে ফের নোটিশ, সকাল থেকে শহরের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি ইডির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 9:00 AM IST

Updated : Feb 23, 2024, 10:51 AM IST

Etv Bharat
Etv Bharat

ED Raids Shahjahan Close Aided Businesman House: শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি শুরু করল ইডি ৷ আমদানি-রফতানির ব্যবসার হাল হকিকত জানতে শুক্রবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

হাওড়ায় শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশির ছবি

কলকাতা, 23 ফেব্রুয়ারি: এই নিয়ে চারবার ৷ ফের শাহজাহানকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বৃহস্পতিবার রাতে ই-মেইল মারফত নোটিশ পাঠানোর পর শুক্রবার সকাল হতেই ফের তল্লাশি অভিযান শুরু করেছে ইডি ৷ সকাল 7টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে দুটি গাড়ির একটি রওনা দেয় হাওড়ার হালদারপাড়ায় । আর অপরটি যায় দক্ষিণ কলকাতার বিজয়গড়ে । সূত্রের খবর, পরবর্তী সময়ে আরও একটি গাড়ির সেখান থেকে রওনা দেয় উত্তর 24 পরগনার উদ্দেশ্য ।

ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের ঘটনায় মোট 6টি জায়গায় এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ যার মধ্যে অন্যতম হচ্ছে হাওড়ার হালদারপাড়া । সেখানে পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবীণ এই ব্যবসায়ী মাছের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত । বিজয়গড়ে তল্লাশি চলছে আর এক ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল শাহজাহানের । মূলত আমদানি-রফতানির ব্যবসা করতেন এরা ।

শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের একাধিক ব্যবসার মধ্যে গুরুত্বপূর্ণ হল এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা ৷ সন্দেশখালি হল সীমান্তবর্তী এলাকা ৷ তার উলটো দিকেই রয়েছে বাংলাদেশ ৷ ফলে শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঠিক কী কী ব্যবসা ছিল এবং সেই ব্যবসার কোন কোন সামগ্রী বাংলাদেশে পাঠানো হত তা জানার জন্য আজ নতুন করে তল্লাশি অভিযানে নেমেছে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ নতুন কোনও তথ্য উদঘাটন করতে পারে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন :

  1. 'যাঁরা আইন ভেঙেছেন, তাঁরা গ্রেফতার হবে'; শাহজাহানের ডেরায় ঢুকে বললেন ডিজি
  2. তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালির অলিগলিতে পোস্টার
  3. মুছল শাহজাহানের নাম, সন্দেশখালির খেলার মাঠ দখলমুক্ত করে গ্রামবাসীদের ফেরাল পুলিশ
Last Updated :Feb 23, 2024, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.