ETV Bharat / state

রেশন দুর্নীতি তদন্তে ফের শাহজাহানের ডেরায় ইডি, চলছে ম‍্যারাথন তল্লাশি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 10:05 AM IST

ED raids in sandeshkhali: বৃহস্পতিবার আবারও শাহজাহানের ডেরায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। বিশাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারপরই এদিন তল্লাশিতে নামেন তদন্তকারী আধিকারিকরা। শাহজাহান ঘনিষ্ঠ তিন মাছ ব‍্যবসায়ীর বাড়িতে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম‍্যারাথন তল্লাশি।

Etv Bharat
Etv Bharat

সন্দেশখালি, 14 মার্চ: সন্দেশখালিতে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সাতসকালে রেশন দুর্নীতি মামলার তদন্তে নামলেন ইডি আধিকারিকরা। মূলত রেশন দুর্নীতির টাকা মাছ ব‍্যবসায় ঘুরপথে খেটেছে, নাকি সেই দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে সেই সব জানতেই বৃহস্পতিবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। তবে রেশন দুর্নীতির টাকা ঘুরপথে মাছ ব্যবসায় যে খেটেছে তা একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা।

আর সে কারণেই এদিন ভোরের আলো ফুটতে না ফুটতে আবারও শাহজাহানের ডেরায় পৌঁছে যান ইডির আধিকারিকরা। এদিনের অভিযান শুরু করে আটঘাট বেঁধে বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তারপরই তল্লাশিতে নামেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহুর্তে ইডি আধিকারিকরা ধামাখালি ও রামপুর গ্রামে শাহজাহান ঘনিষ্ঠ তিন মাছ ব‍্যবসায়ী রিন্টু মোল্লা, আইনুল মোল্লা এবং জামালউদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে খবর ৷ বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। 5 জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি কোনওভাবেই চায় না ইডি ৷ সেকারণেই নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷

শুধু শেখ শাহজাহান ঘনিষ্ঠ তিন মাছ ব‍্যবসায়ীর বাড়িতেই নয়, এদিন সকালে ইডির আরও একটি দল শাহজাহানের ইটভাটা এবং মাছের ভেড়িতেও অভিযান চালায় বলে জানা গিয়েছে। প্রতিটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অর্থ‍্যাৎ 5 তারিখ রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যে উদ্ভুত পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, তা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তার বহরে ফের সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গেলেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন:

  1. 5 জানুয়ারির পর রাতে হাটগাছির স্কুলে গোপন বৈঠকে বসত শেখ শাহাজাহান
  2. নিরাপদ জায়গা খোঁজা থেকে রাতে পাহারা; শাহাজাহানকে বাঁচাতে তৎপর ছিল বিশেষ কোর কমিটি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.