ETV Bharat / state

যানজটমুক্ত গ্যাংটক গড়তে উন্নত প্রযুক্তির মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং, নজির সিকিম সরকারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 6:41 PM IST

Multilevel Hydraulic Parking in Gangtok: গ্যাংটকে উদ্বোধন হল ভূমিকম্প প্রতিরোধক মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং ৷ রবিবার এই পার্কিংলটের উদ্বোধন করেছেন সিকিমের মুখ্য়মন্ত্রী প্রেম সিং তামাং ৷ পিপিপি প্রকল্পের অধীনে এক বেসরকারি সংস্থা এটির পরিচালনা করবে 26 বছরের জন্য ৷

Multilevel Hydraulic Parking
মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং লট

মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিং-এর উদ্বোধন গ্যাংটকে

গ্যাংটক ও কালিম্পং , 19 ফেব্রুয়ারি: পর্যটন নির্ভর রাজ্য সিকিম ৷ প্রতিদিন প্রায় হাজার হাজার দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটে এই পাহাড়ি রাজ্যে। আর সিকিমের প্রবেশপথ রাজধানী গ্যাংটক ৷ এই শহরকে কেন্দ্র করেই কয়েক হাজার পর্যটক সিকিমের বিভিন্ন প্রান্তে পারি দেন । ফলত, গ্যাংটক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ সমস্যায় পড়েন পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা ৷ এবার এই সমস্যা থেকে রেহাই পেতে চলেছে সিকিম ৷ সরকারের উদ্যোগে, রবিবার গ্যাংটকের একটি শপিংমলে তৈরি হল 5 তলা হাইড্রোলিক পার্কিংয়ের ৷ যেটি ভূমিকম্প প্রতিরোধক ৷ বলা যায় স্মার্ট সিটির অধীনে প্রথম ধাপে এরকমই চমক সিকিম সরকারের ৷

তীব্র ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিংয়ের ৷ 7 রিখটার স্কেল পর্যন্ত কম্পনেও ক্ষতিগ্রস্ত হবে না এই হাইড্রোলিক পার্কিং লট ৷ সিকিমের গ্যাংটকের এমজি মার্গের পাশে 3.75 লক্ষ বর্গ ফুট জায়গায় তৈরি করা হয়েছে উন্নত প্রযুক্তির বহুতল পার্কিং পয়েন্ট। এই প্রথম হিমালয়ের অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত হাইড্রোলিক পার্কিং তৈরি করা হয়েছে । আইআইটি গুয়াহাটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছেন।

এদিন চালকদের উন্নয়ন প্রসঙ্গে উদ্যোগী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, সিকিমে প্রায় 1 হাজার গাড়ি চালক রয়েছেন। তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করার কথা ঘোষণা করেছেন। এক কোটি টাকা বরাদ্দ করেছেন । পাশাপাশি প্রায় চার’শো চালকদের জন্য বছরে 10 লক্ষ টাকা করে জীবন বীমা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, "সিকিমকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে। তার প্রথম ধাপ হিসেবে এই স্মার্ট পার্কিংয়ের সূচনা করা হল। এতে পর্যটকদের সবথেকে বেশি সুবিধা হবে। গ্যাংটকে রাস্তায় গাড়ি রাখতে হতো। পর্যাপ্ত পার্কিং পর্যাপ্ত ছিল না। সেজন্য যানজট লেগে থাকতো। সেজন্য ওই অত্যাধুনিক পার্কিংয়ের জায়গা তৈরি করা হল। চালকরাও হেনস্থা হওয়া থেকে নিস্তার পাবে।"

কী ভাবে তৈরি হয়েছে হাইড্রোলিক পার্কিং:

মূলত স্টিল ব্যবহার করে প্যারাফেব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হয়েছে । যা 7 রিখটার স্কেল পর্যন্ত ভূমিকম্পের তীব্রতাতেও অক্ষত থাকবে ৷ 196 কোটি টাকায় খরচে গড়ে তোলা হয়েছে এই পার্কিং ৷ এই মধ্যেই সিকিম সরকার, পিপিপি প্রকল্পের অধীনে এক বেসরকারি সংস্থা ওই পার্কিংটি পরিচালনা করবে 26 বছরের জন্য ৷

কী কী আছে এই ভূমিকম্প প্রতিরোধক পার্কিং লটে:

এক সঙ্গে 400টির বেশি গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাল্টিলেভেল হাইড্রোলিক পার্কিংয়ের। রবিবার আনুষ্ঠানিকভাবে ওই বহুতলের হাইড্রোলিকত পার্কিং এলাাকার সূচনা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ভিবি পাঠক-সহ মন্ত্রীরা ও সিকিমের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:

  1. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া
  2. শীতের শুরুতে বরফে ঢাকল সিকিম-কালিম্পং, খুশিতে ডগমগ পর্যটকরা
  3. পর্যটকদের জন্য সুখবর, 2 মাস পর খুলছে উত্তর সিকিম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.