ETV Bharat / state

ভোটের বাজারে সেলফি কনটেস্ট ! অভিনব ভোট প্রচারে সিপিএম - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:00 PM IST

Cpim Vote Campaign: অভিনব ভোট প্রচার কৌশল সিপিএমের ৷ সেলফি তুলে ভোট প্রচারে জনগণকে জোড়ার আবেদন ৷ মুগ্ধ নেটপাড়া ৷

Etv Bharat
ভোটের বাজারে সেলফি কনটেস্ট !

কলকাতা, 10 এপ্রিল: নিজস্বী বা সেলফি তুলতে কে না ভালোবাসেন ? সেই 'সেলফি'কেই ভোট প্রচারের হাতিয়ার করল বঙ্গ সিপিএম। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী মহঃ সেলিম নিজের ভোট প্রচারে সেলফিকে হাতিয়ার করলেন। সাধারণ ভোটারদের কাছে তাঁর আর্জি, "সেলফি তুলে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যান।"

বিষয়টা ঠিক কী ?

ভোট প্রচারের সময় মহঃ সেলিমের সঙ্গে কিংবা তাঁর নামে লেখা ব্যানার ফেস্টুন হেডিংয়ের সামনে হাসি মুখে সেলফি তুলতে হবে। সেই সেলফি পাঠাতে হবে সিপিএম ডিজিটাল কিংবা মহঃ সেলিমের সোশাল মিডিয়া পেজে। সিপিএম সূত্রে খবর, "হ্যাশট্যাগ সেলিম সেলফি (#salimselfie) দিয়ে মহম্মদ সেলিমের সঙ্গে নিজের ছবি পোস্ট করুন। জুড়ে যান ক্যাম্পেনের সঙ্গে ৷ " এরপরেই লেখা ভোট দিন বামদলকে ৷

ফেসবুকেও এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে। সেখানে লেখা হয়েছে, "মহম্মদ সেলিম আপনার পাড়ায় বা গ্রামে প্রচারে এসেছেন? চটপট আপনার মোবাইল বের করে তাঁর সঙ্গে হাসিমুখে একটা সেলফি তুলে নিন। মহম্মদ সেলিমের প্রচারে কোনও দেওয়াল লিখন, ফ্লেক্স, ব্যানার, বা পোস্টার পছন্দ হয়েছে? সেটার সঙ্গে সেলফি তুলে নিন। সেগুলো ফেসবুকে পোস্ট করুন বা রিলস বানান হ্যাশট্যাগ সেলিম সেলফি ব্যবহার করে। আমরা আমাদের পেজে মহম্মদ সেলিমের সঙ্গে আপনার ছবি পোস্ট করে সারা মুর্শিদাবাদ এবং সারা রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেব। মহম্মদ সেলিমের সঙ্গে আপনার সেলফি পোস্ট করুন, আর ক্যাম্পেনের সঙ্গে জুড়ে যান।"

একসময়ের 'কম্পিউটার বিমুখ' সিপিএম ভোট প্রচারে এরকম নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। 'ডিজিটাল' ইস্তাহার প্রকাশ থেকে সামাজিক মাধ্যমে প্রার্থীর প্রচারে জোর দিয়েছে। আসন্ন নববর্ষ ও রমজান ঈদ উপলক্ষ্যে ভোটারদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিজিটাল কার্ড তো বটেই, পোস্টাল বা শুভেচ্ছা কার্ডে ভোট দেওয়ার আবেদন জানানো হবে। দলীয় সূত্রের দাবি, "আপাতত পাঁচ থেকে ছয় হাজার এ ধরনের কাট ছাপানো হয়েছে। লোকসভা ভিত্তিক সেই সমস্ত কার্ড পৌঁছে যাবে ভোটারদের বাড়িতে। প্রয়োজনের খাতিরে আরও বেশি সংখ্যা কার্ড ও নতুন নতুন প্রচার কৌশল নেওয়া হতে পারে।" 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ সেই উৎসবে খুশির রঙ বামেদের লাগে না সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. জলাশয় ভরাট, রক্ষণাবেক্ষণে ঢিলেমি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের

2. কমিশন কিভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন

3. সোনাগাছিতে প্ৰথমবার ইফতার পার্টি ও নমাজ! সম্প্রীতির সেতুবন্ধনে দুর্বার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.