ETV Bharat / state

হাসপাতালেই পরিণতি পেল প্রেম ! হেপাটাইটিস-বি আক্রান্ত প্রেমিকাকে বিয়ে যুবকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 11:29 AM IST

Marriage at Hospital: বিয়ের 2 দিন আগে হেপাটাইটিস বি ধরা পড়ে সুচরিতার ৷ হবু স্বামীর কাছে কেঁদে বলেছিলেন, "আমাদের বিয়েটা হয়ত আর হবে না ৷" এই পরিস্থিতিতেও ভালোবাসার হাত ছাড়েননি অমিত ৷ হাসপাতালেই পরিণতি দিলেন ভালোবাসাকে ৷

Etv Bharat
হাসপাতালে বিয়ে

হেপাটাইটিস-বি আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালেই বিয়ে করলেন যুবক

দুর্গাপুর, 4 মার্চ: নিস্তব্ধ হাসপাতালের ফিমেল ওয়ার্ডে উলুধ্বনি । হাসপাতালের বেডে পাত্রী ৷ সেখানেই এক হল চারহাত ৷ সম্পন্ন হল শুভদৃষ্টি, মালাবদল থেকে সিঁথি রাঙিয়ে দেওয়ার চিরন্তন প্রথা । মন্ত্রোচ্চারণের মাধ্যমে হাসপাতালেই সার্থকতা পেল আড়াই বছরের প্রেম ।

গল্প শুরু আড়াই বছর আগে ৷ দিল্লির এনসিআরের বাসিন্দা অমিত মুখোপাধ্যায় ও দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার শ্যামপুরের বাসিন্দা সুচরিতা পাত্র দু'জনেই তখন নয়ডায় চাকরি করতেন ৷ সেই সময় থেকেই তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে । এরপর কর্মসূত্রে দুর্গাপুরে চলে আসেন অমিত ৷ এরপর পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে 2 মার্চ অর্থাৎ শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁদের । কিন্তু তার ঠিক পাঁচদিন আগেই হেপাটাইটিস বি সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন সুচরিতা । তাঁকে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলছিল ।

প্রেমিক অমিত এবং সুচরিতার পরিবার হাসপাতালে কাছে আবেদন করেন সেখানেই বিয়ের ব্যবস্থা করার জন্য । তাঁদের আবেদনে সাড়া দেন হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় । শনিবার সন্ধ্যায় পুরোহিতকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয় পাত্রপক্ষ । প্রথমে মালাবদল, তারপর প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিলেন অমিত । চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সুচরিতার ৷ আর তাঁদের এই নবজীবনে প্রবেশের সাক্ষী রইলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও পরিবারের সদস্যরা ।

হাসপাতালের সহযোগিতায় নতুন জীবন শুরু করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পাত্রী-পাত্রী দু'জনেই ৷ তাঁদের কথায়, "হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পূর্ণতা পেল আমাদের আড়াই বছরের ভালোবাসা ।" এই বিষয়ে হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় জানান, তাদের কাছে আবেদন করেছিল চিকিৎসাধীন সুচরিতার পরিবার । সমস্ত দিক খতিয়ে দেখে এবং যুবতির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বিয়ের অনুমতি দেওয়া হয় । তবে কয়েক মিনিটের মধ্যেই বিয়ে সম্পন্ন করার কথা বলা হয়েছিল ৷

আরও পড়ুন :

  1. লাভ স্টোরিয়াঁ - অসাধারণ ভাবে ভালোবেসে দিন যাপন করা সাধারণ মানুষের গল্প
  2. বিচ্ছেদের ভিড় থেকে আগলে রাখুন আপনাদের জুটিকে, রইল সুস্থ সম্পর্কের চাবিকাঠি
  3. পছন্দের মানুষকে বিয়ে করা সাংবিধানিক অধিকার, বাধা দিতে পারে না পরিবারও: দিল্লি হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.