ETV Bharat / state

'আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না', জলপাইগুড়ির মঞ্চ থেকে আর্জি মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 10:04 PM IST

LS Election 2024: শুক্রবার জলপাইগুড়িতে প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি আইএসএফের নাম না-করে বিজেপির শাগরেদ বলে উল্লেখ করেন ৷

ETV Bharat
জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি,5 এপ্রিল: "বিজেপির শাগরেদ মুসলিম পার্টি আছে ৷ সুতরাং, আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না ৷ একটি ভোটও অন্য পার্টিকে দেবেন না ৷ আপনারা যদি ভোট ভাগ করেন তাহলে বিজেপির হাত শক্ত হবে।" নাম না-করে এভাবেই আইএসএফকে ভোট না-দেওয়ার আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, "মোদি আপনাদের কী দেন ? বিজেপি কী দেয় ? শুধু ভাঁওতা দেয়। মিথ্যা কথা বলে, অত্যাচার করে ৷ মেয়েদের উপর অত্যাচার করে ৷ আর সিএএ দেয় ৷ আপনি বিদেশি হয়ে যাবেন ৷ আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে ৷ সিএএ লাগু করতে দেব না ৷ এনআরসি করতে দেব না ৷"

বিজেপি প্রসঙ্গে এদিন মমতা কড়া আক্রমণ শানিয়ে বলেন, "বিজেপিকে আমরা হারাবই ৷ ইতিহাস ভুলিয়ে দিয়েছে ৷ নেতাজির পাত্তা নেই ৷ বিজেপি ধোয়া তুলসী পাতা নয় ৷ এবার মোদিবাবু 355 টি টিম পাঠিয়েছেন বাংলাকে অসম্মান করতে ৷ অথচ তিন বছর ধরে বাড়ি দেয় না, একশো দিনের টাকা দেয় না ৷"

এদিন জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন, "বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ৷ আমাদের কেষ্টকে গ্রেফকার করেছে ৷ আমাদের কর্মীদের গ্রেফতার করেছে ৷ রামনবমীতে নিজেরাই ঝামেলা করল ৷ এনআইএ পাঠিয়ে দিল ৷ আমার কাছে নথি আছে। বিজেপির নেতা জিতেন তিওয়ারী এনআইএর সঙ্গে মিটিং করেছে ৷ আমরা অভিযোগ করেছি ৷"

তিনি আরও বলেন, "এখনাকার বিজেপি নেতারা বলে দেবে কোথায় কার বিরুদ্ধে কী করতে হবে ৷ তোমার পকেট কালো টাকায় ভরে গিয়েছে ৷ আগে ছিল ওয়াশিং পাউডার নিরমা ৷ এখন বিজেপি করলেই, ওয়াশিং মেশিন ভাজপা ৷ এদের সঙ্গে জুটেছে সিপিএম, কংগ্রেস ৷"

ইন্ডিয়া জোটের কথাও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "দিল্লিতে 'ইন্ডিয়া' জোটে তৃণমূল, কংগ্রেস রয়েছে ৷ দিল্লিকে বাংলাই পথ দেখাবে ৷ এখানে লড়াই করতে হচ্ছে কংগ্রেসের আর সিপিএমের সঙ্গে, বিজেপির বিরুদ্ধে ৷ আর নতুন গজিয়ে ওঠা বিজেপির শাগরেদ মুসলিম পার্টির সঙ্গে ৷ সুতরাং আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না ৷ একটি ভোটও অন্য পার্টিকে দেবেন না ৷"

আরও পড়ুন:

  1. ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বাম ছাত্রনেতা প্রতীক উর, ব্যারাকপুরে দেবদূত
  2. শনিবার পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক, কী বার্তা দেবেন অভিষেক?

জলপাইগুড়ি,5 এপ্রিল: "বিজেপির শাগরেদ মুসলিম পার্টি আছে ৷ সুতরাং, আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না ৷ একটি ভোটও অন্য পার্টিকে দেবেন না ৷ আপনারা যদি ভোট ভাগ করেন তাহলে বিজেপির হাত শক্ত হবে।" নাম না-করে এভাবেই আইএসএফকে ভোট না-দেওয়ার আর্জি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শুক্রবার জলপাইগুড়ির সভা থেকে মমতা বলেন, "মোদি আপনাদের কী দেন ? বিজেপি কী দেয় ? শুধু ভাঁওতা দেয়। মিথ্যা কথা বলে, অত্যাচার করে ৷ মেয়েদের উপর অত্যাচার করে ৷ আর সিএএ দেয় ৷ আপনি বিদেশি হয়ে যাবেন ৷ আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে ৷ সিএএ লাগু করতে দেব না ৷ এনআরসি করতে দেব না ৷"

বিজেপি প্রসঙ্গে এদিন মমতা কড়া আক্রমণ শানিয়ে বলেন, "বিজেপিকে আমরা হারাবই ৷ ইতিহাস ভুলিয়ে দিয়েছে ৷ নেতাজির পাত্তা নেই ৷ বিজেপি ধোয়া তুলসী পাতা নয় ৷ এবার মোদিবাবু 355 টি টিম পাঠিয়েছেন বাংলাকে অসম্মান করতে ৷ অথচ তিন বছর ধরে বাড়ি দেয় না, একশো দিনের টাকা দেয় না ৷"

এদিন জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে আরও বলেন, "বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ৷ আমাদের কেষ্টকে গ্রেফকার করেছে ৷ আমাদের কর্মীদের গ্রেফতার করেছে ৷ রামনবমীতে নিজেরাই ঝামেলা করল ৷ এনআইএ পাঠিয়ে দিল ৷ আমার কাছে নথি আছে। বিজেপির নেতা জিতেন তিওয়ারী এনআইএর সঙ্গে মিটিং করেছে ৷ আমরা অভিযোগ করেছি ৷"

তিনি আরও বলেন, "এখনাকার বিজেপি নেতারা বলে দেবে কোথায় কার বিরুদ্ধে কী করতে হবে ৷ তোমার পকেট কালো টাকায় ভরে গিয়েছে ৷ আগে ছিল ওয়াশিং পাউডার নিরমা ৷ এখন বিজেপি করলেই, ওয়াশিং মেশিন ভাজপা ৷ এদের সঙ্গে জুটেছে সিপিএম, কংগ্রেস ৷"

ইন্ডিয়া জোটের কথাও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "দিল্লিতে 'ইন্ডিয়া' জোটে তৃণমূল, কংগ্রেস রয়েছে ৷ দিল্লিকে বাংলাই পথ দেখাবে ৷ এখানে লড়াই করতে হচ্ছে কংগ্রেসের আর সিপিএমের সঙ্গে, বিজেপির বিরুদ্ধে ৷ আর নতুন গজিয়ে ওঠা বিজেপির শাগরেদ মুসলিম পার্টির সঙ্গে ৷ সুতরাং আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না ৷ একটি ভোটও অন্য পার্টিকে দেবেন না ৷"

আরও পড়ুন:

  1. ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বাম ছাত্রনেতা প্রতীক উর, ব্যারাকপুরে দেবদূত
  2. শনিবার পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক, কী বার্তা দেবেন অভিষেক?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.