ETV Bharat / state

লোকসভা ভোটের দামামা বাজিয়ে কেন্দ্রীয় বাহিনী এল জলপাইগুড়িতে, কাল শুরু রুটমার্চ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 4:13 PM IST

Updated : Mar 1, 2024, 4:55 PM IST

Central Force to Start Route March: আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জলপাইগুড়ি জেলায় ঢুকবে । জানা গিয়েছে, আগামিকাল থেকেই জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে রুটমার্চ করবে ।

Etv Bharat
Etv Bharat

লোকসভা ভোটের দামামা বাজিয়ে কেন্দ্রীয় বাহিনী এল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 1 মার্চ: নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চলতি মাসেই দু’ধাপে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বঙ্গে ৷ প্রথম দফায় রাজ্যে আসবে 100 কোম্পানি বাহিনী ৷ 7 মার্চ দ্বিতীয় দফায় আসবে আরও 50 কোম্পানি বাহিনী ৷ কমিশনের সেই ঘোষণা মতোই লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী । আজ দক্ষিণবঙ্গ থেকে এসএসবি’র জওয়ানরা জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে আসেন । আগামিকাল থেকে জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করবে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখা হবে । পরবর্তীতে জেলার স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার ব্যবস্থা করা হচ্ছে । ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্কুলকে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করার জন্য চিঠি দেওয়া হয়েছে । সে সমস্ত স্কুলে এই মুহূর্তে পরীক্ষার মতো বিষয় নেই, সেই স্কুলগুলিকেই প্রাথমিক পর্যায়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

জলপাইগুড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জলপাইগুড়ি জেলায় ঢুকছে । আগামিকাল থেকেই জলপাইগুড়ি জেলার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে রুটমার্চ করবে বলে জানা গিয়েছে । গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় মোট স্পর্শকাতর বুথ ছিল 689টি । উত্তেজনাপ্রবণ বুথ ছিল 524টি । 2023 সালে জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত নির্বাচনে 15 লক্ষ 87 হাজার 144 জন ভোটার । ভোটগ্রহণ কেন্দ্র ছিল 1660টি ।

গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় সাতটি বিধানসভার জন্য 145 কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল । জলপাইগুড়ি পুলিশ জেলার জন্য 124 কোম্পানি ও জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের জন্য 21 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ।

এসএসবি’র 19 ব্যাটেলিয়ান ঠাকুরগঞ্জের ইনস্পেক্টর মেদিনী বর সাঁইকিয়া বলেন, ‘‘আমরা ঠাকুরগঞ্জ থেকে এসএসবি’র এক কোম্পানি বাহিনী জলপাইগুড়িতে এসেছি । শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যেই আমরা এসেছি ।’’

আরও পড়ুন:

Last Updated : Mar 1, 2024, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.