ETV Bharat / state

ইডির উপরে হামলার তদন্তে বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে সিবিআই, সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:42 PM IST

Updated : Mar 11, 2024, 12:51 PM IST

CBI Investigation at Shankar Adhya House
CBI Investigation at Shankar Adhya House

CBI Investigation: গত 5 জানুয়ারি ইডি গ্রেফতার করে শংকর আঢ্যকে গ্রেফতার করে ৷ সেই সময় ইডির আধিকারিকদের হামলা হয় বলে অভিযোগ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ সেই তদন্তেই সোমবার শংকর আঢ্য়র বাড়িতে যায় সিবিআই ৷ তাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞরাও ছিল ৷

বনগাঁ, 11 মার্চ: ইডির উপরে হামলার ঘটনার তদন্তে শংকর আঢ্যের বাড়িতে সিবিআই । সোমবার সকাল 11টা নাগাদ উত্তর 24 পরগনার বনগাঁর শিমুলতলায় শংকর আঢ্যের বাড়িতে আসেন সিবিআইয়ের তদন্তকারীরা । তাঁদের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা । তাঁরা পুরো এলাকার ছবি তোলেন ও শংকরের বাড়ির ম্যাপ তৈরি করেন ।

গত 5 জানুয়ারি বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর আঢ্যের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা । দিনভর তল্লাশির পর মধ্যরাতে শংকর আঢ্যকে গ্রেফতার করেন তাঁরা । অভিযোগ, শংকরের শিমুলতলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বের করার সময় বাধা দেন অনুগামীরা । ইডির গাড়ি লক্ষ করে ছোড়া হয় ইট ।

CBI Investigation at Shankar Adhya House
বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে সিবিআই ও ফরেনসিক বিশেষজ্ঞরা
CBI Investigation at Shankar Adhya House
বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে সিবিআই ও ফরেনসিক বিশেষজ্ঞরা

ইডির উপর হামলার ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে ইডি । পরবর্তীতে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । আদালতের নির্দেশ তদন্তে নামে সিবিআই । সেই তদন্তেই সোমবার সকালে শংকর আঢ্যর বাড়িতে হানা দিয়েছে সিবিআই ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের তদন্ত চলছে ৷ তবে এই নিয়ে তদন্তকারীদের দলের কেউই মুখ খুলতে চাননি ৷

CBI Investigation at Shankar Adhya House
বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে সিবিআই ও ফরেনসিক বিশেষজ্ঞরা
CBI Investigation at Shankar Adhya House
বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতে সিবিআই ও ফরেনসিক বিশেষজ্ঞরা

উল্লেখ্য, শংকর আঢ্য গ্রেফতার হওয়ার পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন ৷ তার পর তিনি বিচারবিভাগীয় হেফাজতে চলে যান ৷ এখন তিনি সেখানেই রয়েছেন ৷ শংকরকে গ্রেফতারের পর তাঁর কলিং স্ট্রিটের অফিসে তল্লাশি চালায় ইডি ৷ সেখান থেকে 6 লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয় ৷ তাছাড়া রেশন দুর্নীতির 20 হাজার কোটি টাকা শংকর আঢ্যর নামে বিদেশে পাচার করা হয় বলেও ইডির তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির
  2. রেশন দুর্নীতি কাণ্ডে শংকর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল ইডি
  3. হেফাজতে থেকে কাগজ-কলম কিভাবে পেলেন জ্যোতিপ্রিয়, প্রশ্ন তুললেন শংকর আঢ্য
Last Updated :Mar 11, 2024, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.