কলকাতা, 7 মার্চ: দীর্ঘ টালবাহানা এবং নাটকীয় একাধিক পর্বের পর অবশেষে বুধবার রাত সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেস নিয়ে আসা হয় সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে। সিবিআই সূত্রে খবর, ওইদিন বিকেলেই সিবিআই-এর তরফে শাহজাহানের বিরুদ্ধে তিনটি নতুন এফআইআর-এর কপি জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। পাশাপাশি যেহেতু শেখ শাহজাহানের বিষয়টি বসিরহাট মহকুমা আদালতে বিচারাধীন ফলে এই ঘটনায় ফের তাকে সেই আদালতেই পেশ করবে সিবিআই। আর তার আগেই বসিরহাট আদালতে জমা দেওয়া হল শাহজাহানের বিরুদ্ধে নতুন তিনটি এফআইআর-এর কপি।
সিবিআই সূত্রে খবর, শাহজাহানকে প্রথমে গ্রেফতারির পর রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি বিভিন্ন সময়ে বিভিন্ন ধারায় মামলার রুজু করেছে। কিন্তু সিবিআই-এর অভিযোগ সিআইডি'র কাছ থেকে তারা গোটা এফআইআর কপি চাইলেও শুধু প্রথম পর্যায়ের এফআইআর কপি ছাড়া আর কিছুই সিআইডি দেয়নি। আর সেই প্রথম পর্যায়ের এফআইআর কপির ভিত্তিতেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আগে মোট তিনটি পৃথক মামলা রুজু করেছে সিবিআই। যার মধ্যে দুটি শাহজাহানের বিরুদ্ধে এবং একটি উত্তর 24 পরগনার শংকর আঢ্যকে গ্রেফতারের সময় ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনা।
হাইকোর্টের তরফে সিআইডি-র হাত থেকে শেখ শাহজাহানকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও বেশ কয়েকঘণ্টা নাটকীয় পর্ব চলে ৷ অবশেষে বুধবার রাত সাড়ে নটা নাগাদ সিবিআই আধিকারিকরা শাহজাহানকে নিয়ে আসে নিজাম প্যালেসে। আর তার আগে শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার গোটা পর্ব নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সংশ্লিষ্ট বিবৃতিতে সিআইডি জানিয়েছে, কলকাতা হাইকোর্ট মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তা আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয় সাড়ে তিনটে নাগাদ। ওই নির্দেশে বলা হয়েছিল, শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
সিআইডি আরও জানিয়েছে, এরপর বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার। এর মাঝেই সিবিআই আধিকারিকরা ভবানী ভবনে শাহজাহানকে নিয়ে যেতে আসেন। তাদের জানানো হয়, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে রাজ্য সরকার। তাই হাইকোর্টের সেই নির্দেশ কার্যকর করা যায়নি ৷ এরপর অবশ্য বুধবার শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। দুই দফায় মেডিকেল চেক-আপের পর শেখ শাহজাহানকে বর্তমানে নিজাম প্যালেসের 13 তলায় অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে রাখা হয়েছে।
আরও পড়ুন
শাহজাহানকে আজই সওয়া চারটের মধ্যে সিবিআইকে হস্তান্তর করতে নির্দেশ হাইকোর্টের