ETV Bharat / state

হামলার ঘটনার পুনর্নির্মাণ করতে সন্দেশখালিতে সিবিআই, ধৃত স্থানীয় ব্যবসায়ী - Sandeshkhali Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 9:00 PM IST

Sandeshkhali
Sandeshkhali

CBI in Sandeshkhali: সন্দেশখালিতে এবার সিবিআইয়ের হাতে আটক স্থানীয় দোকানদার । ফের শাহজাহানের 'গড়ে' ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত করতে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । 5 জানুয়ারি কী ঘটেছিল, তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা ৷

সন্দেশখালিকাণ্ডে ধৃত স্থানীয় ব্যবসায়ী

সন্দেশখালি, 24 মার্চ: সন্দেশখালিকাণ্ডে ফের অলআউট অ্যাকশনে সিবিআই । রবিবার সেখানে পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারী দল । মূলত সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পুনর্নির্মাণ করতেই শেখ শাহজাহানের 'গড়ে' যান তাঁরা । ঘটনায় ধৃত দুই অভিযুক্ত সুকোমল সরদার এবং মেহবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এ দিন সরবেড়িয়ায় বিভিন্ন দোকান ও বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইডি'র উপর হামলার ঘটনায় এই দুই অভিযুক্তের যোগ আদৌও আছে কি না, তা খতিয়ে দেখছে সিবিআই ।

জানা গিয়েছে, এদিন প্রথমেই সরবেড়িয়ায় রাস্তার ধারে একটি মুদির দোকানে পৌঁছে যায় সিবিআইয়ের দলটি । সেই মুদির দোকানদারকে চিহ্নিত চিহ্নিত করেন ধৃত সুকোমল এবং মেহবুর । এরপর ওই দোকানদারকে আটক করা হয় সেখান থেকে । আটক হওয়া ব্যক্তির নাম সইফুদ্দিন মোল্লা । ইতিমধ্যে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা । তাঁকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর সিবিআই সূত্রে ।

সিবিআইয়ের একটি অংশের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার নির্দেশেই সম্ভবত সইফুদ্দিন ওই দুই ব‍্যক্তির নাম নিয়েছিলেন পুলিশি জেরার মুখে পড়ে। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় আটক ব‍্যক্তির কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । নিজাম প‍্যালেসে নিয়ে যাওয়ার পর তাঁকে এ বিষয়ে জেরার সম্ভবনাও রয়েছে তদন্তকারী দলের তরফে । 5 জানুয়ারি সন্দেশখালিতে ঠিক কী ঘটনা ঘটেছিল । কোন দিকে থেকে অভিযুক্তরা এসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল । তা রবিবার ঘটনাস্থলে গিয়ে জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা । হামলার সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন,সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও এদিন কথা বলেন তাঁরা ৷

শুধু তাই নয়, যে সিআরপিএফ জওয়ানরা ঘটনার দিন ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন, তাঁদেরও এদিন সরবেড়িয়ায় নিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা । এদিন গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেন সিবিআইয়ের দু'জন ডিএসপি পদমর্যাদার অফিসার । এদিকে বাড়ি, দোকানের পাশাপাশি এ দিন সরবেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও তদন্তে যান সিবিআইয়ের তদন্তকারী দল । মার্কেটের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা । বেশি কিছুক্ষণ সেখানে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা । এরপর সরবেড়িয়া বাজারেও যান তাঁরা । সেখানে বেশকিছু দোকানদারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করা হয় সিবিআই'য়ের তরফে।

প্রসঙ্গত, 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় ন্যাজাট থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাতজনকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । তাঁদের মধ্য থেকে ধৃত দু'জনকে তদন্তের অগ্রগতির জন্য রবিবার শাহজাহানের 'গড়' সন্দেশখালিতে নিয়ে যাওয়া হয় । যদিও হামলার ঘটনার সঙ্গে এদের কোনও যোগ নেই বলে দাবি পরিবারের সদস্যদের । পুলিশই শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের কথামতো এই নিরীহ সাত গ্রামবাসীকে ফাঁসিয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:

  1. খুনের মামলার পরও কীভাবে পাসপোর্ট পেল শাহাজাহান ! ফের সন্দেশখালি গেল সিবিআই
  2. সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব ইডির
  3. ঔদ্ধত্য উধাও, শাহজাহান-সহ বাকিদের সিবিআই হেফাজতের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.