ETV Bharat / state

বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 9:06 AM IST

ETV Bharat
বাঁকুড়ায় বিজেপির দুই প্রার্থী

Lok Sabha Elections 2024: বাঁকুড়া জেলার দু'টি লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুরে দুই বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ ও ডাঃ সুভাষ সরকারকেই ফের প্রার্থী করেছে বিজেপি ৷ শনিবার নাম ঘোষণার পর এলাকায় দেওয়াল লিখনে নামে দলীয় কর্মীরা ৷

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের বিষয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ

বাঁকুড়া, 3 মার্চ: "এবার দু'লক্ষ ভোটে জিতব", একশো শতাংশ আত্মবিশ্বাসী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ শনিবার প্রথম দফায় 195 জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করছে ভারতীয় জনতা পার্টি ৷ এর মধ্যে বাংলার 20টি আসন ৷ তাতে বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে ফের ডাঃ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ'য়ের উপরেই আস্থা রেখেছে গেরুয়া শিবির ৷ এই প্রসঙ্গে সৌমিত্র খাঁ জানালেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, সভাপতি জেপি নাড্ডাজি আমার উপর ভরসা করেছেন ৷ আমি খুব খুশি ৷"

অন্যদিকে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের জন্য প্রচার ও দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে বিজেপি ৷ শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডাঃ সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাঁদের নামে জয়ধ্বনি দিতে থাকেন ৷ সঙ্গে আতসবাজির রোশনাই তো ছিলই ৷ বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায় সুভাষ সরকারের নামে দেয়াল লিখন করতে দেখা গেল বিজেপি নেতাকর্মীদের।

বিজেপি নেতা সুনীল রুদ্র মণ্ডল এদিন বলেন, "ডাঃ সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল ৷ আবারও বাঁকুড়ার মানুষ তাঁকেই জয়যুক্ত করবেন ৷ উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন, স্বাধীনতার পর আর কোনও দলের কোন সাংসদ এত কাজ করতে পারেননি ৷"

2019 সালের লোকসভা নির্বাচনের আগে সৌমিত্র খাঁ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন ৷ সেবার তিনি আদালতের নির্দেশে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রচার করতে পারেননি ৷ তবে তাঁর স্ত্রী তথা বিজেপি নেত্রী সুজাতা খাঁ তাঁর হয়ে প্রচার করেন ৷ সুজাতা খাঁ অবশ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ এরপর দু'জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যার জল গড়ায় আদালতেও ৷ সৌমিত্র খাঁ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন ৷

আরও পড়ুন:

  1. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন
  2. বাবার জয়ের ধারা অব্যাহত রাখতে শিশিরকে পাশেই পাচ্ছেন বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু
  3. ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.