কলকাতা, 19 মার্চ: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অবিলম্বে শূন্যপদে নিয়োগের ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷
আদালত বলেছে, রাজ্যের বহু ছেলে-মেয়ে এই পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছে । এ ব্যাপারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ ক্ষেত্রে কারা সব থেকে উপযুক্ত রাজ্যের প্রশাসনিক কাজের জন্য, সেটা চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকরা যেন অনুধাবন করতে পারেন । যাঁরা নিযুক্ত হবেন তাঁরা যেন সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হন । রাজ্যকে নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত । এই দিকটা মাথায় রেখে নিয়োগের পথে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এ বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করল, সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । আগামী 9 মে এই মামলার পরবর্তী শুনানি হবে ।
দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ শূন্য ছিল । সে ব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন । তিনি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ হচ্ছিল না । আটকে ছিল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া । সেই মর্মে হাইকোর্টে দায়ের করা হয় মামলা । সেই মামলার প্রেক্ষিতেই সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।
আরও পড়ুন: