ETV Bharat / state

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অবিলম্বে শূন্যপদে নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 1:59 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Cal HC on recruitment: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অবিলম্বে শূন্যপদে নিয়োগ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা, 19 মার্চ: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অবিলম্বে শূন্যপদে নিয়োগের ব্যাপারে উদ্যোগ নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে ৷

আদালত বলেছে, রাজ্যের বহু ছেলে-মেয়ে এই পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছে । এ ব্যাপারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ ক্ষেত্রে কারা সব থেকে উপযুক্ত রাজ্যের প্রশাসনিক কাজের জন্য, সেটা চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকরা যেন অনুধাবন করতে পারেন । যাঁরা নিযুক্ত হবেন তাঁরা যেন সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হন । রাজ্যকে নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত । এই দিকটা মাথায় রেখে নিয়োগের পথে এগিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এ বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করল, সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । আগামী 9 মে এই মামলার পরবর্তী শুনানি হবে ।

দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ শূন্য ছিল । সে ব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন । তিনি ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ হচ্ছিল না । আটকে ছিল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া । সেই মর্মে হাইকোর্টে দায়ের করা হয় মামলা । সেই মামলার প্রেক্ষিতেই সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।

আরও পড়ুন:

  1. দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এডিজি সিআইডিকে তলব হাইকোর্টের
  2. নিয়োগ দুর্নীতি মামলায় প্রয়োজনীয় নথি দিয়ে সহযোগিতা করতে পারছে না এসএসসি, ক্ষুব্ধ হাইকোর্ট
  3. সন্দেশখালির ঘটনায় সিবিআইকে সাক্ষীদের নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.