ETV Bharat / state

লোকসভা ভোটে লড়বেন! সরকারি হাসপাতালের চিকিৎসকের ইস্তফায় সন্মতি - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 8:47 PM IST

Calcutta High Court: লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে এক সরকারি চিকিৎসকের চাকরিতে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে সন্মতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মান্থা আগামী 48 ঘন্টার মধ্যে ওই চিকিৎসকের পদত্যাগ পত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

Calcutta High Court
লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য সরকারি চিকিৎসকের ইস্তফায় সন্মতি হাইকোর্টের

কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারি চিকিৎসককে চাকরিতে ইস্তফা দেওয়ায় সন্মতি দিল কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজা শেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতির পর্যবেক্ষণ, একজন ব্যাক্তি জনপ্রতিনিধি হতে চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে ধরে নেওয়াই যায় তিনি বৃহত্তর জনগণের প্রতিনিধিত্ব করছেন। এই পর্যবেক্ষণের নিরিখে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের ইস্তফায় সন্মতি দিল কলকাতা হাইকোর্ট।

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রণত টুডু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে চাকরিতে ইস্তফা দেন। কিন্তু রাজ্য সরকার ইস্তফা গ্রহণ করেনি। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের বক্তব্য, রাজ্য সরকারের সরকারি চাকরি আইনের 14 নম্বর ধারা এক্ষেত্রে বিবেচ্য। এই ধারায় চাকরির সঙ্গে জড়িয়ে থাকা জনস্বার্থ সংক্রান্ত বিষয়ের উল্লেখ করা হয়েছে। সেই বিষয়টিতে গুরুত্ব দিলে একজন যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন তখন তিনি বৃহত্তর জনগণের প্রতিনিধিত্ব করছেন বলেই মত বিচারপতির।

মামলাকারী প্রণত টুডু গত 19 মার্চ ইস্তফা দিয়ে আর্জি জানিয়েছিলেন যাতে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব তার ইস্তফাপত্র গ্রহণ করে। কিন্তু আদালতে রাজ্যের আইনজীবী অমল সেন জানান, ওই চিকিৎসক একাধিক তথ্য গোপন করেছেন। তিনি রাজ্য সরকারকে তাঁর ইস্তফাপত্র বিবেচনা করার সময়টুকুও দেননি। একইসঙ্গে তিনি 2020-'21 ও 2021-'22 সালে দু'বার সবেতন 'স্টাডি লিভ' নিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী তার ছুটি মঞ্জুর করা হয়েছিল শর্ত সাপেক্ষে। এখন এভাবে তাঁর ইস্তফা গ্রহণ করা জনস্বার্থের বিরোধী। আদালতের উচিত এই ধরনের মামলা বাতিল করা ৷

কিন্তু ওই চিকিৎসকের তরফের আইনজীবীরা যুক্তি দিয়ে দেখান যে, আইন অনুযায়ী যে কোনও চিকিৎসক এই ধরনের স্টাডি লিভের পরে অবসর নিতেই পারেন। পাশাপাশি তিনি আইন মেনেই স্টাডি লিভ নিয়েছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থা আগামী 48 ঘন্টার মধ্যে ওই চিকিৎসকের পদত্যাগ পত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন রাজ্যকে। একইসঙ্গে যদি কোনও অতিরিক্ত টাকা তিনি বেতন হিসেবে নিয়ে থাকেন তা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন:

কলকাতা উত্তরে সিপিএম নেতারা সমঝোতার পথে হাত ধরলেও ক্ষুব্ধ কর্মীদের একাংশ

কমিশনের নির্দেশ, নির্বাচনী কাজে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে বাংলার পুলিশ

বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বর সংগ্রহ করতে পারবে না সিআইডি, নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.