ETV Bharat / state

গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, রাজ্যের কাছে দেখতে চাইলেন প্রধান বিচারপতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 2:14 PM IST

Updated : Feb 23, 2024, 2:39 PM IST

Calcutta High Court
Calcutta High Court

Calcutta High Court: শুক্রবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলার শুনানি ছিল ৷ এই মামলায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে রাজ্য়ের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৷ সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা রাজ্যের কাছে জানতে চেয়েছেন ৷ সোমবার সন্দেশখালি সংক্রান্ত মামলার শুনানিতে তা পেশ করার কথাও বলেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

কলকাতা, 23 ফেব্রুয়ারি: গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালি নিয়ে কী কী অভিযোগ ছিল, তা দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ । প্রধান বিচারপতি মৌখিকভাবে রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিকের উদ্দেশ্যে জানান, পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালিতে নির্বাচন নিয়ে কোনও অভিযোগ তাঁর বেঞ্চে সম্ভবত এসেছিল ৷ তিনি ভালো করে মনে করতে পারছেন না । সোমবার সন্দেশখালি সংক্রান্ত মামলার শুনানির সময় সেই নিয়ে কোনও তথ্য রাজ্যের কাছে থাকলে, তা খুঁজে আনতে বলেছেন প্রধান বিচারপতি ৷

একইসাথে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকেও একই কথা বলেছেন তিনি ৷ প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময় ওই বিষয়টিও নজরে আনতে চায় আদালত । তাঁর পর্যবেক্ষণ, আমার যত দূর মনে পড়ছে সন্দেশখালি নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল । সেখানে কী অভিযোগ ছিল, তা দেখতে চাই । ওই মামলাটি কে করেছিলেন, তা খুঁজে বের করা হোক ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে রুল জারি করে আদালত । কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ হবে না, হলফনামা দিয়ে তিনি সেই বক্তব্য জমা দেন । আদালতে সশরীরে হাজিরাও দেন রাজ্য নির্বাচন কমিশনার । গত 8 জানুয়ারি রাজীবার হলফনামার পালটা হলফনামা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ তিন মামলাকারীর কাছে চায় আদালত । এর জন্য তাঁদের চার সপ্তাহ সময় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ । কিন্তু এ দিন মামলাকারীদের আইনজীবীদের অনেকে হাজির ছিলেন না এজলাসে ।

তারপরই হাইকোর্টের নির্দেশ, কমিশনকে দু'সপ্তাহের মধ্যে আবার হলফনামার প্রতিলিপি সব পক্ষকে দিতে হবে । উত্তর দেওয়ার জন্য মামলাকারীদের তিন মাস সময় দেওয়া হল । আগামী তিন মাস পরে মামলাটি শুনানির জন্য আসবে । অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার অভিযোগে আদালতে ক্ষমা চাইতেও পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, এমন ইঙ্গিত আগেও দিয়েছিলেন তাঁর আইনজীবী ।

এদিকে সন্দেশখালির মানুষের পাশে দাঁড়াতে শনিবার সেখানে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন আইনজীবীদের একটি সংগঠনের । তাদের অভিযোগ, গতকাল (বৃহস্পতিবার) ফের নতুন করে সেখানে 144 ধারা জারি করা হয়েছে । তাই আদালত অনুমতি দিক । বিচারপতি কৌশিক চন্দ তাদের রাজ্যের কাছে আবেদন করে 48 ঘণ্টা সময় দেওয়ার পরামর্শ দেন । যদি তাতে কাজ না হয় তাহলে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তিনি । মঙ্গলবার শুনানি হতে পারে এই মামলার ৷

আরও পড়ুন:

  1. পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজিরা রাজীবা সিনহার
  2. সন্দেশখালিতে জাতীয় মানবাধিকার কমিশন, আজই রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ
  3. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
Last Updated :Feb 23, 2024, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.