ETV Bharat / state

আজই 22টি লোকসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণা, জানালেন সুকান্ত মজুমদার - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 1:25 PM IST

Updated : Mar 24, 2024, 1:49 PM IST

ETV Bharat
সুকান্ত মজুমদার

Lok Sabha Elections 2024: রবিবার দুপুর 3টে নাগাদ সাংবাদিক বৈঠকে বিজেপি পশ্চিমবঙ্গের বাকি 22টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে ৷ এই কথা জানালেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা নিয়ে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা, 24 মার্চ: আজই 22টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি ৷ রবিবার বাগডোগরা বিমানবন্দরে এমনটাই জানালেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার ৷ গত 2 মার্চ পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের 20টিতে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি ৷ শনিবার রাতে নয়াদিল্লির সদর কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির উচ্চস্তরীয় বৈঠক হয় ৷ সেখানেই বাকি প্রার্থীদের নাম ঠিক হয় বলে জানা গিয়েছে ৷

এদিন রাজ্য সভাপতি বলেন, "কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে ৷ প্রার্থীদের নাম নিয়ে আর কোনও জটিলতা নেই ৷ উত্তরবঙ্গে খুব ভালো ফলাফল করবে বিজেপি ৷ পাহাড়ে গতবারের থেকে অনেক বেশি মার্জিনে বিজেপি জিতবে ৷" রবিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ দার্জিলিং লোকসভা কেন্দ্রে হর্ষবর্ধন শ্রিংলা প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে ৷ এ নিয়ে সুকান্ত বলেন, "দার্জিলিং বিজেপির এত ভালো আসন, যে 10-12 টি নাম ভেসে থাকা উচিত ৷" রাজ্যের বাকি আসনে প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন সুকান্ত মজুমদার ৷ লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করা হচ্ছে বলেও জানান তিনি ৷ তবে কোন আসন থেকে তাঁকে প্রার্থী করা হবে, তা নিয়ে খোলাসা করেননি।

এদিকে গত শনিবার, 16 মার্চ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ৷ 19 এপ্রিল প্রথম দফার ভোটের নোটিশও প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ রাজ্যে শাসকদল তৃণমূল 42টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ৷ বামফ্রন্ট এখনও পর্যন্ত 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ৷ কংগ্রেসও চারটি আসনে প্রার্থীদের নাম জানিয়েছে ৷ রবিবার ছুটির বাজারে রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে ৷ প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে সুকান্ত এদিন বলেন, "এখন কেউ কি বাড়িতে কিছু রাখে ? সবাই মোবাইলে রাখে ৷ মোবাইল নিলেই বিশেষজ্ঞরা সব বের করে দেবেন ৷"

আরও পড়ুন:

বর্ধমান-দুর্গাপুরে আজাদের বিরুদ্ধে বোলিংয়ে বিজেপির তাস অভিনেতা! জল্পনায় এগিয়ে রুদ্রনীল

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া

Last Updated :Mar 24, 2024, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.