ETV Bharat / state

অশোকের বাড়িতে বিজেপির পতাকা, রাম-বাম আঁতাতের অভিযোগ গৌতমের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 4:13 PM IST

Updated : Apr 3, 2024, 5:57 PM IST

Lok Sabha Election 2024: শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের বাড়ি চেনেন না, এমন লোক পাওয়া খুবই কঠিন ৷ অন্তত শিলিগুড়ি শহরে রাজনীতি সচেতন সকলেই চেনেন এই বাড়ি ৷ আর সেই বামপন্থী এই নেতার বাড়িতে বিজেপির পতাকা লাগানোকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ এই নিয়ে ফের বাম-বিজেপি আঁতাতের অভিযোগ তৃণমূলের ৷

ETV BHARAT
ETV BHARAT

শিলিগুড়িতে নয়া বিতর্ক

শিলিগুড়ি, 3 এপ্রিল: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর বাড়ি থেকে পতপত করে উড়ছে বিজেপির পতাকা ! এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে ৷ বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ তুলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে বাম ও রামের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে, গৌতম দেবের সোশাল মিডিয়া পোস্টকে 'বিকৃত মানসিকতা'র পরিচায়ক বলে নিন্দা করেছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ৷

এর আগেও গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বামেদের ভোট রামে বা বিজেপিতে যাওয়ার অভিযোগ তুলেছিলেন গৌতম দেব ৷ কারণ, বিগত নির্বাচনগুলিতে তৃণমূলের ভোট শতাংশ একই থাকলেও বামেদের ভোট শতাংশ কমেছে ৷ অন্যদিকে, সমপরিমাণ ভোট বেড়েছে বিজেপির ৷ বিধানসভা নির্বাচনে গৌতম দেব ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়ে0ছিলেন। সেখানে বামেদের ভোট কমেছিল প্রায় 56 হাজার ৷ আর নিজের বিধানসভা কেন্দ্রে গৌতম দেব প্রায় 86 হাজার ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে ৷

ETV BHARAT
অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট গৌতম দেবের

অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকা দেখতে পাওয়ার প্রসঙ্গে গৌতম দেব জানান, এর আগেও নির্বাচনগুলিতে দেখা গিয়েছে বামেদের ভোট রামে গিয়েছে ৷ সিপিএম, কংগ্রেস ও বিজেপি, তৃণমূল কংগ্রেসকে রুখতে গোপনে একত্রিত হয়ে মাঠে নেমেছিল। তাও আটকাতে পারেনি ৷ এবার অশোক ভট্টাচার্যের মতো সিপিএম নেতার বাড়িতে বিজেপির পতাকা এটাই প্রমাণ করে তাদের আঁতাত আছে।

যদিও, এই আঁতাতের অভিযোগে সরব হয়েছেন প্রবীণ বামনেতা ৷ পালটা জবাব দিয়েছেন অশোক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "অযথা সবকিছুতে রাজনীতি করছেন গৌতম দেব ৷ আমি দেখা মাত্র পতাকা খুলে দিয়েছি ৷ বিজেপি ও তৃণমূল কংগ্রেস, বিশেষ করে গৌতম দেব বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন ৷ পতাকা কে বা কারা কখন লাগিয়ে গিয়েছে, তা আমার জানা নেই ৷ উলটে রাজ্যে তৃণমূল কংগ্রেসই বিজেপিকে নিয়ে এসেছে ৷ বামেদের আমলে তো বিজেপি রাজ্যে ঢুকতেই পারেনি ৷ এসব বাজে কথা বলে কোনও লাভ হবে না ৷" এ বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির ৷ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুন মন্ডল বলেন, "কর্মীরাই হয়তো প্রচারের জন্য লাগিয়েছেন। এতে কোনও রাজনীতির বিষয় নেই।"

আরও পড়ুন:

  1. সিসিটিভি দিয়ে বাড়ি ঘিরেছে পুলিশ, নজরদারির অভিযোগে হাইকোর্টে মামলা অর্জুনের
  2. শীতলকুচি কাণ্ডে 'বলির পাঁঠা' বানিয়ে ফাঁসানোর নিদান! মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি প্রার্থী
  3. 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের
Last Updated : Apr 3, 2024, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.