ETV Bharat / state

ভোটের দু'দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম, মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন; আহত একাধিক - BJP WORKER KILLED

BJP Worker Allegedly Killed at Nandigram: ভোটের আগে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ মঙ্গলবার রাতে বাইক বাহিনী এসে বিজেপির কর্মীকে প্রথমে পিটিয়ে ও পরে কুপিয়ে খুন করল ৷ আহত হয়ে একাধিক বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবার রাতে এঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে নন্দীগ্রাম থানায় উত্তেজনা দেখা দিয়েছে।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 10:11 AM IST

Updated : May 23, 2024, 12:14 PM IST

BJP Worker Allegedly Killed at Nandigram
আহত বিজেপি কর্মীরা (নিজস্ব চিত্র)

নন্দীগ্রাম, 23 মে: নির্বাচনের বাকি দু'দিন ৷ তার আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। আগামী 25 মে ষষ্ঠ দফায় বাংলার কাঁথি, তমলুক-সহ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ ঠিক তার দু'দিন আগে কুপিয়ে খুন বিজেপি'র মহিলা কর্মী। বুধবার গভীর রাতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার জেরে এক বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার মনসাতলায়।

মহিলা কর্মীর মৃত্যুতে নন্দীগ্রাম উত্তপ্ত (ইটিভি ভারত)

এই ঘটনাকে ঘিরে নতুন করে আবার ভোটের আগে উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী রথিবালা আড়ির বাড়িতে হামলা চালায়। রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি সাত জনকে আহত অবস্থায় নন্দীগ্রাম স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন: বেলচা দিয়ে স্ত্রীকে খুন ! সারারাত দেহের পাশেই শুয়ে মদ্যপ স্বামী

এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে নন্দীগ্রাম থানায় উত্তেজনা দেখা দিয়েছে। এদিন সকালে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ সকালে এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী রথিবালার মৃত্য়ুতে শোকবার্তা জ্ঞাপন করেছেনে ৷ লিখেছেন, "সনাতনী শহিদ বীরাঙ্গনা রথিবালা আড়ি অমর রহে ৷ তাঁকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ৷" ঘটনাপ্রসঙ্গে তিনি আরও লিখেছেন, "গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা। সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথিবালা আড়ি।"

আরও পড়ুন: নেপথ্যে কি অপূর্ণ প্রেম ? ছত্তিশগড়ে যুবকের হাতে বলি একই পরিবারের 5 জন

এই ঘটনায় শুভেন্দু অধিকারী দায় চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ৷ জানিয়েছেন, বুধবারই নন্দীগ্রামে তৃণমূল 'সেনাপতি' অভিষেকের উস্কানিমূলক মন্তব্যের জেরেই এমন ঘটনা ৷ এক্সে তিনি যোগ করেছেন, "গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গিয়েছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। একজন মহিলাকে কুপিয়ে খুন করতে এই জিহাদিদের হাত কাঁপে না !"

হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর এক্সবার্তা, "ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে ৷ আইনতভাবে প্রতিশোধ হবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়েছে পেয়ে জবাব উপযুক্ত।"

আরও পড়ুন: সাংসদ খুনে বাংলাদেশে গ্রেফতার 3; পরিকল্পিত খুন, দাবি হাসিনার মন্ত্রীর

নন্দীগ্রাম, 23 মে: নির্বাচনের বাকি দু'দিন ৷ তার আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। আগামী 25 মে ষষ্ঠ দফায় বাংলার কাঁথি, তমলুক-সহ আটটি কেন্দ্রে নির্বাচন ৷ ঠিক তার দু'দিন আগে কুপিয়ে খুন বিজেপি'র মহিলা কর্মী। বুধবার গভীর রাতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার জেরে এক বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন সাত থেকে আট জন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার মনসাতলায়।

মহিলা কর্মীর মৃত্যুতে নন্দীগ্রাম উত্তপ্ত (ইটিভি ভারত)

এই ঘটনাকে ঘিরে নতুন করে আবার ভোটের আগে উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী রথিবালা আড়ির বাড়িতে হামলা চালায়। রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর ছেলে সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকি সাত জনকে আহত অবস্থায় নন্দীগ্রাম স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন: বেলচা দিয়ে স্ত্রীকে খুন ! সারারাত দেহের পাশেই শুয়ে মদ্যপ স্বামী

এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে নন্দীগ্রাম থানায় উত্তেজনা দেখা দিয়েছে। এদিন সকালে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ সকালে এক্স হ্যান্ডেলে দলীয় কর্মী রথিবালার মৃত্য়ুতে শোকবার্তা জ্ঞাপন করেছেনে ৷ লিখেছেন, "সনাতনী শহিদ বীরাঙ্গনা রথিবালা আড়ি অমর রহে ৷ তাঁকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ৷" ঘটনাপ্রসঙ্গে তিনি আরও লিখেছেন, "গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় বিজেপি কর্মীরা বুথ পাহারা দিচ্ছিলেন। সেইসময় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলী দুষ্কৃতীরা। সাতজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। প্রাণ হারান রথিবালা আড়ি।"

আরও পড়ুন: নেপথ্যে কি অপূর্ণ প্রেম ? ছত্তিশগড়ে যুবকের হাতে বলি একই পরিবারের 5 জন

এই ঘটনায় শুভেন্দু অধিকারী দায় চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ৷ জানিয়েছেন, বুধবারই নন্দীগ্রামে তৃণমূল 'সেনাপতি' অভিষেকের উস্কানিমূলক মন্তব্যের জেরেই এমন ঘটনা ৷ এক্সে তিনি যোগ করেছেন, "গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গিয়েছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। একজন মহিলাকে কুপিয়ে খুন করতে এই জিহাদিদের হাত কাঁপে না !"

হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর এক্সবার্তা, "ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে ৷ আইনতভাবে প্রতিশোধ হবে ও গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়া হবে। নন্দীগ্রামের সংগ্রামী ভূমিতে যে ঝরিয়েছে রক্ত, ইতিহাসের পাতায় বিলীন হয়েছে পেয়ে জবাব উপযুক্ত।"

আরও পড়ুন: সাংসদ খুনে বাংলাদেশে গ্রেফতার 3; পরিকল্পিত খুন, দাবি হাসিনার মন্ত্রীর

Last Updated : May 23, 2024, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.