ETV Bharat / state

পাঁচ বছরে অধীর চৌধুরীর সম্পত্তি বাড়ল নাকি কমল, কী বলছে হলফনামা ? - Adhir Ranjan Chowdhury

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 1:17 PM IST

Updated : Apr 27, 2024, 1:35 PM IST

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury: বহরমপুরের পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী ৷ 2024 সালে ষষ্ঠবারের লড়াইয়ে নেমেছেন তিনি ৷ জমা দিয়েছেন মনোনয়ন ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে তিনি যে হলফনামা দিয়েছেন, সেখানে উঠে এসেছে তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেব-নিকেশ ৷ কী রয়েছে হলফনামায় ? খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

বহরমপুর, 27 এপ্রিল: মনোনয়নে জমা দেওয়া হলফনামা অনুযায়ী পাঁচ বছরে অধীর চৌধুরী ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি করে বেড়েছে । পাশাপাশি বহরমপুরের পাঁচবারের সাংসদের অস্থাবর সম্পত্তির হিসাব অর্ধেকে নেমে এসেছে । তবে গত পাঁচ বছরে তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি প্রায় দ্বিগুন হয়েছে ।

2024 সালের হলফনামা অনুয়ায়ী অধীর চৌধুরীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব:

অধীরের হাতে নগদ- 2 লক্ষ 11 হাজার টাকা । স্ত্রীর হাতে নগদ- 5 লক্ষ 49 হাজার টাকা ৷

অস্থাবর সম্পত্তি-

অধীর চৌধুরী- 39 লক্ষ 35 হাজার 571 টাকা (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না) ৷ স্ত্রী- 64 লক্ষ 41 হাজার 144 টাকা । (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না)

স্থাবর সম্পত্তি-

অধীর - 6 কোটি 41 লক্ষ 10 হাজার টাকা । স্ত্রী- 4 কোটি 11 লক্ষ 70 হাজার টাকা ।

2019 সালের অধীর চৌধুরীর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব:

অধীরের হাতে নগদ- 1 লক্ষ 21 হাজার টাকা । স্ত্রীর হাতে নগদ- 5 লক্ষ টাকা ৷

অস্থাবর সম্পত্তি-

অধীর চৌধুরী- 66 লক্ষ 65 হাজার 237 টাকা (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না) ৷ স্ত্রী- 38 লক্ষ 97 হাজার 945 টাকা । (ব্যাঙ্কে গচ্ছিত, গাড়ি, গয়না)

স্থাবর সম্পত্তি-

অধীর চৌধুরী- 5 কোটি 15 লক্ষ 88 হাজার 500 টাকা । স্ত্রী- 3 কোটি 76 লক্ষ টাকা ।

উল্লেখ্য, এবার রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র এবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা । রাজ্য ও সারা দেশের কাছে এই কেন্দ্রের জয় পরাজয় রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে । রাজ্যের তিন রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল এই কেন্দ্রকে এবার পাখির চোখ করেছে । পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার তৃণমূলের প্রতীকে লড়ছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান ।

অন্যদিকে গত পাঁচ বছরে এই কেন্দ্রে বিজেপি অনেকটাই শক্তি সঞ্চয় করেছে । 2021 সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর বিধানসভা কেন্দ্র বিজেপি পকেটে পুড়েছে । 2019 সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী 80 হাজার 696 ভোটে জিতেছিলেন । তার মধ্যে বহরমপুর বিধানসভা থেকে 89 হাজার 61 ভোটে লিড পেয়েছিলেন । লোকসভার সাতটি বিধানসভার মধ্যে মাত্র বহরমপুর, বড়ঞা ও কান্দি থেকে লিড পেয়েছিলেন অধীর চৌধুরী ।

বিজেপির উত্থান এবার অধীর-গড়ের ভিত নড়িয়ে দিয়েছে । রাজনৈতিক মহলের ধারণা, এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে । রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, কোনও বিধানসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস, তো কোনোটাতে তৃণমূল, কোনোটায় গেরুয়া শিবির । এই কেন্দ্র থেকে বিজেপি-তৃণমূল, একই দিনে মনোনয়ন জমা দিয়েছেন । গত 22 এপ্রিল বাম সমর্থকদের নিয়ে ষষ্ঠবারের জন্য মনোনয়ন দাখিল করেছেন অধীর চৌধুরী ।

আরও পড়ুন:

  1. আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের
  2. কেন্দ্রীয় বাহিনীকে প্রলোভন দিয়ে ম্যানেজ করবে তৃণমূল, আশঙ্কা অধীরের
  3. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
Last Updated :Apr 27, 2024, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.