ETV Bharat / state

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে সরব পরিচালক-সহ শিল্পীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:07 PM IST

Etv Bharat
Etv Bharat

Protest Against Agricultural Policy: আলোচনা, নাটক ও ছবি আঁকার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কৃষি নীতির বিরোধিতা করলেন পরিচালক ও শিল্পীরা ৷ প্রাচী-প্রতীচী আর্ট রিসর্টে এই অনুষ্ঠান হয় ৷

কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে সরব শিল্পীরা

বোলপুর, 10 মার্চ: কৃষক আন্দোলনে উপর পুলিশি বাধা, গুলি চালানোর প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ-সহ শান্তিনিকেতনের শিল্পীরা ৷ শনিবার শান্তিনিকেতনের প্রাচী-প্রতীচী আর্ট গ্যালারিতে কৃষক আন্দোলনের পক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ আলোচনা, নাটক, চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী নীতির বিরোধিতা করেন সকলে ৷

দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে সরব হয়ে দিল্লি অভিযান শুরু করেছে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা ৷ কিন্তু, প্রথম থেকেই এই অভিযানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেয় সরকার ৷ কখনও রাস্তায় পেরেক পুঁতে দেওয়া, কখনও কৃষকদের আটকাতে গুলি, টিয়ার গ্যাস চালানোর অভিযোগ ওঠে ৷ যা নিয়ে দেশজুড়ে বিভিন্ন স্তরের মানুষজন সরব হন ৷

কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করে শনিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় শান্তিনিকেতনে ৷ প্রাচী-প্রতীচী আর্ট রিসর্টে এই অনুষ্ঠানে অংশ নেন পরিচালক গৌতম ঘোষ ৷ এছাড়াও ছিলেন নাট্যকার জুলফিকার জিন্না, শিল্পী তাপস মল্লিক, সমাজকর্মী আহসান কামাল প্রমুখ ৷ আলোচনার পাশাপাশি দুটি প্রতিবাদী নাটক মঞ্চস্থ হয় ৷ এছাড়া, লাইভ চিত্রকলার মধ্যে দিয়েও প্রতিবাদ করেন বোলপুর-শান্তিনিকেতনের শিল্পীরা ৷ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষি নীতির বিরুদ্ধে সোচ্চার হন পরিচালক তথা অভিনেতা গৌতম ঘোষ-সহ সকলে ৷

এদিনের অনুষ্ঠানে পরিচালক বলেন, "আমি প্রথম ছবি করেছিলাম তেলেঙ্গানার কৃষক আন্দোলন নিয়ে ৷ বিশেষ করে কৃষকদের ঋণ মুকুব না করায় কত কৃষক আত্মহত্যা করেছেন । যে সমস্ত কৃষকরা আন্দোলন করছেন আমরা সচেতন মানুষরা তাদের সমর্থন করছি । দ্রুত যাতে কেন্দ্র সরকার কৃষকদের দাবি মেনে নেয় ৷ কৃষকদের জায়গা যাতে কোনওভাবে কর্পোরেটরা দখল না করে এটাই আমাদের প্রতিবাদ ।"

প্রাচী-প্রতীচী আর্ট রিসর্টের কর্ণধার তথা শিল্পী তাপস মল্লিক বলেন, "কেন্দ্রীয় কৃষি নীতির তীব্র প্রতিবাদ করি ৷ কৃষকদের পাশে দাঁড়াতেই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান । আমরা শিল্প-সংস্কৃতির মধ্যে দিয়েই যে কোনও অন্যায়ের প্রতিবাদ করে থাকি ৷ এক্ষেত্রেও তাই ।"

আরও পড়ুন :

  1. খানাউরিতে নিহত কৃষকের পরিবারকে 1 কোটির আর্থিক সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. কেন্দ্রের প্রস্তাব মানা হবে কি ? আলোচনা করে মঙ্গলবার সিদ্ধান্ত কৃষক সংগঠনগুলির
  3. বাড়বে কৃষক আন্দোলনের ঝাঁজ, বুধে দিল্লিতে মিছিল; দশে রেল অবরোধের ডাক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.