ETV Bharat / state

শাহি শো’য়ে ব্রাত্য শ্যামাপ্রসাদ, স্রষ্টাকে উপেক্ষা করেই এগিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 9:10 PM IST

Updated : Apr 24, 2024, 3:00 PM IST

Etv Bharat
Etv Bharat

Amit Shah ignores Syama Prasad Mukherjee: মালদায় রোড-শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অমিত-বাক্যে মন ভরল উপস্থিত কর্মী-সমর্থকদেও ৷ অথচ ভোটপ্রচারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই ভুলে গেলেন অমিত শাহ ৷

মালদা, 23 এপ্রিল: দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু যে কোনও সভায় পশ্চিমবঙ্গে এসে গৈরিক নেতৃত্ব যাঁর নাম সবার আগে মুখে আনেন, শাহি শোয়ে ব্রাত্যই থেকে গেলেন সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ অথচ স্রষ্টার মূর্তির সামনে থেকেই শুরু হল অমিতের রোড শো ৷ ‘রথ’ থেকে ফুল ছুড়লেন মানুষের উদ্দেশ্যে ৷ কিন্তু একটি পাঁপড়িও পড়ল না শ্যামাপ্রসাদের মূর্তিতে ৷ তাঁকে নিয়ে কোনও শব্দও শোনা গেল না শাহ’র মুখে ৷ এতেই সাধারণ মানুষের প্রশ্ন, নির্বাচনের ভাবনায় কি নিজেদের পূর্বসূরিকেই ভুলে গেলেন শাহ ? 400 পারের উদগ্র বাসনা কি ভুলিয়ে দেয় পরম্পরাও !

এদিন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদা শহরে রোড-শো করেন শাহ । সকাল থেকে জ্বলন্ত সূর্য মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান অসংখ্য শহরবাসী । শাহের নিরাপত্তায় মালদা ছাড়াও শিলিগুড়ি ও বিধাননগর কমিশনারেট থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল । দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁর চপার মালদা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গাড়ি চেপে সোজা এসে পৌঁছন শ্যামাপ্রসাদ স্কোয়ার বা পোস্ট অফিস মোড়ে । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের জন্য আগেই তৈরি করে রাখা হয়েছিল মঞ্চ ৷ কিন্তু সেদিকে আর এগোননি শাহ । পোস্ট অফিস মোড়ে পৌঁছে সোজা ‘রথে’ চেপে রোড-শো শুরু করেন । রবীন্দ্র অ্যাভিনিউয়ে পৌঁছে সেই রথ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন পদ্মশিবিরের চাণক্য ।

শাহ বলেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে দুর্নীতির শাসন শুরু হয়েছে । তাঁর মন্ত্রীদের ঘর থেকে 50-75 কোটি টাকা নগদ পাওয়া যাচ্ছে । দুঃস্থ মেধাবি যুবক-যুবতিদের চাকরি দেওয়ার জন্য 10-15 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে । অনুপ্রবেশ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না । অথচ নাগরিকত্ব দেওয়ার আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নাগরিকত্ব দেওয়া, দুর্নীতি বন্ধ করা, অনুপ্রবেশ বন্ধ করা, গুণ্ডামি বন্ধ করা এসব শুধুমাত্র বিজেপি করতে পারে । আর এসব করেই পশ্চিমবঙ্গকে উন্নতির পথে নিয়ে যাওয়া হবে । গতবার শ্রীরূপা মিত্র চৌধুরী পাঁচ হাজার ভোটে হেরেছেন । সেই ভুল শুধরোনোর জন্য এবার 50 হাজারের বেশি ভোটে তাঁকে জেতাতে হবে । শ্রীরূপা মিত্র চৌধুরীকে দেওয়া ভোট নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে ।” এটুকু বলেই ফের চপারের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ উড়ে যান রায়গঞ্জের দিকে ৷

আরও পড়ুন:

  1. বাংলায় 30-35 আসন জিতে উত্তরবঙ্গে এইমস করবে বিজেপি সরকার, মমতাকে বিঁধে প্রতিশ্রুতি শাহের
  2. প্রথমবার দু’টি ব্যালট ইউনিটে ভোট দেবেন মালদা দক্ষিণের ভোটাররা, একই ছবি রায়গঞ্জেও
  3. অবস্থান বদল! ভোটের তিনদিন আগে বিজেপির রাজুকে সমর্থন কংগ্রেসের বিনয়ের
Last Updated :Apr 24, 2024, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.