ETV Bharat / state

মুকুল-কৃষ্ণের পর এবার সুমন, পিএসি চেয়ারম্যানের দায়িত্বে ফের ‘বিজেপি’ বিধায়ক - New PAC Chairman

Suman Kanjilal: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্বে এবার সুমন কাঞ্জিলাল ৷ মুকুল রায় ও কৃষ্ণ কল্যাণীর পর ‘বিজেপি’ বিধায়ক হিসাবে এই কমিটির চেয়ারম্যান হতে চলেছেন তিনি ৷ বিগত বছরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 3:34 PM IST

Updated : Apr 9, 2024, 6:11 PM IST

Suman Kanjilal
Suman Kanjilal
পিএসি চেয়ারম্যানের দায়িত্বে ফের ‘বিজেপি’ বিধায়ক

কলকাতা, 9 এপ্রিল: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল । এমনটাই মঙ্গলবার খবর পাওয়া গিয়েছে বিধানসভা সূত্রে । তবে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি ৷

জানা গিয়েছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে । যদিও ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি । তবে রাজ্য বিধানসভায় খাতায় কলমে এখনও তাঁর পরিচয় তিনি বিজেপি বিধায়কই । এবার এই সুমন কাঞ্জিলালের হাতেই যাচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে । প্রথমে বিজেপির বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে পিএসি কমিটির দায়িত্ব দেন অধ্যক্ষ । পরবর্তীতে মুকুলের শারীরিক অসুস্থতার কারণে এই পদ ছেড়ে দিলে সেই দায়িত্ব দেওয়া হয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ।

তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী । এই অবস্থায় কয়েকদিন আগেই তিনি রাজ্য বিধানসভায় এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে যান । এক্ষেত্রে তিনি যেমন বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, একই সঙ্গে তিনি ছেড়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও । এবার সেই দায়িত্বই হস্তান্তর করা হল আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে ।

যদিও সুমন নিজে জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত এ বিষয়ে বিশেষ কিছু জানেন না । তবে যদি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে কোনও দায়িত্ব দেন তিনি নিজের যথাসাধ্যভাবে তা পালনের চেষ্টা করবেন । আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "সরকারিভাবে কোনও নির্দেশিকা আমার হাতে আসেনি । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান খুব গুরুত্বপূর্ণ পদ । অনেক কাজ করার সুযোগ রয়েছে । তবে আজ আমি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি আমাকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে । পিএসির চেয়ারম্যান হিসাবে বিধানসভার গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে । আমাকে যদি এই পদ দেওয়া হয় তাহলে আমি নিশ্চিতভাবে সেই দায়িত্ব ভালোভাবে পালন করব ।"

বিজেপি থেকে তৃণমূলে আসার ফলে আলিপুরদুয়ারের বিধায়ককে বিড়ম্বনার পড়তে হবে কি না, এই প্রশ্নের উত্তরে সুমন কাঞ্জিলালের জবাব, "বিড়ম্বনার কোন বিষয় নেই । বিধানসভার স্পিকার যা বিবেচনা করেছেন নিয়ম মেনেই করেছেন । বিধানসভা পরিসরে যদি কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে আমি নিজেকে সম্মানিত বোধ করব ।"

2020 সালে বিজেপিতে যোগদান করেছিলেন সাংবাদিক সুমন কাঞ্জিলাল । 2021 সালে বিধানসভা ভোটে আলিপুরদুয়ার আসনে সুমন কাঞ্জিলালকে প্রার্থী করে বিজেপি । তবে 2023 সালের ফেব্রুয়ারি মাসে সেই বিজেপি থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি । এবার তাঁকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্যের শাসকদল । মুকুল রায় ও কৃষ্ণ কল্যাণীর পর ‘বিজেপি’ বিধায়ক হিসাবে তাঁর হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সরলেন সৌরভ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজেপি-ত্যাগী বিধায়ক
  2. তৃণমূলের পতাকা হাতে নিলেন না বিধায়ক সুমন কাঞ্জিলাল
  3. বাংলা ভাগ নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি, দাবি সুমন কাঞ্জিলালের

পিএসি চেয়ারম্যানের দায়িত্বে ফের ‘বিজেপি’ বিধায়ক

কলকাতা, 9 এপ্রিল: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল । এমনটাই মঙ্গলবার খবর পাওয়া গিয়েছে বিধানসভা সূত্রে । তবে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি ৷

জানা গিয়েছে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে । যদিও ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি । তবে রাজ্য বিধানসভায় খাতায় কলমে এখনও তাঁর পরিচয় তিনি বিজেপি বিধায়কই । এবার এই সুমন কাঞ্জিলালের হাতেই যাচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে । প্রথমে বিজেপির বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে পিএসি কমিটির দায়িত্ব দেন অধ্যক্ষ । পরবর্তীতে মুকুলের শারীরিক অসুস্থতার কারণে এই পদ ছেড়ে দিলে সেই দায়িত্ব দেওয়া হয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ।

তবে চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী । এই অবস্থায় কয়েকদিন আগেই তিনি রাজ্য বিধানসভায় এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে যান । এক্ষেত্রে তিনি যেমন বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, একই সঙ্গে তিনি ছেড়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও । এবার সেই দায়িত্বই হস্তান্তর করা হল আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে ।

যদিও সুমন নিজে জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত এ বিষয়ে বিশেষ কিছু জানেন না । তবে যদি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে কোনও দায়িত্ব দেন তিনি নিজের যথাসাধ্যভাবে তা পালনের চেষ্টা করবেন । আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "সরকারিভাবে কোনও নির্দেশিকা আমার হাতে আসেনি । পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান খুব গুরুত্বপূর্ণ পদ । অনেক কাজ করার সুযোগ রয়েছে । তবে আজ আমি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি আমাকে পিএসির চেয়ারম্যান করা হচ্ছে । পিএসির চেয়ারম্যান হিসাবে বিধানসভার গুরুত্বপূর্ণ কাজকর্ম রয়েছে । আমাকে যদি এই পদ দেওয়া হয় তাহলে আমি নিশ্চিতভাবে সেই দায়িত্ব ভালোভাবে পালন করব ।"

বিজেপি থেকে তৃণমূলে আসার ফলে আলিপুরদুয়ারের বিধায়ককে বিড়ম্বনার পড়তে হবে কি না, এই প্রশ্নের উত্তরে সুমন কাঞ্জিলালের জবাব, "বিড়ম্বনার কোন বিষয় নেই । বিধানসভার স্পিকার যা বিবেচনা করেছেন নিয়ম মেনেই করেছেন । বিধানসভা পরিসরে যদি কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে আমি নিজেকে সম্মানিত বোধ করব ।"

2020 সালে বিজেপিতে যোগদান করেছিলেন সাংবাদিক সুমন কাঞ্জিলাল । 2021 সালে বিধানসভা ভোটে আলিপুরদুয়ার আসনে সুমন কাঞ্জিলালকে প্রার্থী করে বিজেপি । তবে 2023 সালের ফেব্রুয়ারি মাসে সেই বিজেপি থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি । এবার তাঁকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্যের শাসকদল । মুকুল রায় ও কৃষ্ণ কল্যাণীর পর ‘বিজেপি’ বিধায়ক হিসাবে তাঁর হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সরলেন সৌরভ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজেপি-ত্যাগী বিধায়ক
  2. তৃণমূলের পতাকা হাতে নিলেন না বিধায়ক সুমন কাঞ্জিলাল
  3. বাংলা ভাগ নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি, দাবি সুমন কাঞ্জিলালের
Last Updated : Apr 9, 2024, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.