ETV Bharat / state

ছত্তিশগড়ে মৃত্যু মালদার 3 শ্রমিকের, নিহতদের পরিবারকে নগদ সাহায্য বিজেপি প্রার্থীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 7:15 PM IST

ETV BHRAT
ETV BHRAT

Migrant Workers from Malda Died in Chhattisgarh: ছত্তিশগড়ে মৃত শ্রমিকদের পরিবারের নগদ সাহায্য নিয়ে পৌঁছে গেলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর ৷ তাও আবার নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ঠিক 24 ঘণ্টা আগে ৷

মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে বিজেপি প্রার্থী খগেন মুর্মু

মালদা, 15 মার্চ: শনিবার বিকেল 3টের সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন ৷ সেই মুহূর্ত থেকে লাগু হবে নির্বাচনের আদর্শ আচরণবিধি ৷ আর তার 24 ঘণ্টা আগে মালদার মৃত তিন পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে নগদে আর্থিক সাহায্য করে এলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিনটি পরিবারের হাতে 5 হাজার টাকা করে তুলে দেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ ৷ যা নিয়ে স্থানীয় তৃণমূলের অভিযোগ, নির্বাচন ঘোষণা না হওয়ায় প্রকাশ্যে ভোট কিনছেন বিজেপি প্রার্থী ৷

ছত্তিশগড়ে শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদা রতুয়ার বটতলা ও ফরিদপুর গ্রামের তিন জন ৷ আবদুর রহিম (41), কামাল হোসেন (26) এবং সরিফুল হক (32) ৷ রহিম এবং কামাল রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামের বাসিন্দা ৷ সরিফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা ৷

এলাকার আরও কয়েকজনের সঙ্গে মাস তিনেক আগে ছত্তিশগড়ের রায়পুরে টাওয়ার নির্মাণের কাজে যান এই তিনজন ৷ গত বুধবার রাতে নাগাদ কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে পাঁচ কিলোমিটার দূরে বাজারে যাচ্ছিলেন ৷ সবজি কেনাই ছিল মূল উদ্দেশ্য ৷ মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি পড়ে যায় একটি সেতুর নীচে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় ৷ শুক্রবার রাতে দেহ তিনটি গ্রামে ফেরার কথা রয়েছে ৷

কিন্তু, আজ সেই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছে যান বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ তিন শ্রমিকের পরিবারকেই সহানুভূতি জানান ৷ আর সবশেষে তিন পরিবারের সদস্যদের হাতে 5 হাজার টাকা করে নগদ তুলে দেন তিনি ৷ নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু না হওয়ায়, আইনি কোনও বাধাও নেই ৷ অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ৷ যা নিয়ে খগেন মুর্মু বলেন, "তিনজন পরিযায়ী শ্রমিক একসঙ্গে ভিনরাজ্যে মারা গিয়েছেন ৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা৷ আজ আমরা ওই তিন শ্রমিকের বাড়িতে এসেছি ৷ প্রতিটি পরিবারের অবস্থা খুব করুণ৷ খুব গরিব৷ ওঁদের হঠাৎ মৃত্যুতে পরিবারগুলি অনাথ হয়ে গেল ৷"

রাজনীতির এত কচকচানি বোঝেন না আবদুর রহিমের স্ত্রী আমরিকা বিবি ৷ তিনি শুধু জানেন, তাঁর স্বামী আর নেই ৷ তিন ছেলেমেয়েকে মানুষ করার দায়িত্ব এবার সম্পূর্ণ তাঁর কাঁধে ৷ তিনি বলেন, "গত বুধবার বিকেলেও ওর সঙ্গে কথা হয়েছিল ৷ বাড়ির খবরাখবর নিয়েছিল ৷ শাশুড়ির সঙ্গে কথা বলেছিল ৷ সেদিন রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনার খবর পাই ৷ ও তো চলে গেল ৷ এবার তিনটে ছেলেমেয়েকে কীভাবে মানুষ করব জানি না ৷"

আরও পড়ুন:

  1. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর
  2. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.