ETV Bharat / sports

ঘরোয়া ক্রিকেটে হয়নি, আইপিএল জিতে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী আইয়ার - Venkatesh Iyer

Venkatesh Iyer Interview: সানরাইজার্স হায়দরাবাদ গতবছর ইডেনে এসে নাইটদের হারিয়েছিল । যদিও নাইটদের ব্যাটার চাপহীন ৷ মনে করিয়ে দিলেন, হায়দরাবাদকে ফিরতি ম্যাচেই হারিয়েছিলেন তাঁরা। আইপিএলের প্রথম ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ইটিভি ভারতের সামনে খোলামেলা আড্ডায় ভেঙ্কটেশ আইয়ার ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 10:47 PM IST

Etv Bharat
Etv Bharat
ইটিভি ভারতের মুখোমুখি নাইট-তারকা

কলকাতা, 21 মার্চ: “শাহরুখ খান আমাদের কাছে দাদার মতো । দলে নতুন বা পুরনো বলে কোনও ভেদাভেদ করেন না । যখনই দেখা হয়, তখন একজন পরিবারের সদস্য হিসেবেই আমাদের সঙ্গে ব্যবহার করেন । গত বছর দেখা হয়েছিল । সেই স্মৃতি অমলিন । বিশ্বের অন্যতম বড় সুপারস্টার । কিন্তু তাঁর ব্যবহার সত্যিই শিক্ষনীয় ৷” আইপিএলের প্রথম ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ইটিভি ভারতের সামনে খোলামেলা আড্ডায় ভেঙ্কটেশ আইয়ার ।

গত মরশুমে নাইটদের পারফরম্যান্স ভালো হয়নি । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন মধ্যপ্রদেশের অল-রাউন্ডার । তবে দল সাফল্য পায়নি । ভেঙ্কটেশ আইয়ার বলছেন তাঁর বড় রান যদি দলের কাজে না-লাগে তবে সেই ইনিংস অর্থহীন । তাই তিনি চলতি আইপিএলে দলের সাফল্যে ভূমিকা নিতে চান । সেক্ষেত্রে কুড়ি রানের ইনিংস খেললেও তিনি খুশি হবেন । নতুন মরশুমে নিজের লক্ষ্য ইতিমধ্যেই স্থির করেছেন । গত তিন বছরের অভিজ্ঞতায় দেখেছেন, বড় লক্ষ্যের জন্য দৌড় শুরু করলে ফোকাস সরে যায় । তাই ধাপে ধাপে এগোতে চান ।

আসন্ন টি-20 বিশ্বকাপের দল আইপিএলের পারফরম্যান্স দেখে নির্বাচন করা হবে । যদিও কেবলমাত্র শনিবারের হায়দরাবাদ নিয়েই ভাবছেন কেকেআরের অন্যতম ভরসা । কারণ অতীতে একসঙ্গে অনেক কিছু ভাবতে গিয়ে কোনও লক্ষ্যই সফল হয়নি । যার খেসারত আজও দিতে হচ্ছে ।

এ বছর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর । দু’বার আইপিএল জেতানো অধিনায়কের উপস্থিতিতে সাজঘরের মনোভাব বদলে গিয়েছে বলে জানিয়েছেন আইয়ার । নিজেও গম্ভীরের মতোই বাঁ-হাতি ব্যাটার । ফলে ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে নিতে সুবিধা হচ্ছে । ইতিমধ্যে বেশ কিছু পরামর্শ পেয়েছেন। যা প্র্যাকটিসে কাজে লাগাচ্ছেন । মধ্যপ্রদেশের ব্যাটার বলছেন, আইপিএলের ব্যস্ত ক্রীড়াসূচিতে ভুল শুধরে ফিরে আসার সুযোগ কম । যা কিছু প্রস্তুতি অফ সিজনেই করে নিতে হয় । সেটা তিনি ঘরোয়া ক্রিকেটে তিন ফর্ম্যাটে খেলার সময়ই করেছেন । এ বছর ভরা ইডেনে নিজের সেরাটা মেলে ধরতে চান ।

ইতিমধ্যেই সমর্থকদের উন্মাদনার আঁচ বুঝতে পেরেছেন । এবারে সেই স্বপ্ন সত্য়ি করে আইপিএল ট্রফি জয়ই পাখির চোখ । গৌতম গম্ভীর জানিয়েছেন, একক কৃতিত্বে সেই সাফল্য সম্ভব নয় । দল হিসেবে খেললেই তা সম্ভব হবে । ভেঙ্কটেশ এবং দলের বাকি সকলে সেটাই করতে চাইছেন । সানরাইজার্স হায়দরাবাদ গতবছর ইডেনে এসে নাইটদের হারিয়েছিল । যদিও আইয়ার চাপহীন ৷ মনে করিয়ে দিলেন, হায়দরাবাদকে ফিরতি ম্যাচেই হারিয়েছিলেন । এবছর নতুনভাবে আগ্রাসী মনোভাব নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান । সমর্থকদের আশা, মালিকের প্রত্যাশা পূরণই পাখির চোখ, প্রত্যয়ী নাইটদের ব্যাটিং তারকা ।

আরও পড়ুন:

  1. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে - IPL 2024
  2. ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র
  3. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির

ইটিভি ভারতের মুখোমুখি নাইট-তারকা

কলকাতা, 21 মার্চ: “শাহরুখ খান আমাদের কাছে দাদার মতো । দলে নতুন বা পুরনো বলে কোনও ভেদাভেদ করেন না । যখনই দেখা হয়, তখন একজন পরিবারের সদস্য হিসেবেই আমাদের সঙ্গে ব্যবহার করেন । গত বছর দেখা হয়েছিল । সেই স্মৃতি অমলিন । বিশ্বের অন্যতম বড় সুপারস্টার । কিন্তু তাঁর ব্যবহার সত্যিই শিক্ষনীয় ৷” আইপিএলের প্রথম ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ইটিভি ভারতের সামনে খোলামেলা আড্ডায় ভেঙ্কটেশ আইয়ার ।

গত মরশুমে নাইটদের পারফরম্যান্স ভালো হয়নি । মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন মধ্যপ্রদেশের অল-রাউন্ডার । তবে দল সাফল্য পায়নি । ভেঙ্কটেশ আইয়ার বলছেন তাঁর বড় রান যদি দলের কাজে না-লাগে তবে সেই ইনিংস অর্থহীন । তাই তিনি চলতি আইপিএলে দলের সাফল্যে ভূমিকা নিতে চান । সেক্ষেত্রে কুড়ি রানের ইনিংস খেললেও তিনি খুশি হবেন । নতুন মরশুমে নিজের লক্ষ্য ইতিমধ্যেই স্থির করেছেন । গত তিন বছরের অভিজ্ঞতায় দেখেছেন, বড় লক্ষ্যের জন্য দৌড় শুরু করলে ফোকাস সরে যায় । তাই ধাপে ধাপে এগোতে চান ।

আসন্ন টি-20 বিশ্বকাপের দল আইপিএলের পারফরম্যান্স দেখে নির্বাচন করা হবে । যদিও কেবলমাত্র শনিবারের হায়দরাবাদ নিয়েই ভাবছেন কেকেআরের অন্যতম ভরসা । কারণ অতীতে একসঙ্গে অনেক কিছু ভাবতে গিয়ে কোনও লক্ষ্যই সফল হয়নি । যার খেসারত আজও দিতে হচ্ছে ।

এ বছর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর । দু’বার আইপিএল জেতানো অধিনায়কের উপস্থিতিতে সাজঘরের মনোভাব বদলে গিয়েছে বলে জানিয়েছেন আইয়ার । নিজেও গম্ভীরের মতোই বাঁ-হাতি ব্যাটার । ফলে ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে নিতে সুবিধা হচ্ছে । ইতিমধ্যে বেশ কিছু পরামর্শ পেয়েছেন। যা প্র্যাকটিসে কাজে লাগাচ্ছেন । মধ্যপ্রদেশের ব্যাটার বলছেন, আইপিএলের ব্যস্ত ক্রীড়াসূচিতে ভুল শুধরে ফিরে আসার সুযোগ কম । যা কিছু প্রস্তুতি অফ সিজনেই করে নিতে হয় । সেটা তিনি ঘরোয়া ক্রিকেটে তিন ফর্ম্যাটে খেলার সময়ই করেছেন । এ বছর ভরা ইডেনে নিজের সেরাটা মেলে ধরতে চান ।

ইতিমধ্যেই সমর্থকদের উন্মাদনার আঁচ বুঝতে পেরেছেন । এবারে সেই স্বপ্ন সত্য়ি করে আইপিএল ট্রফি জয়ই পাখির চোখ । গৌতম গম্ভীর জানিয়েছেন, একক কৃতিত্বে সেই সাফল্য সম্ভব নয় । দল হিসেবে খেললেই তা সম্ভব হবে । ভেঙ্কটেশ এবং দলের বাকি সকলে সেটাই করতে চাইছেন । সানরাইজার্স হায়দরাবাদ গতবছর ইডেনে এসে নাইটদের হারিয়েছিল । যদিও আইয়ার চাপহীন ৷ মনে করিয়ে দিলেন, হায়দরাবাদকে ফিরতি ম্যাচেই হারিয়েছিলেন । এবছর নতুনভাবে আগ্রাসী মনোভাব নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান । সমর্থকদের আশা, মালিকের প্রত্যাশা পূরণই পাখির চোখ, প্রত্যয়ী নাইটদের ব্যাটিং তারকা ।

আরও পড়ুন:

  1. ধোনি জমানার অবসান, রুতুরাজের নেতৃত্বে আইপিএল জয়ের অঙ্ক কষবে সিএসকে - IPL 2024
  2. ট্রফি জিতেই 'বিরাট' পরিবর্তন, আইপিএলের আগে নয়া নামে আত্মপ্রকাশ আরসিবি'র
  3. ধোনির পরিণত মস্তিষ্ক-কর্মক্ষমতাকে বেঞ্জামিন বাটনের সঙ্গে তুলনা মাইক হাসির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.