ETV Bharat / sports

জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে: সৌরভ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 12:57 PM IST

Etv Bharat
সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: জীবনে সফল হওয়ার মন্ত্র লুকিয়ে রয়েছে কঠোর পরিশ্রমে ৷ নিজের জীবনে উপলব্ধি করা কিছু কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যা শুনলে অনুপ্রাণিত হবেন আপনিও ৷

কলকাতা, 8 মার্চ: জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সাম্প্রতিক সময়ে বাঙালির সবচেয়ে বড় আইকন এভাবেই সাফল্যের বীজমন্ত্র সহজ ভাষায় শুনিয়ে দিলেন । আর তা শুনলেন আরেক সৌরভ । সৌরভ ঘোষাল । স্কোয়াশে তিনি অলিম্পিক এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন । তিনিও কলকাতারই বাসিন্দা । সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হল বৃহস্পতিবার ৷ দুই সৌরভের মুখোমুখি হওয়ার সাক্ষী রইলেন অভিনব বিন্দ্রা । অলিম্পিকে সোনা জয়ের স্বপ্নকে বাস্তবায়ন করা ভারতীয় দুই কৃতি বাঙালির মুখোমুখি হওয়ার পর্বটি উপভোগ করলেন তিনি ।

দাদা মানেই নতুন ডাইমেনশন । যার মূলমন্ত্র, নাথিং ইজ ইমপসিবল । ক্রিকেট জীবনে বারবার মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি । ইংরাজীতে 'নো' শব্দটির অর্থ সৌরভের কাছে 'না' নয়, তাঁর কাছে এটার মানে 'নিউ অপরচুনিটি' । ক্রিকেট পরবর্তী জীবনেও একইভাবে সাফল্যের সরণিতে হেঁটে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক । নতুন সুযোগ যা পাচ্ছেন তা কাজে লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন । তাই অবসর নিয়েও ক্রিকেট পরবর্তী জীবনে ব্যস্ততার শেষ নেই তাঁর । বুধবার বিকেলে আচমকাই নবান্নে হাজির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করেছিলেন । রাজ্যের বাণিজ্যিক দূতের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার বিষয় কী ছিল তা কেউ জানতে পারেনি অবশ্য । সৌরভও বলেননি ।

লক্ষ্মীবারে স্কোয়াশ তারকা সৌরভ ঘোষালের সঙ্গে একমঞ্চে হাজির হয়ে মহারাজ বললেন, "পরিশ্রমের কোনও বিকল্প হয় না । জীবনে সফল হতে হলে পরিশ্রম করতেই হবে । শুধু তাই নয়, জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে ৷" তিনি যখন ক্রিকেট জীবন শুরু করেছিলেন, সেই সময় ক্রিকেট ছিল ভিন্ন । শুধু খেললেই চলত । সময়ের সঙ্গে পরিস্থিতি ও চাহিদা বদলেছে । সৌরভের কথায়, "এখন শুধু খেলায় অংশ নেওয়ার জন্য কেউ খেলে না । বরং সবার মধ্যেই সফল হওয়ার তাগিদ থাকে । আমি বিশ্বাস করি, জীবনে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে । বাস্তবের কঠিন পথটা পার করে দেখাতেই হবে ।"

সাফল্যের খিদে ও চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ কত তীব্র হতে পারে, কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে তার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মহারাজ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি বলেছেন, "সচিন বল অনুমান করার বিশেষ দক্ষতা ছিল । টেবিল টেনিসটা দারুণ খেলত । আমি বিশ্বাস করি, ও যদি র‌্যাকেট স্পোর্টসের প্রতিনিধি হত, তাহলেও একইভাবে সফল হত ।" মহারাজের পাশে বসে স্কোয়াশের সৌরভ একই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পদ্ধতিগত প্রক্রিয়ায় এগিয়ে চলার মন্ত্রের প্রশংসা করেছেন ।

আরও পড়ুন :

  1. নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎ, আধঘণ্টা ছিলেন মহারাজ; কী কথা হল ?
  2. 'বাংলার ক্রিকেট যতদিন থাকবে মনোজের নাম থাকবে সবার উপরে', বললেন সৌরভ
  3. চলছে প্রস্তুতি, খুব তাড়াতাড়ি শুরু শুটিং; বায়োপিক নিয়ে সুখবর দিলেন মহারাজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.