ETV Bharat / sports

শেষ মুহূর্তের রিয়াল-নামা, জোসেলুর জাদুতে ইতিহাসের সামনে ‘লস ব্ল্যাঙ্কোস’ - Real Madrid

author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 7:39 AM IST

Updated : May 9, 2024, 8:49 AM IST

Real Madrid in Champions League 2023-24: 18তম ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল মাদ্রিদ জায়ান্টরা ৷ জোসেলুর শেষ মুহূর্তের জোড়া গোলে বায়ার্নকে হারাল কার্লোস আন্তেলোত্তির ছেলেরা ৷

Etv Bharat
শেষ মুহূর্তে জোসেলুর জাদু (এপি)

মাদ্রিদ, 9 মে: মিউনিখ বনাম মাদ্রিদ মহারণে শেষ মুহূর্তে বাজিমাত ঘরের ছেলেদের ৷ সান্তিয়াগো বের্নাব্যুতে 12 মিনিটেই বারের ‘ইনসাইড স্পটে’ লেগে ফিরেছিল ভিনিসিয়াস জুনিয়রের জোরালো শট ৷ হাইভোল্টেজ ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করছিলেন রদ্রিগো, বেলিংগহামরা ৷ অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ম্যানুয়েল নয়্যারও ৷ ফলে মুহূর্মুহূ আক্রমণেও অক্ষত ছিল রিয়াল দূর্গ ৷ উলটে ম্যাচের 68 মিনিটে আলফানসো দাভিসের দুরন্ত গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ ৷

যদিও 2013 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পূনরাবৃত্তি হল না কার্লোস আন্সেলোত্তির বুদ্ধিমত্তার জোরে ৷ নির্ধারিত সময়ের 9 মিনিট আগে ফেডেরিকো ভালভার্দেকে তুলে জোসেলুকে নামিয়েছিলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হটসিটে বসা কোচ ৷ হেডস্যরের আস্থার দাম রেখেছেন জোসে লুইস মাতো সানমার্তিন, ওরফে জোসেলু ৷ 88 মিনিটে জুনিয়রের শট প্রতিহত করেন নয়্যার ৷ ফিরতি বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ৷ তিন মিনিট পরেই রুডিগারের পাস থেকে ফের গোল করে যান রিয়ালের সুপার-সাব ৷

প্রথম লেগে 2-2 ড্র হওয়ার পর এদিন ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল ৷ পাস, গোলমুখী শট সবেতেই এগিয়ে আন্সেলোত্তির ছেলেরা ৷ ফলে যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে রিয়াল ৷ ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ আর্মাডা ৷ এর আগে 17 বার ইউরোপ সেরা হওয়ার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ ৷ 14 বার ট্রফি গিয়েছে সান্তিয়াগো বের্নাব্যুতে ৷ 2 জুন সেই সংখ্যাটাই বাড়িয়ে নেওয়ার উদ্দেশে মাঠে নামবেন ‘ম্যান ইন হোয়াইটস’রা ৷

আরও পড়ুন:

  1. রিয়ালকে জিতিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক আন্সেলোত্তি
  2. জিরোনার কাছে বার্সা হারতেই খেতাব রিয়ালের, 36 বার স্পেনের সেরা 'লস ব্ল্যাঙ্কোস'
  3. ভিনির হ্যাটট্রিকে পরাস্ত কাতালানরা, স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল
Last Updated : May 9, 2024, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.