ETV Bharat / sports

এক বল বাকি থাকতে পঞ্জাবকে হারিয়ে শীর্ষে অবস্থান পোক্ত করল রয়্য়ালস - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 10:20 AM IST

IPL 2024
পঞ্জাবকে হারাল রাজস্থান

IPL 2024: রবিবাসরীয় ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নাইটরা মাঠে নামার আগে পয়েন্ট টেবলে নিরাপদ দূরত্ব বাড়িয়ে নিল রাজস্থান রয়্যালস ৷ প্রীতি জিন্টার দলের ছুড়ে দেওয়া 148 রানের লক্ষ্যমাত্রা 7 উইকেটে তুলে চলতি টুর্নামেন্টে পঞ্চম জয় পেল স্যামসন অ্যান্ড কোম্পানি ৷

মোহালি, 14 এপ্রিল: লক্ষ্যমাত্রা সহজ থাকলেও জয় এল 19.5 ওভারে ৷ স্বল্প পুঁজি নিয়ে পঞ্জাব কিংসের লড়াই ব্যর্থ করে চলতি আইপিএলে পঞ্চম জয়ের স্বাদ পেয়ে গেল রাজস্থান রয়্য়ালস ৷ সেইসঙ্গে রবিবাসরীয় ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নাইটরা মাঠে নামার আগে পয়েন্ট টেবলে নিরাপদ দূরত্ব বাড়িয়ে নিল তারা ৷ প্রীতি জিন্টার দলের ছুড়ে দেওয়া 148 রানের লক্ষ্যমাত্রা 7 উইকেটে এদিন হাসিল করে নেয় টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়নরা ৷

অ্যাওয়ে ম্যাচে টস জিতে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান সঞ্জু স্যামসন ৷ প্রীতির দলকে এদিন নেতৃত্ব দেন স্যাম কারেন ৷ কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি ৷ টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই বড় রান তোলার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের ৷ জীতেশ শর্মার 24 বলে 29 এবং শেষদিকে আশুতোষ শর্মার 16 বলে 31 রান পঞ্জাবের রান দেড়শোর কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হয় ৷ রয়্যালসের হয়ে দু'টি করে উইকেট নেন আবেশ খান এবং কেশব মহারাজ ৷

পালটা ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে রয়্যালসের 56 রান উঠলেও কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোনদের বোলিং দাপটে ম্যাচে ফিরে আসে পঞ্জাব ৷ 115 রানে পাঁচ উইকেট হারিয়ে তখন টানা দ্বিতীয় হারের আশঙ্কা গ্রাস করে তখন সিমরন হেটমেয়ার প্রতিরোধ গড়েন ৷ লোয়ার মিডল-অর্ডার ব্যাটারদের নিয়ে কার্যসিদ্ধি করেন ক্যারিবিয়ান ব্যাটার ৷ 1টি চার, 3টি ছয় হাঁকিয়ে 10 বলে 27 রানে অপরাজিত থেকে যান তিনি ৷ এই জয়ের ফলে 6 বলে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান মজবুত করল পঞ্জাব ৷ 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আটে পঞ্জাব ৷

আরও পড়ুন:

  1. বল হাতে লখনউয়ে 'নবাব' কুলদীপ, রাহুলদের হারিয়ে জয়ে ফিরল দিল্লি
  2. মোহনবাগান আবেগ উসকে দিতে ইডেনে সবুজ-মেরুন জার্সিতে ‘রাহুল অ্যান্ড কোং’
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.