ETV Bharat / sports

ভূস্বর্গে 'ক্রিকেট ঈশ্বর', সচিনের ভিডিয়ো শেয়ার করে পর্যটনের পাঠ মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:46 PM IST

Etv Bharat
Etv Bharat

PM Narendra Modi praises Sachin Tendulkar: সামাজিক মাধ্যমে ভূস্বর্গ ভ্রমণের ভিডিয়ো পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর ৷ সেটিই শেয়ার করে ফের ‘মেক ইন ইন্ডিয়া’য় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে দেশীয় পর্যটনের বিকাশের কথাও ৷

শ্রীনগর, 28 ফেব্রুয়ারি: বাইশ গজ থেকে সরে দাঁড়ানোর দশকপূর্তি আসন্ন ৷ যদিও তাতেও শিরোনাম থেকে সরেননি সচিন তেন্ডুলকর ৷ বর্তমানে স্ত্রী-কন্যাকে নিয়ে জম্মু-কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার ৷ ক্রিকেট ঈশ্বরের সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে ভূস্বর্গের বিভিন্ন ছবি-ভিডিয়োয় ৷ বুধবারও কাশ্মীরের একটি ভিডিয়ো পোস্ট করেন লিটল মাস্টার ৷ তারপরেই সেই ভিডিয়ো শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

সামাজিক মাধ্যমে কাশ্মীর ভ্রমণের কোলাজ পোস্ট করে সচিন জানিয়েছেন, ভূস্বর্গ তাঁর স্মৃতিতে একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে । ক্যাপশনে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘‘চারিদিকে তুষারপাত ৷ কিন্তু মানুষের আতিথেয়তায় আমরা উষ্ণতা অনুভব করছি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের দেশে দেখার মতো অনেক কিছু রয়েছে । বিশেষ করে এই সফরের পরে, আমি তাঁর সঙ্গে একমত ।’’

একই সঙ্গে মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র প্রসঙ্গও উঠে এসেছে সচিনের মুখে ৷ তিনি লিখেছেন, ‘‘কাশ্মীর উইলো ব্যাটগুলি 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এর দুর্দান্ত উদাহরণ ৷ সেগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে রফতানি হচ্ছে ৷ আমি ভারত ও বিদেশীদের অনুরোধ করছি, তাঁরা জম্মু ও কাশ্মীরে এলে অনন্য অভিজ্ঞতা লাভ করবেন ।’’

সচিনের ওই পোস্টটিই শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘‘সচিন তেন্ডুলকরের জম্মু ও কাশ্মীর সফর আমাদের তরুণদের জন্য দু'টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ এক, ভারতের বিভিন্ন অংশ আবিষ্কার করা । দুই, 'মেক ইন ইন্ডিয়া'র গুরুত্ব অনুধাবন করা । আসুন একসঙ্গে, বিকশিত এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলি !’’

বেশ কয়েকদিন ধরেই ভূস্বর্গে ছুটি কাটাচ্ছেন 'মাস্টার ব্লাস্টার' ৷ এর আগে জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি সেনা ছাউনিতে যান সচিন ৷ সেনাদের সঙ্গে দেখা করা থেকে রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছিলেন প্রাক্তন ক্রিকেটার ৷ দেখা করেছিলেন প্যারা ক্রিকেটার আমির হুসেন লোনের সঙ্গেও ৷

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. উরির সেনা ছাউনিতে সচিন, জওয়ানদের সঙ্গে খোশমেজাজে ক্রিকেট খেললেন মাস্টার ব্লাস্টার
  3. কাশ্মীরের কেসরের দোকানে সপরিবার সচিন, চেখে দেখলেন 'কেহওয়া'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.