ETV Bharat / sports

শুক্রে প্রো-কবাডির মহারণ, প্রথমবার খেতাবজয়ের লক্ষ্যে নামছে হরিয়ানা-পুনে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 3:56 PM IST

PKL 10: আগামিকাল, শুক্রবার নিজামের শহরে প্রো-কবাডি সিজন 10-এর ফাইনাল ৷ তাতে মুখোমুখি হরিয়ানা স্টিলার্স ও পুনেরি পল্টন ৷ এই প্রথমবারের জন্য প্রো কবাডির আসরে ফাইনালে উঠেছে হরিয়ানা স্টিলার্স ৷ যদিও গতবার অর্থাৎ পিকেএল-9'এ ফাইনালে পুনেরি পল্টন পৌঁছেছিল তবে ট্রফি হাতছাড়া করে নেয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স ৷ তবে আগামিকাল প্রথমবার ফাইনালে ওঠা হরিয়ানা স্টিলার্স না পুনেরি পল্টন কে জিতবে তা ম্যাচ শেষে জানা যাবে ৷ ম্যাচ শুরু আগামিকাল 8টায় ৷

প্রথমবারের জন্য ফাইনালে হরিয়ানা খেলবে পুনের বিরুদ্ধে
PKL 10

হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি: নিজামের শহরে শুরু 'ভারত কা আসলি খেল'-এর মহারণ ৷ আগামিকাল শুক্রবার প্রো-কবাডির দশম সংস্করণের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে হরিয়ানা স্টিলার্স ও পুনেরি পল্টন ৷ এই প্রথমবারের জন্য প্রো কবাডির আসরে ফাইনালে উঠেছে হরিয়ানা স্টিলার্স ৷ গতবার ফাইনালে প্রথম উঠেছিল পুনেরি পল্টন ৷ দু'পক্ষের মধ্য়ে এখনও কোন দলই প্রো-কবাডির খেতাব জিততে পারেনি ৷ তাই আগামিকাল কী হতে চলেছে তা দেখতে অবশ্য়ই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ৷

এবছর 12টি দল অংশ নিয়েছে প্রো-কবাডির সিজন 10-এ ৷ তাতে, তেলুগু টাইটান্স, তামিল থালাইভাস, বেঙ্গালুরু বুলস, বেঙ্গল ওয়ারিয়র্স, দাবাং দিল্লি, ইউ মুম্বা, জয়পুর পিঙ্ক প্যানথার্স, পটনা পাইরেটস, ইউপি যোদ্ধা, গুজরাত ফরচুন জায়ান্টস, হরিয়ানা স্টিলার্স ও পুনেরি পল্টন ৷ সবক'টি জায়গায় ঘুরে ম্য়াচ খেলার পর হায়দরাবাদে ইতিমধ্যেই হয়ে গিয়েছে জোড়া এলিমিনেটর এবং জোড়া সেমিফাইনাল ৷ আগামিকাল ফাইনালও অনুষ্ঠিত হবে হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে ৷

যেখানে পুনেরি পল্টন এবং হরিয়ানা স্টিলার্স সেমিফাইনাল জিতে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। আগামিকাল মহারণের মাধ্যমে নির্ধারিত হবে প্রতিযোগি দশম সংস্করণের তাজ উঠবে কার মাথায়? আগামিকাল ম্যাচ শুরু 8টা থেকে ৷

এর আগে বুধবার হায়দরাবাদে প্রথম সেমিফাইনালে জয় পায় পুনেরি পল্টন ৷ একপেশে সেমিতে পাটনা পাইরেটসকে 37-21 ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পুনেরি ৷ রুদ্ধশ্বাস দ্বিতীয় সেমিফাইনাল জিতে দ্বিতীয় দল হিসেবে প্রথমবারের জন্য ফাইনাল নিশ্চিত করে হরিয়ানা স্টিলার্স ৷ 31-27 ব্যবধানে জয়লাভ করে জয়দীপ দাহিয়া অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন:

  1. 'প্রো-কবাডিতে খেলার মতো প্লেয়ার বাংলায় নেই', বিস্ফোরক বেঙ্গল ওয়ারিয়ার্স কোচ
  2. নন্দকে নিয়ে ধোঁয়াশা, পিছিয়ে থেকেও কলিঙ্গ থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া লাল-হলুদ
  3. 15 লক্ষ টাকা পুরস্কার পেলেন ক্লেইটনরা, 12 বছর পর ট্রফি পেয়ে উৎসব লাল-হলুদ তাঁবুতে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.