ETV Bharat / sports

জলে গেল স্টাবসের লড়াই, দিল্লিকে হারিয়ে জয়ের খাতা খুলল মুম্বই - IPL 2024

IPL 2024: স্টাবসের ঝোড়ো 75 রানের ইনিংস গেল জলে ৷ দিল্লিকে হারিয়ে চলতি আইপিএলে জয়ের খাতা খুলল মুম্বই ইন্ডিয়ান্স ৷ পল্টনদের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড ৷

IPL 2024
উইকেট উচ্ছ্বাস বুমরার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 10:33 PM IST

মুম্বই, 7 এপ্রিল: নেতৃত্বের হাতবদলের পর রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া অনুরাগীদের দু'ভাগে ভাগ হয়ে যাওয়া ৷ চলতি আইপিএলের শুরুটা তাই প্রত্যাশামতো করতে পারেনি পল্টনরা ৷ তবে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে বদলাল ছবিটা ৷ ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসকে মুম্বই ইন্ডিয়ান্স হারাল 29 রানে ৷ পল্টনদের ছুড়ে দেওয়া 235 রানের জবাবে 205 রানে আটকে গেল দিল্লি ৷

ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষাণ ৷ ওপেনিং জুটিতেই বড় রানের ভিত তৈরি হয়ে যায় তাদের ৷ 23 বলে 42 রান করে দলীয় 82 রানের মাথায় ফেরেন কিষাণ ৷ 27 বলে 49 রান আসে প্রাক্তন অধিনায়ক রোহিতের ব্যাটে ৷ সূর্যকুমার যাদব শূন্যতে ফিরলেও পরবর্তী ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 234 রান তোলে মুম্বই ৷ যার মধ্যে উল্লেখযোগ্য টিম ডেভিডের 21 বলে 45 রান এবং রোমারিও শেফার্ডের 10 বলে 39 রানের বিধ্বংসী ক্যামিয়ো ৷ অধিনায়ক হার্দিকের ব্যাটেও আসে গুরুত্বপূর্ণ 39 রান ৷

রান তাড়া করতে নেমে দিল্লি ব্যাটারদের ব্যাট যে নিশ্চুপ ছিল, বিষয়টা তেমনও নয় ৷ রানের পাহাড়ে চাপা পড়ে প্রত্যাঘাতের পথে হাঁটে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ৷ ডেভিড ওয়ার্নার 10 রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে দিল্লিকে লড়াইয়ে রাখেন পৃথ্বী শ ৷ 40 বলে 66 রান আসে পৃথ্বীর ব্যাটে ৷ 31 বলে 41 রান করেন অভিষেক ৷ এরপর ওয়াংখেড়েতে শুরু স্টাবস ম্যাজিক ৷ 3টি চার, 7টি ছয়ে 31 বলে অপরাজিত 75 রানে দিল্লি 200 রানের গণ্ডি পেরোলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে পারেনি পন্তের দল ৷

প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজে এবং জসপ্রীত বুমরার নিয়ন্ত্রিত বোলিং প্রথম জয় এনে দেয় পল্টনদের ৷ 34 রানে 4 উইকেট নেন কোয়েৎজে ৷ 22 রানে জোড়া উইকেট বুমরার ঝুলিতে ৷

আরও পড়ুন:

  1. পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা
  2. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান

মুম্বই, 7 এপ্রিল: নেতৃত্বের হাতবদলের পর রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া অনুরাগীদের দু'ভাগে ভাগ হয়ে যাওয়া ৷ চলতি আইপিএলের শুরুটা তাই প্রত্যাশামতো করতে পারেনি পল্টনরা ৷ তবে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে বদলাল ছবিটা ৷ ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালসকে মুম্বই ইন্ডিয়ান্স হারাল 29 রানে ৷ পল্টনদের ছুড়ে দেওয়া 235 রানের জবাবে 205 রানে আটকে গেল দিল্লি ৷

ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষাণ ৷ ওপেনিং জুটিতেই বড় রানের ভিত তৈরি হয়ে যায় তাদের ৷ 23 বলে 42 রান করে দলীয় 82 রানের মাথায় ফেরেন কিষাণ ৷ 27 বলে 49 রান আসে প্রাক্তন অধিনায়ক রোহিতের ব্যাটে ৷ সূর্যকুমার যাদব শূন্যতে ফিরলেও পরবর্তী ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 234 রান তোলে মুম্বই ৷ যার মধ্যে উল্লেখযোগ্য টিম ডেভিডের 21 বলে 45 রান এবং রোমারিও শেফার্ডের 10 বলে 39 রানের বিধ্বংসী ক্যামিয়ো ৷ অধিনায়ক হার্দিকের ব্যাটেও আসে গুরুত্বপূর্ণ 39 রান ৷

রান তাড়া করতে নেমে দিল্লি ব্যাটারদের ব্যাট যে নিশ্চুপ ছিল, বিষয়টা তেমনও নয় ৷ রানের পাহাড়ে চাপা পড়ে প্রত্যাঘাতের পথে হাঁটে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ৷ ডেভিড ওয়ার্নার 10 রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে দিল্লিকে লড়াইয়ে রাখেন পৃথ্বী শ ৷ 40 বলে 66 রান আসে পৃথ্বীর ব্যাটে ৷ 31 বলে 41 রান করেন অভিষেক ৷ এরপর ওয়াংখেড়েতে শুরু স্টাবস ম্যাজিক ৷ 3টি চার, 7টি ছয়ে 31 বলে অপরাজিত 75 রানে দিল্লি 200 রানের গণ্ডি পেরোলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছতে পারেনি পন্তের দল ৷

প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজে এবং জসপ্রীত বুমরার নিয়ন্ত্রিত বোলিং প্রথম জয় এনে দেয় পল্টনদের ৷ 34 রানে 4 উইকেট নেন কোয়েৎজে ৷ 22 রানে জোড়া উইকেট বুমরার ঝুলিতে ৷

আরও পড়ুন:

  1. পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা
  2. বাটলারের শতরানে জলে গেল 'বিরাট' সেঞ্চুরি, 6 উইকেটে বেঙ্গালুরুকে হারাল রাজস্থান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.