ETV Bharat / sports

চিপকে ফিরল একযুগ আগের রাত, 10 বছর পর ফের আইপিএল সেরা কেকেআর - KKR Wins IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 10:25 PM IST

Updated : May 27, 2024, 1:29 PM IST

KKR Bags IPL 2024 Trophy: সালটা 2012 ৷ দিনটা 27 মে ৷ প্রথম আইপিএল ট্রফি জয় নাইট অনুরাগীদের স্মৃতিতে সতত তাজা ৷ এতযুগ বাদে সেই রাতই ফিরল মেরিনা বিচের তীরে ৷ তৃতীয় আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স ৷

Etv Bharat
আইপিএল সেরা নাইট রাইডার্স (আইপিএল এক্স হ্যান্ডেল)

চেন্নাই, 26 মে: মেরিনার তীরে বাজিমাত কেকেআরের ৷ আইপিএল 2024 ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স ৷ 2012, 2014-এর পর ফের কুড়ি-বিশের ট্রফি এল তিলোত্তমায় ৷ প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অরেঞ্জ আর্মির দেওয়া 113 রানের আপাত সহজ লক্ষ্যপূরণ করতে নাইটরা নিল মাত্র 63 বল ৷

কোয়ালিফায়ার ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফাইনালটা শুরু করলেন কেকেআর বোলাররা ৷ পেসার-স্পিনারদের মিলিত অবদানে ফের ব্যর্থ হায়দরাবাদের ব্যাটাররা ৷ চিপকে বাকি কাজটা করে ফেললেন ব্যাটাররা ৷ 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল পার্পল আর্মি ৷ রান তাড়া করতে নেমে এদিন শুরুটা করে দিয়েছিলেন রহমান্নুলাহ গুরবাজ ৷ সুনীল নারিন ব্যক্তিগত 6 রানে ফিরলেও আফগান স্টাম্পার-ব্যাটারের 32 বলে 39 রানের দৌলতেই চাপ বাড়েনি কলকাতার ৷ বাকি কাজটা করলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ ভেঙ্কির অর্ধ-শতরানে সেরা কেকেআর ৷ 26 বলে 52 রানে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার ৷

আরও পড়ুন

মায়াবী চিপকে তাই এক যুগ আগের সেই রাত ফেরাতে বদ্ধপরিকর ছিল নাইটরা ৷ সেটাই করল ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷ বিধ্বংসী হায়দরাবাদকে ‘বধ’ করে ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পড়ল শাহরুখের ছেলেরা ৷ চলতি টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিল পার্পল ব্রিগেড ৷ প্রথমবার লিগ টপার হয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল ‘শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং’ ৷ প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকেও হেলায় হারিয়েছিল তারা ৷ সেই ছবিই বজায় রইল চিপকের মহারণে ৷

কলকাতাকে আইপিএল জয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে । আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিকে অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি !’’

আরও পড়ুন

Last Updated : May 27, 2024, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.