ETV Bharat / sports

চিপকে ফিরল একযুগ আগের রাত, 10 বছর পর ফের আইপিএল সেরা কেকেআর - KKR Wins IPL 2024

KKR Bags IPL 2024 Trophy: সালটা 2012 ৷ দিনটা 27 মে ৷ প্রথম আইপিএল ট্রফি জয় নাইট অনুরাগীদের স্মৃতিতে সতত তাজা ৷ এতযুগ বাদে সেই রাতই ফিরল মেরিনা বিচের তীরে ৷ তৃতীয় আইপিএল ট্রফি জিতল কলকাতা নাইট রাইডার্স ৷

Etv Bharat
আইপিএল সেরা নাইট রাইডার্স (আইপিএল এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 10:25 PM IST

Updated : May 27, 2024, 1:29 PM IST

চেন্নাই, 26 মে: মেরিনার তীরে বাজিমাত কেকেআরের ৷ আইপিএল 2024 ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স ৷ 2012, 2014-এর পর ফের কুড়ি-বিশের ট্রফি এল তিলোত্তমায় ৷ প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অরেঞ্জ আর্মির দেওয়া 113 রানের আপাত সহজ লক্ষ্যপূরণ করতে নাইটরা নিল মাত্র 63 বল ৷

কোয়ালিফায়ার ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফাইনালটা শুরু করলেন কেকেআর বোলাররা ৷ পেসার-স্পিনারদের মিলিত অবদানে ফের ব্যর্থ হায়দরাবাদের ব্যাটাররা ৷ চিপকে বাকি কাজটা করে ফেললেন ব্যাটাররা ৷ 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল পার্পল আর্মি ৷ রান তাড়া করতে নেমে এদিন শুরুটা করে দিয়েছিলেন রহমান্নুলাহ গুরবাজ ৷ সুনীল নারিন ব্যক্তিগত 6 রানে ফিরলেও আফগান স্টাম্পার-ব্যাটারের 32 বলে 39 রানের দৌলতেই চাপ বাড়েনি কলকাতার ৷ বাকি কাজটা করলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ ভেঙ্কির অর্ধ-শতরানে সেরা কেকেআর ৷ 26 বলে 52 রানে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার ৷

আরও পড়ুন

মায়াবী চিপকে তাই এক যুগ আগের সেই রাত ফেরাতে বদ্ধপরিকর ছিল নাইটরা ৷ সেটাই করল ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷ বিধ্বংসী হায়দরাবাদকে ‘বধ’ করে ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পড়ল শাহরুখের ছেলেরা ৷ চলতি টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিল পার্পল ব্রিগেড ৷ প্রথমবার লিগ টপার হয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল ‘শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং’ ৷ প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকেও হেলায় হারিয়েছিল তারা ৷ সেই ছবিই বজায় রইল চিপকের মহারণে ৷

কলকাতাকে আইপিএল জয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে । আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিকে অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি !’’

আরও পড়ুন

চেন্নাই, 26 মে: মেরিনার তীরে বাজিমাত কেকেআরের ৷ আইপিএল 2024 ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স ৷ 2012, 2014-এর পর ফের কুড়ি-বিশের ট্রফি এল তিলোত্তমায় ৷ প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অরেঞ্জ আর্মির দেওয়া 113 রানের আপাত সহজ লক্ষ্যপূরণ করতে নাইটরা নিল মাত্র 63 বল ৷

কোয়ালিফায়ার ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফাইনালটা শুরু করলেন কেকেআর বোলাররা ৷ পেসার-স্পিনারদের মিলিত অবদানে ফের ব্যর্থ হায়দরাবাদের ব্যাটাররা ৷ চিপকে বাকি কাজটা করে ফেললেন ব্যাটাররা ৷ 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল পার্পল আর্মি ৷ রান তাড়া করতে নেমে এদিন শুরুটা করে দিয়েছিলেন রহমান্নুলাহ গুরবাজ ৷ সুনীল নারিন ব্যক্তিগত 6 রানে ফিরলেও আফগান স্টাম্পার-ব্যাটারের 32 বলে 39 রানের দৌলতেই চাপ বাড়েনি কলকাতার ৷ বাকি কাজটা করলেন ভেঙ্কটেশ আইয়ার ৷ ভেঙ্কির অর্ধ-শতরানে সেরা কেকেআর ৷ 26 বলে 52 রানে অপরাজিত রইলেন মধ্যপ্রদেশের ব্যাটার ৷

আরও পড়ুন

মায়াবী চিপকে তাই এক যুগ আগের সেই রাত ফেরাতে বদ্ধপরিকর ছিল নাইটরা ৷ সেটাই করল ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷ বিধ্বংসী হায়দরাবাদকে ‘বধ’ করে ফ্র্যাঞ্চাইজি লিগের তাজ মাথায় পড়ল শাহরুখের ছেলেরা ৷ চলতি টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিল পার্পল ব্রিগেড ৷ প্রথমবার লিগ টপার হয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল ‘শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং’ ৷ প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকেও হেলায় হারিয়েছিল তারা ৷ সেই ছবিই বজায় রইল চিপকের মহারণে ৷

কলকাতাকে আইপিএল জয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে । আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিকে অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি !’’

আরও পড়ুন

Last Updated : May 27, 2024, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.