ETV Bharat / sports

বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:01 PM IST

Iamge Courtesy: BCCI X
Iamge Courtesy: BCCI X

Journey of Dhruv Jurel: গতকাল ভারতের টেস্ট জার্সিতে অভিষেক ঘটেছে দুই তরুণের ৷ একজন সরফরাজ খান, যাঁর দীর্ঘ প্রতীক্ষা ও লড়াইয়ের ফল তিনি মাঠে পেয়েছেন দূরন্ত ইনিংসে ৷ এবার পালা দ্বিতীয় জনের, তিনি ধ্রুব জুরেল ৷ আগ্রা থেকে নয়ডায় ফুল চন্দের অ্যাকাডেমি হয়ে ভারতের টেস্ট জার্সি পরিধানের সেই কাহিনী শোনালেন, ধ্রুব জুরেলের ছোটবেলার কোচ স্বয়ং ৷

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: সালটা 2014 ৷ নয়ডা সেক্টর 71 এ অবস্থিত ফুল চন্দ ক্রিকেট অ্যাকাডেমির অফিসের বাইরে সদ্য কৈশোরে পা রাখা এক ছেলে পিঠে কিট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ৷ তাকে দেখে নিজের অফিসের ভিতর থেকে বেরিয়ে আসেন স্বয়ং ফুল চন্দ ৷ ভারতীয় ক্রিকেটে বর্তমানে তিনি নামজাদা এক কোচ ৷ আর 2014 সালে তাঁর অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি আর কেউ নন, ভারতের 312 নম্বর টেস্ট ক্রিকেটার ধ্রুব জুরেল ৷

ফুল চন্দের একমাত্র ছাত্র যিনি ভারতের টেস্ট জার্সি গায়ে তোলার সৌভাগ্যলাভ করেছেন ৷ আর এতে অবাক নন ফুল চন্দ ৷ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সেই 13 বছরের কিশোরের কাহিনী শোনালেন গর্বিত কোচ ৷ তিনি বলেন, "সেদিন আমি অফিস থেকে বেরিয়ে ওকে কিছু জিজ্ঞেস করার আগেই উলটোদিক থেকে ছেলেটা বলতে শুরু করেছিল ৷ 'স্যর আমার নামে ধ্রুব জুরেল ৷ আর আমাকে দয়া করে আপনার অ্যাকাডেমিতে ভরতি নিন ৷' ও অনুরোধ করছিল ৷ তবে, আমি ওর চোখে সেই মুহূর্তে একটা আত্মবিশ্বাস দেখেছিলাম ৷"

সেই আত্মবিশ্বাসী ছেলেটা ভারতের হয়ে আজ টেস্ট খেলছেন ৷ তাই আবেগপ্রবণ দেখাল কোচ ফুল চন্দকে ৷ ফিরে গেলেন অতীতের সেই সব স্মৃতিতে ৷ তিনি বলেন, "এক ছাত্র উন্নত করছেন, একজন শিক্ষকের কাছে এর থেকে বড় দিন আর কী হতে পারে ! ও আমার প্রথম ছাত্র যে টেস্ট ক্রিকেট খেলছে ৷ আর শিবম মাভির পর দ্বিতীয় ছাত্র যে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করছে ৷"

এর পরেই ফের পুরনো দিনের স্মৃতিতে ডুব দেন ফুল চন্দ ৷ জানান, সেদিন তাঁর অফিসের বাইরে বছর তেরোর কিশোরের সঙ্গে কোনও অভিভাবককে তিনি দেখেননি ৷ বলেন, "আমি দেখলাম ওর সঙ্গে কোনও অভিভাবক ছিলেন না ৷ আমি ভেবেছিলাম হয়তো নয়ডার কোনও স্থানীয় ছেলে ৷ কিন্তু, তার পরেই ও বলল, 'স্যর, আমি সেই আগরা থেকে এসেছি ৷ আর এখানে যে বন্ধু থাকতে দেবে বলেছিল, সে ফোন ধরছে না ৷' আমি বাচ্চাটার কাছে জানতে চেয়েছিলাম, ও ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিল কিনা ? আর ওর বাবার নম্বর চেয়েছিলাম ৷"

সেদিন ফুলচন্দ ধ্রুব জুরেলের বাবা তথা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জওয়ান হাবিলদর নীম চন্দ জুরেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ৷ নীম চন্দ জানিয়েছিলেন, "তাঁর ঠাকুরদার শ্রাদ্ধের কাজের জন্য তিনি ছেলের সঙ্গে যেতে পারেননি ৷ তাই ধ্রুব একাই এসেছে ৷ ধ্রুব ওর বাবাকে বলেছিল, ও একা সব সামলে নিতে পারবে ৷ শুধু আগরা থেকে দিল্লির ট্রেনে তুলে দিতে বলেছিল বাবাকে ৷" ফুল চন্দ এরপর ধ্রুব জুরেলকে ট্রেনি হস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন ৷

তিনি জানিয়েছেন, যদি কারও মধ্যে সম্ভাবনা ও প্রতিভা থাকে, তা সে রিক্সাচালকের ছেলে হোক বা কোনও মন্ত্রী, তাঁর অ্যাকাডেমিতে সেই প্রতিভা সমান সুযোগ পাবে নিজেকে মেলে ধরার ৷ আর ধ্রুব জুরেলের দৃঢ় মানসিকতা ও প্রতিভা দুই ছিল ৷ তাই আজ তিনি ভারতের টেস্ট জার্সিতে খেলছেন বলে জানান ধ্রুবের ছোটবেলার কোচ ৷ ছাত্রের টেস্ট অভিষেকের খবর আগেই পেয়েছিলেন ৷ তাই ম্যাচের দিন সকালে মেসেজ করেছিলেন ছাত্রকে ৷ লিখেছিলেন, "এই দিনটাকে মনে রাখার মতো করে দাও ৷" জবাবে ছাত্র ধ্রব জানিয়েছেন, তিনি নিজের সেরাটা দেবেন মাঠে ৷ আর গুরুকে দেওয়া কথা মাঠে অক্ষরে অক্ষরে পালনও করছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের
  2. রাজকোটে দ্বিতীয় দিনে অশ্বিন-জুরেল শো, 5 রানের পেনাল্টি ভারতের
  3. রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, জোড়া টেস্ট অভিষেক টিম ইন্ডিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.