ETV Bharat / sports

নিজামের শহরে 'আইপিএল' এফেক্ট, জঘন্য ব্যাটিংয়ে লজ্জার হার ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 5:32 PM IST

Updated : Jan 28, 2024, 5:55 PM IST

India lost to England: ইংল্যান্ডের বোলিং অ্যাটাকের সামনে অসহায় ভারতীয় ব্যাটিং লাইন-আপ ৷ সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত ছাড়া ব্যক্তিগত 30 রানের গণ্ডিও টপকাতে পারলেন না কোনও ব্যাটার ৷ 7 উইকেটে দলের জয়ের পথটা আরও মসৃণ করে দিলেন টম হার্টলে ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 28 জানুয়ারি: ইংরেজদের 'বধ' করতে দ্বিতীয় ইনিংসে দরকার ছিল 231 রান ৷ আপাত নিরীহ লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোহিত শর্মাদের ব্যাটিং লাইন-আপ ৷ টম হার্টলে, জো রুটদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসলেন গিল-জাদেজারা ৷ 5 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বারত হারল 28 রানে ৷ অভিষেক টেস্টেই 9 উইকেট তুলে নিলেন হার্টলে, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তরুণ স্পিনারের ঝুলিতে এল 7টি উইকেট ৷

চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল ৷ রাজীব গান্ধি স্টেডিয়ামে ভালো শুরু করেছিলেন রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷ জুটির 42 রানের মাথায় নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের সঙ্গে এখনও আইপিএলের পার্থক্য বুঝতে পারেননি দলের তরুণ ব্যাটার ৷ টম হার্টলের সহজ ডেলিভারি স্টেপ-আউট করে খেলতে গিয়ে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে বসেন ভারতীয় ওপেনার ৷ একই কথা প্রযোজ্য শুভমন গিলের ক্ষেত্রেও ৷ পাঁচদিনের ক্রিকেটে এখনও 'মিসফিট' ভারতীয় ক্রিকেটের নয়া পোস্টার বয় ৷ লাল বল রিড করা শিখতে গিলের দিল্লি এখনও বহুদূূর ৷

সুইপ, রিভার্স সুইপ, স্কুপ, স্টেপ আউট ৷ 'রোহিত অ্যান্ড কোং'য়ের ব্যাটিং দেখে একবারও বোঝা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত দু'বারের রানার-আপরা চ্যাম্পিয়নের লক্ষ্যে মাঠে নেমেছে ৷ কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল; মিডল অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ ৷ ত্রয়ীর মিলিত সংগ্রহ 42 রান ৷ রবীন্দ্র জাদেজা যেই বলে রান নিতে গিয়ে আউট হলেন, তা ঘরোয়া ক্রিকেটেও অপরাধের সামিল ৷ মাঝে শ্রীকর ভরত ও রবিচন্দ্রন অশ্বিনের 57 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভরতকে হার্টলে তুলে নেওয়ার পর দ্রাবিড়ের ছেলেদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছিল হারের ছবিটা ৷ স্টেপ-আউট করতে গিয়ে উইকেট দিয়ে আসেন অশ্বিনও ৷ মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা শেষ উইকেটে টার্গেটে পৌঁছনোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷

আরও পড়ুন:

  1. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের

হায়দরাবাদ, 28 জানুয়ারি: ইংরেজদের 'বধ' করতে দ্বিতীয় ইনিংসে দরকার ছিল 231 রান ৷ আপাত নিরীহ লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল রোহিত শর্মাদের ব্যাটিং লাইন-আপ ৷ টম হার্টলে, জো রুটদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসলেন গিল-জাদেজারা ৷ 5 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বারত হারল 28 রানে ৷ অভিষেক টেস্টেই 9 উইকেট তুলে নিলেন হার্টলে, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তরুণ স্পিনারের ঝুলিতে এল 7টি উইকেট ৷

চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল ৷ রাজীব গান্ধি স্টেডিয়ামে ভালো শুরু করেছিলেন রোহিত শর্মা ও জসশ্বী জয়সওয়াল ৷ জুটির 42 রানের মাথায় নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী ৷ ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের সঙ্গে এখনও আইপিএলের পার্থক্য বুঝতে পারেননি দলের তরুণ ব্যাটার ৷ টম হার্টলের সহজ ডেলিভারি স্টেপ-আউট করে খেলতে গিয়ে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে বসেন ভারতীয় ওপেনার ৷ একই কথা প্রযোজ্য শুভমন গিলের ক্ষেত্রেও ৷ পাঁচদিনের ক্রিকেটে এখনও 'মিসফিট' ভারতীয় ক্রিকেটের নয়া পোস্টার বয় ৷ লাল বল রিড করা শিখতে গিলের দিল্লি এখনও বহুদূূর ৷

সুইপ, রিভার্স সুইপ, স্কুপ, স্টেপ আউট ৷ 'রোহিত অ্যান্ড কোং'য়ের ব্যাটিং দেখে একবারও বোঝা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত দু'বারের রানার-আপরা চ্যাম্পিয়নের লক্ষ্যে মাঠে নেমেছে ৷ কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল; মিডল অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থ ৷ ত্রয়ীর মিলিত সংগ্রহ 42 রান ৷ রবীন্দ্র জাদেজা যেই বলে রান নিতে গিয়ে আউট হলেন, তা ঘরোয়া ক্রিকেটেও অপরাধের সামিল ৷ মাঝে শ্রীকর ভরত ও রবিচন্দ্রন অশ্বিনের 57 রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভরতকে হার্টলে তুলে নেওয়ার পর দ্রাবিড়ের ছেলেদের সামনে ক্রমশ স্পষ্ট হচ্ছিল হারের ছবিটা ৷ স্টেপ-আউট করতে গিয়ে উইকেট দিয়ে আসেন অশ্বিনও ৷ মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা শেষ উইকেটে টার্গেটে পৌঁছনোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷

আরও পড়ুন:

  1. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের
Last Updated : Jan 28, 2024, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.