ETV Bharat / sports

চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা বিরাটের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 2:07 PM IST

Virat Kohli: বর্ষসেরা প্লেয়ারের তালিকায় চারবার সংযোজন হল বিরাট কোহলির নাম ৷ 2012, 2017 ও 2018 সালেও এই সম্মান পেয়েছিলেন তিনি ৷ আর এবার নিয়ে হল চারবার ৷

Etv Bharat
বিরাট কোহলি

দুবাই, 26 জানুয়ারি: ফের আইসিসির বর্ষসেরা তকমা পেলেন বিরাট কোহলি ৷ এই নিয়ে চারবার তাঁর ঝুলিতে এল আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে প্লেয়ারের শিরোপা ৷ সেরাদের লড়াইয়ে কোহলি হারিয়েছেন তাঁর সতীর্থ শুভমান গিল ও মহম্মদ শামিকে ৷ এই লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও ৷ কিন্তু সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন বিরাট ৷

2012, 2017 ও 2018 সালেও এই সম্মান পেয়েছিলেন কোহলি ৷ এবারও বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন তিনি ৷ প্রথম ক্রিকেটার হিসেবে তিনিই এই সম্মান পেলেন ৷ টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে ৷ তিনি এর আগে তিনবার এই সম্মান পেয়েছিলেন ৷ এবার চারবার এই সম্মান ছিনিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ৷

ভারতীয় ব্যাটিং মাস্টার 72.47 গড়ে 1377 রান করে বছরটি শেষ করেছিলেন ৷ 24 ইনিংসে ছয়টি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরি রান স্কোরিং মেশিন হিসেবে কোহলির মর্যাদাকে দৃঢ় করেছে ৷

আরও পড়ুন :

  1. শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'
  2. টি-20'তে দ্রুততম 12 হাজারি ক্লাবের সদস্য হওয়া থেকে মাত্র 6 রান দূরে বিরাট
  3. ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম 2 টেস্টে নেই বিরাট, ব্যক্তিগত কারণ বলে জানাল বোর্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.