ETV Bharat / sports

ICC World Cup 2023: শতরানের হাফসেঞ্চুরিতে 'ক্রিকেট ঈশ্বর'কে পিছনে ফেললেন 'চেজমাস্টার'

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 5:08 PM IST

Updated : Nov 15, 2023, 11:01 PM IST

সচিন তেন্ডুলকরকে টপকে ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরান এল বিরাট কোহলির ব্যাটে ৷ পাশাপাশি সচিনের বিশ বছরের একটি পুরনো নজিরও ভেঙে দিলেন বিরাট ৷ বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক রানের মালিক হলেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' ৷

ICC World Cup 2023
সচিনের দুদশকের রেকর্ড ভেঙে বিশ্বসেরা বিরাট

মুম্বই, 15 নভেম্বর: রোহিত শর্মার পর বিশ্বকাপ সেমিফাইনালে নজিরে নাম লেখালেন বিরাট কোহলিও ৷ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন সচিন তেন্ডুলকরকে ৷ আর ক্রিকেট ইশ্বরকে ছাপিয়ে যেতে 'রানমেশিন' বেছে নিলেন শেষ চারের মঞ্চকেই ৷ ওডিআই ক্রিকেটে 'মাস্টার-ব্লাস্টারে'র 49টি সেঞ্চুরির নজির টপকে সেঞ্চুরির অর্ধশতরান এল 'বিরাট' ব্যাটে ৷ একইসঙ্গে আইসিসি ইভেন্টের সেমিফাইনালে রানের খরার তিক্ত পরিসংখ্যান বদলালেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' ৷

আপনার শতরানের নজির কে ভাঙতে পারে? একদা এই প্রশ্নের উত্তরে সচিন তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে নিয়েছিলেন বিরাটের নাম ৷ বুধবার ওয়াংখেড়েতে 'ক্রিকেট ইশ্বরে'র সেই বিশ্বাসের মর্যাদা দিলেন দিল্লি ব্যাটার ৷ সচিনের পাড়ায় তাঁরই নজির ভেঙে শ্রদ্ধায় হলেন নতজানুও ৷ 42তম ওভারের চতুর্থ বলে লকি ফার্গুসনের ডেলিভারি মিড-উইকেটে ঠেলে দিয়ে দু'রান নেওয়ার সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে এদিন পঞ্চম শতরান পূর্ণ করেন বিরাট ৷

শতরানের নজিরে ছাপিয়ে যাওয়ার আগে সচিনে পাড়ায় এদিন সচিনের আরও একটি নজির ভাঙেন কোহলি ৷ একটি বিশ্বকাপে সর্বাধিক রানের নিরিখে 'মাস্টার-ব্লাস্টারে'র 20 বছরের পুরনো রেকর্ড এদিন ম্লান হল তাঁর ব্যাটে ৷ 2003 বিশ্বকাপে তীরে গিয়ে ভারতের তরী ডুবলেও 673 রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন 'মাস্টার ব্লাস্টার' ৷ দু'দশকের পুরনো সেই নজির ভেঙে বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক রানের মালিক হলেন বিরাট ৷ এদিন 117 রানে বিরাট যখন আউট হলেন তখন তাঁর নামের পাশে চলতি বিশ্বকাপে লেখা 711 রান ৷

বিরাটের ব্যাটে এদিন কোন কেন নজির এল, দেখে নেওয়া যাক একনজরে:

  • একমাত্র ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে 50টি শতরান এল বিরাট কোহলির ব্যাটে
  • বিশ্বকাপের মঞ্চে এদিন পঞ্চম শতরানটি করে কুমার সঙ্গাকারা, রিকি পন্টিংয়ের নজির ছুঁলেন বিরাট ৷ সামনে কেবল তাঁর সতীর্থ রোহিত শর্মা (7টি) ৷
  • বিশ্বকাপের একটি সংস্করণে 700 রান করা একমাত্র ক্রিকেটার হলেন বিরাট কোহলি ৷ এই নজির ছোঁয়ার পথে এদিন সচিন তেন্ডুলকরের 2003 বিশ্বকাপের রেকর্ড ভাঙলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
  2. কোহলির পর সেঞ্চুরি শ্রেয়সের, বিশ্বকাপে রানের বিশ্বরেকর্ড ভারতের
Last Updated : Nov 15, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.