ETV Bharat / sports

দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:32 PM IST

ETV BHARAT File
ETV BHARAT File

Sourav Ganguly's Biopic: এবছরের শেষের দিকেই শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং ৷ আজ প্রাক্তন ভারত অধিনায়ক নিজেই সেই কথা জানালেন ৷ তবে, কে থাকবেন তাঁর বায়োপিকের নাম ভূমিকায় ? সেই নিয়ে কোনও কিছু খোলসা করলেন না সৌরভ ৷ তবে, শোনা যাচ্ছে বলিউডের এক নামজাদা অভিনেতার নাম ৷

খুব শীঘ্রই শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

কলকাতা, 27 জানুয়ারি: সৌরভ প্রেমীদের কাছে ডাবল সুখবর ৷ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ ৷ সৌরভের ভূমিকায় বায়োপিকে অভিনয় করবেন কোন তারকা, তা ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত ৷ সরাসরি ঘোষণা না করলেও, আয়ুষ্মান খুরানা সৌরভের ভূমিকায় অভিনয় করবেন বায়োপিকে ৷ সেটা খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে ৷ সব ঠিকঠাক থাকলে আইপিএলের আগে সৌরভের বায়োপিক নিয়ে অফিসিয়াল ঘোষণা করে দেবে প্রযোজক সংস্থা‌ লাভ রঞ্জন ফ্লিমস ৷

যারা ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবি বলিউডে তৈরি করে সাড়া ফেলেছে ৷ সম্ভবত ফেব্রুয়ারির শেষে মুম্বইতে হবে সৌরভের বায়োপিক নিয়ে সেই ঘোষণা ৷ প্রযোজক সংস্থা সৌরভের সঙ্গে আলোচনায় বসবেন ফেব্রুয়ারি মাসের শুরুতেই ৷ তবে, চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত সিনেমার সঙ্গে জড়িত কোনও ব্যক্তি সরাসরি অভিনেতা এবং পরিচালকের নাম বলতে চাইলেন না বাংলার মহারাজ ৷‌ সূত্রের খবর, সবকিছুই চূড়ান্ত ৷ আয়ুষ্মান নিজেও খুবই আগ্রহী ছিলেন সৌরভের বায়োপিকে কাজ করার জন্য ৷

বলিউড এই তারকার সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে ৷ যা খবর, তাতে দুর্গাপুজোর আগেই সম্ভবত শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে ৷ শুটিংয়ের জন্য ইতিমধ্যেই বিভিন্ন লোকেশন নিশ্চিত করার নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ শনিবার নিজের অফিসে বই প্রকাশ অনুষ্ঠানে সৌরভ বলেছেন, চলতি বছরের শেষে বা পরের বছরের শুরুতে বায়োপিকের কাজ শুরু হবে ৷ ওটাই তাঁর জীবনীর পর্দায়ন ৷ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে ঘিরে উৎসাহের তো শেষ নেই ৷ সাংবাদিক, অসাংবাদিক সকলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বই লেখেন ৷

সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় চলতি বইমেলাতে 'আনলিমিটেড দাদা' লিখেছেন সৌরভকে নিয়ে ৷ কিন্তু, সৌরভ কি নিজে আত্মজীবনী লেখার কথা কোনওদিন ভেবেছেন ! একটা সময় নিজের কলম নিজে লিখতেন ৷ বর্ণময় ক্রিকেটজীবন এবং ক্রিকেট বুট তুলে রাখার পরেও তাঁর জীবন ব্যস্ততায় ভরা ৷ সৌরভ বলছেন, নিজের জীবনের কথা লেখার ভাবনা তাঁর রয়েছে ৷ হাতে সময় না থাকায় এখনই হয়তো বসবেন না ৷ তবে লিখবেন ৷

তিনি বলেন, “খেলার সময় খেললেই হয়ে যেত ৷ এখন এত ব্যস্ততা যে সময় বের করাই কঠিন ৷ তবে, হয়তো লিখব ভবিষ্যতে ৷” ব্যস্ততার জন্য ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কাজ থেকে সরে এসেছেন ৷ ধারাভাষ্য দিতে ভালোবাসেন ৷ কিন্তু, তার জন্য যে পরিমাণ ঘুরতে হয়, সেই ঝক্কি পোহাতে রাজি নন ৷ এরমধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের দায়িত্ব সামলাতে হচ্ছে ৷ সামনে স্টিল প্ল্যান্টের কাজ শুরু হওয়ার কথা ৷ সেই নিয়েও ব্যস্ততা রয়েছে ৷ তবে, আপাতত নিজের জীবনের কথা পর্দাতে তুলে ধরাই সৌরভের প্রাধান্যের তালিকায় সবার উপরে ৷

ঠিক হয়েছে, ইংল্যান্ডের লর্ডস ছাড়াও বিশ্বের আরও কয়েকটি শহরে এবং মাঠে বায়োপিকের শুটিং হবে ৷ যেসব শহর এবং মাঠে সৌরভ সাফল্য পেয়েছেন সেই জায়গাগুলি বায়োপিকে দেখানো হবে ৷ তবে, ছবির সিংহভাগ শুটিং যে কলকাতায় হবে, তা জানিয়েছেন নির্মাতারা ৷ সৌরভের ভূমিকায় আয়ুষ্মান খুরানা প্রায় চুড়ান্ত হয়ে গেলেও, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে, কোন অভিনেত্রী তা চূড়ান্ত হয়নি ৷ দ্রুত সেটাও চূড়ান্ত হবে ৷ বায়োপিকের গল্পে সৌরভের উত্থানের পেছনে স্ত্রী ডোনার অবদানের বিষয়টি রাখা হচ্ছে বলে খবর ৷

সূত্রের খবর, ডোনার চরিত্রের জন্য 18 থেকে 22 বছর বয়সী নায়িকার খোঁজা চলছে ৷ তা চেনা মুখ ছাড়াও চর্চায় রয়েছে নতুন কয়েকটি মুখও ৷ ইতিমধ্যেই গল্প লেখার কাজ শেষ ৷ সেই গল্প স্ক্রিপ্ট আকারে তৈরি করা হচ্ছে ৷ সৌরভের জীবনের সমস্ত দিক ধরে গল্প এবং চিত্রনাট্য লেখা হয়েছে ৷ তবে, কোন ঘটনা, কতটা জায়গা পাবে, সেটা আলোচনার পর ঠিক হবে ৷ তবে, অবশ্যই একটা বড় জায়গা নিয়ে থাকবে, 2003 বিশ্বকাপ ৷ তারপর অধিনায়কত্ব হারানো ও দল থেকে বাদ পড়া এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নায়কোচিত প্রত্যাবর্তন ৷ অজানা সৌরভের অনেক অজানা গল্প থাকবে বায়োপিকে ৷ ফলে বায়োপিক নিয়ে সৌরভের কথা এবং ভবিষ্যতে আত্মজীবনী লেখার ইচ্ছে, যেকোনও সৌরভ ভক্তকে ডাবল আনন্দ দেবেই ৷

আরও পড়ুন:

  1. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
  2. দেড়বছর পর রঞ্জিতে সেঞ্চুরি মনোজের, অসমের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা
  3. পোপের সামনে নতজানু ভারতীয় স্পিনাররা, বাজবলে ম্যাচে ফিরল ইংল্যান্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.