ETV Bharat / sports

পোপের সামনে নতজানু ভারতীয় স্পিনাররা, বাজবলে ম্যাচে ফিরল ইংল্যান্ড

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 5:45 PM IST

Updated : Jan 27, 2024, 5:52 PM IST

India vs England 1st Test Day 3: ভারতের বিরুদ্ধে 190 রানে পিছিয়ে থেকেও প্রথম টেস্ট ম্যাচে ফিরল ইংল্যান্ড ৷ সৌজন্যে সেই বহুল চর্চিত 'বাজবল' ৷ ওলি পোপের আগ্রাসী সেঞ্চুরিতে ভর করে ফের আশার আলো দেখছে থ্রি-লায়ন্স ৷ তবে, চতুর্থদিনে উইকেট বাঁচিয়ে কত রান স্কোরবোর্ডে ইংল্যান্ড তুলতে পারবে ? তার উপর নির্ভর করছে, ম্যাচে বেন স্টোকসদের ভবিষ্যৎ ৷

Image Courtesy: BCCI and England Cricket X
Image Courtesy: BCCI and England Cricket X

হায়দরাবাদ, 27 জানুয়ারি: প্রথমদিনেই 246 রানে অলআউট হয়ে যাওয়ার পর একটা প্রশ্ন উঠছিল, কোথায় ইংল্যান্ডের 'বাজবল' ? আজ তৃতীয়দিনে অবশেষে ইংল্যান্ডের ঝুলি থেকে বেরিয়ে এল সেই 'বাজবল' ক্রিকেট ৷ যার ধাক্কায় মাত্র 77 ওভারে স্কোরবোর্ডে 316 রান তুলে দিল ব্রিটিশ ব্রিগেড ৷ প্রথমে দুই ওপেনার এবং শেষ দুই ইনিংসে তিননম্বরে নামা ওলি পোপ ৷ তাঁর 148 রানের অপরাজিত ইনিংসে ভর করে ইংল্যান্ড 126 রানের লিড নিয়েছে ৷

আজ দিনের প্রথম 10 ওভারের মধ্যেই ভারতের বাকি 3 উইকেট ফেলে দেয় ইংল্যান্ড ৷ তাও আবার জো রুটের বলে পরপর আউট হন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরা ৷ এ দিন রবীন্দ্র জাদেজাও 87 রানে আউট হয়ে যান ৷ যস্বশী এবং কেএল রাহুলের মতো তিনিও সেঞ্চুরি মিস করেন ৷ ভারত 190 রানের লিড নেয় প্রথম ইনিংসে ৷ বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিল, এই রান তুলতে গিয়েই অলআউট হয়ে যেতে পারে ইংল্যান্ড ৷ কিন্তু, শুরুটা দূরন্ত করে ইংল্যান্ডের দুই ওপেনার ৷ বিশেষত, জ্যাক ক্রলি (33 বলে 31 রান) তাঁর আগ্রাসী ব্যাটিং ভারতীয় বোলারদের লাইন-লেন্থ কার্যত বিগড়ে দিয়েছিল ৷

কিন্তু, রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণির জালে ফাঁসেন জ্যাক ক্রলি ৷ কিন্তু, এর পরেও দূরন্ত ব্যাটিং চালিয়ে যান বেন ডাকেট এবং ওলি পোপ ৷ ডাকেট 47 রানে বুমরার শিকার হন ৷ কিন্তু, ডাকেট ফিরতেই একের পর এক উইকেট পড়তে শুরু করে ৷ জোট রুট 2 রান, জনি বেয়ারস্টো 10 রান ও অধিনায়ক বেন স্টোকস মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফেরেন ৷ যখন একের পর এক উইকেটের পতন চলছে, তখন উলটোদিকে মাটি আঁকড়া অশ্বিন-জাদেজাদের বিষাক্ত স্পিন বোলিং সামলে গিয়েছেন পোপ ৷ একটা সময় 163 রানে 5 উইকেট পড়ে যায় ইংল্যান্ডের ৷

সেখান থেকে বেন ফোকসকে সঙ্গে নিয়ে 112 রানের পার্টনারশিপ করেন ওলি পোপ ৷ বেন ফোকস 81 বলে 34 রানের বহুমূল্য ইনিংস খেলেন ৷ তৃতীয়দিনের খেলা শেষে রেহান আহমেদ (16), পোপের সঙ্গে অপরাজিত খেলছেন ৷ ভারতের হয়ে জসপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন 2 টি করে উইকেট নিয়েছেন ৷ অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন ৷ এই মুহূর্তে ইংল্যান্ড 126 রানে এগিয়ে রয়েছে ৷ চতুর্থদিনে ভারতের টার্গেট থাকবে দ্রুত 4 উইকেট তুলে নেওয়া ৷

আরও পড়ুন:

  1. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
  2. 'সৌরভরা ঠিক সময় অন্যায় ধরিয়ে দিলে সংসারটা বাঁচত', শামিকে কদর্য আক্রমণ হাসিনের
  3. সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, 200 রানের লিড নিতে ব্যর্থ টিম ইন্ডিয়া
Last Updated :Jan 27, 2024, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.