ETV Bharat / sports

আত্মপ্রকাশ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের, কোচ ও পরামর্শদাতা কারা ? - United Kolkata Sports Club

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 7:38 PM IST

ETV BHARAT
ETV BHARAT

United Kolkata Sports Club: প্রকাশ্যে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৷ আজ ক্লাবের লোগো ও জার্সির উদ্বোধন হল ৷ কলকাতা ফুটবলের প্রথম ডিভিশনে আগামী মরশুম থেকে খেলবে ক্লাবটি ৷ মোটা অংকের ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে প্রথম ডিভিশনের অংশ হল ক্লাবটি ৷

কলকাতা, 16 এপ্রিল: কলকাতা ময়দানে নতুন ক্লাব ইউনাইটেড কলকাতা স্পোর্টস । পৃষ্ঠপোষকতায় টেকনো ইন্ডিয়া গ্রুপ। আগামী মরশুম থেকে কলকাতা লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ৷ ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের কোচের পদে নিযুক্ত করা হয়েছে দীপক মণ্ডলকে ৷ তাঁর তত্ত্বাবধানে মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রশিক্ষণ শুরু হবে ৷ অনুশীলনের জন্য সোদপুরের একটি মাঠ নেওয়া হচ্ছে ৷

মূলত, তরুণ ফুটবলারদের নিয়েই দল গঠন করা হবে ৷ 18-22 বছরের উঠতি ফুটবলারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কাউটিং করা হবে ৷ মেন্টরের ভূমিকায় থাকবেন আন্তর্জাতিক স্তরের প্রখ্যাত রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় ৷ ক্লাবের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে হোসে ব়্যামিরেজ ব্যারেটোকে ৷ ভারতীয় ক্লাব ফুটবলে দাপিয়ে খেলার পরে বর্তমানে রিলায়েন্স অ্যাকাডেমিতে ছোটদের নিয়ে কাজ করেন ব্রাজিলিয়ান তারকা ৷

ক্লাবের লোগো এবং জার্সির উন্মোচিত করা হয়েছে আজ ৷ লোগোর রং সোনালি ও নীল ৷ আছে অভিনবত্ব ৷ কলকাতার সংস্কৃতির কথা মাথায় রেখেই বানানো হয়েছে ক্লাবের লোগো ৷ যার অঙ্গ হাওড়া ব্রিজ, ট্রাম এবং আলপনা ৷ নতুন প্রতিভার অন্বেষণ এবং যুবসমাজের উন্নতি নতুন এই ক্লাবের লক্ষ্য ৷ শুধু ছেলেদের নয়, মেয়েদের দল গড়ার পরিকল্পনা রয়েছে ৷ এই বিষয়েও কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছে ৷ ভবিষ্যতে অ্যাকাডেমি তৈরি করা লক্ষ্য আছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ৷

হেড কোচ দীপক মণ্ডল জানান, শুধুমাত্র বাঙালি ফুটবলারদের নিয়েই দল গড়তে চান ৷ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সমরেশ চৌধুরী, সুমিত মুখোপাধ্যায়রা ৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা ৷ 1 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কলকাতা প্রথম ডিভিশনে খেলছে এই নতুন ক্লাবটি ৷ এর আগে কোনও ক্লাব এত টাকা দিয়ে প্রথম ডিভিশনে খেলার অগ্রহী দেখায়নি ৷

আগে নিয়ম ছিল 15 লক্ষ টাকা দিলেই প্রথম ডিভিশনে খেলা যাবে ৷ ডায়মন্ডহারবার এফসি সেই টাকা দিয়ে প্রথম ডিভিশনে ঢুকেছিল ৷ এরপর বিভিন্ন ক্লাব আগ্রহী হয়ে ওঠে ৷ কিন্তু, যথেচ্ছভাবে ক্লাবগুলির প্রথম ডিভিশনে ঢুকে পড়ার আগ্রহ বন্ধ করতেই এক কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি করে আইএফএ ৷ এরপর নবগঠিত ইউনাইটেড স্পোর্টস ক্লাব ছাড়া কোনও ক্লাব আর আগ্রহ দেখায়নি ৷ এর আগে গত দশবছরে 10 লক্ষ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে একাধিক ক্লাব তৃতীয় ডিভিশন থেকে যাত্রা শুরু করেছিল ৷

আরও পড়ুন:

  1. ইতিহাস মোহনবাগানের! কোলাসো-কামিংসের জাদুতে প্রথমবার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন
  2. তিনিই বস, বাগানকে শিল্ড দিয়ে বোঝালেন ছেষট্টির হাবাস
  3. টি-20 ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান, ব্যাট হাতে উজ্জ্বল 'চিরকুমার' কার্তিক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.